বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর জন্য নতুন ইউনিফর্ম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এই ইউনিফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন ইউনিফর্মটি আধুনিক নিরাপত্তা প্রয়োজন ও পেশাদারিত্ব বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে এভসেক সদস্যদের উপস্থিতি আরও দৃঢ়, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এভসেক সদস্য ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ইউনিফর্মেও সেই গুরুত্ব ও মর্যাদার প্রতিফলন থাকা দরকার। নতুন ইউনিফর্ম তাদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য এবং আত্মমর্যাদা জাগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে একটি ডেমোনস্ট্রেশন টিম নতুন ইউনিফর্ম পরে উপস্থিত হয়ে তা প্রদর্শন করে। ইউনিফর্মের এই রূপান্তরের মাধ্যমে দেশের বিমানবন্দর নিরাপত্তায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
একই অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করেন। এই রুটে ১ জুলাই থেকে প্রতি সপ্তাহে পাঁচটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দরে।
নতুন এই ফ্লাইট রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। ফ্লাইটে তৈরি পোশাক, অ্যাকসেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল কাঁচামাল এবং রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছসহ বিভিন্ন সামগ্রী পরিবহন করা হবে। এতে রপ্তানিকারকরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন এবং আমদানিকারকরা উপকৃত হবেন সময়নিষ্ঠ ও সুবিধাজনক সরবরাহব্যবস্থার মাধ্যমে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর জন্য নতুন ইউনিফর্ম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এই ইউনিফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন ইউনিফর্মটি আধুনিক নিরাপত্তা প্রয়োজন ও পেশাদারিত্ব বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে এভসেক সদস্যদের উপস্থিতি আরও দৃঢ়, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এভসেক সদস্য ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ইউনিফর্মেও সেই গুরুত্ব ও মর্যাদার প্রতিফলন থাকা দরকার। নতুন ইউনিফর্ম তাদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য এবং আত্মমর্যাদা জাগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে একটি ডেমোনস্ট্রেশন টিম নতুন ইউনিফর্ম পরে উপস্থিত হয়ে তা প্রদর্শন করে। ইউনিফর্মের এই রূপান্তরের মাধ্যমে দেশের বিমানবন্দর নিরাপত্তায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
একই অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করেন। এই রুটে ১ জুলাই থেকে প্রতি সপ্তাহে পাঁচটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দরে।
নতুন এই ফ্লাইট রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। ফ্লাইটে তৈরি পোশাক, অ্যাকসেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল কাঁচামাল এবং রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছসহ বিভিন্ন সামগ্রী পরিবহন করা হবে। এতে রপ্তানিকারকরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন এবং আমদানিকারকরা উপকৃত হবেন সময়নিষ্ঠ ও সুবিধাজনক সরবরাহব্যবস্থার মাধ্যমে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-তে রায়ের কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকি আসনগুলোতে ফ্যাসিবাদবিরোধী সৎ ও দক্ষ প্রার্থীদের সমর্থন দেবে বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন নিয়ে রাজনৈতিক ও নাগরিক সমাজে ব্যাপক আলোচনা চলছে। কিছু মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে এই অব
৩ ঘণ্টা আগে
মনোয়ার মোস্তফা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল নিয়মিত রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা। কিন্তু সেই সীমা অতিক্রম করে একটি দীর্ঘমেয়াদি, বহুমাত্রিক ও উচ্চ ঝুঁকিপূর্ণ জ্বালানি পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমূলক পরামর্শ প্রক্রিয়া...
৪ ঘণ্টা আগে