Ajker Patrika

ফ্রান্সের প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজের মেন্যুতে যা ছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্রান্সের প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজের মেন্যুতে যা ছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে রাষ্ট্রীয় নৈশভোজে আপ্যায়ন করেন। 

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই ভোজে কাচ্চি বিরিয়ানি, গরুর শিক কাবাব, মুরগির কোর্মা, রোস্ট করা চিংড়ি, বেগুন ভাজা, লুচি, পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা, বিভিন্ন ধরনের ফল ও আমড়ার জুস দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিকে। 

মন্ত্রীবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন সামরিক–বেসামরিক কর্মকর্তারা নৈশভোজে যোগ দেন। 

হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৈশভোজে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: পিআইডিফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রোববার সন্ধ্যায় ঢাকা পৌঁছান। জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর দিল্লি থেকে দুই দিনের সফরে তিনি ঢাকা এসেছেন। 

সোমবার (১১ সেপ্টেম্বর) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে অন্তত দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। 

সোমবার বিকেলে মাখোঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। 

প্রসঙ্গত, ৩৩ বছর পর বাংলাদেশ সফরে এসেছেন কোনো ফরাসি প্রেসিডেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত