নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তবে সময়স্বল্পতার কারণে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠান নিয়েই কাজ করতে চায় তদন্ত কমিটি। আজ আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এই বিষয়ে গঠিত কমিটির আট সদস্য। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আটটি সংস্থার প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সংস্থাগুলো থেকে এখনো প্রতিনিধির নাম পাঠানো হয়নি।
কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। কয়েকটি সংস্থার সঙ্গে কথা বলে তাদের টেকনিক্যাল সমস্যা কী তা জানার চেষ্টা করেছি। তারা তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছে।’
আবু সাঈদ বলেন, ‘আমাদের সাত কর্মদিবস সময় আছে। আজকে আনঅফিশিয়ালি কাজ শুরু করে দিয়েছি। বুধবার থেকে অফিশিয়ালি কাজ শুরু করব।
সরকারের গুরুত্বপূর্ণ ২৯টি প্রতিষ্ঠানের বাইরে আর কোনো সংস্থায় খোঁজ নেবেন কি না জানতে চাইলে আবু সাঈদ বলেন, সময়স্বল্পতার কারণে এর বাইরে কথা বলার সুযোগ নাই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, সরকারি একটি ওয়েবসাইট থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রমাণ পেয়েছে। সেই সাইট থেকে দেশের মানুষের নাম, মোবাইল ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, এনআইডি নম্বরসহ ব্যক্তিগত গোপনীয় তথ্য পাওয়া যায়।
এরপর গত সোমবার এই বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তথ্য ফাঁসের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সবাইকে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
ওই বৈঠক শেষে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলে জানান জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আরেকটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এ ধরনের ঘটনা নিয়মিত মনিটরিং করবে।
তথ্য ফাঁসে ঝুঁকির বিষয়ে পলক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই ঝুঁকির পরিমাণ পরিষ্কার হয়ে যাবে।

সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তবে সময়স্বল্পতার কারণে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠান নিয়েই কাজ করতে চায় তদন্ত কমিটি। আজ আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এই বিষয়ে গঠিত কমিটির আট সদস্য। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আটটি সংস্থার প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সংস্থাগুলো থেকে এখনো প্রতিনিধির নাম পাঠানো হয়নি।
কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। কয়েকটি সংস্থার সঙ্গে কথা বলে তাদের টেকনিক্যাল সমস্যা কী তা জানার চেষ্টা করেছি। তারা তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছে।’
আবু সাঈদ বলেন, ‘আমাদের সাত কর্মদিবস সময় আছে। আজকে আনঅফিশিয়ালি কাজ শুরু করে দিয়েছি। বুধবার থেকে অফিশিয়ালি কাজ শুরু করব।
সরকারের গুরুত্বপূর্ণ ২৯টি প্রতিষ্ঠানের বাইরে আর কোনো সংস্থায় খোঁজ নেবেন কি না জানতে চাইলে আবু সাঈদ বলেন, সময়স্বল্পতার কারণে এর বাইরে কথা বলার সুযোগ নাই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, সরকারি একটি ওয়েবসাইট থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রমাণ পেয়েছে। সেই সাইট থেকে দেশের মানুষের নাম, মোবাইল ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, এনআইডি নম্বরসহ ব্যক্তিগত গোপনীয় তথ্য পাওয়া যায়।
এরপর গত সোমবার এই বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তথ্য ফাঁসের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সবাইকে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
ওই বৈঠক শেষে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলে জানান জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আরেকটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এ ধরনের ঘটনা নিয়মিত মনিটরিং করবে।
তথ্য ফাঁসে ঝুঁকির বিষয়ে পলক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই ঝুঁকির পরিমাণ পরিষ্কার হয়ে যাবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক...
২ ঘণ্টা আগে
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
১০ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
১১ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১৪ ঘণ্টা আগে