নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নেপাল থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে আগামী মাসে চূড়ান্ত চুক্তি হবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন। সচিবালয়ে রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন গুরুত্ব দিচ্ছি নবায়নযোগ্য এনার্জির ক্ষেত্রে, নেপাল ও ভুটান থেকে হাইড্রো পাওয়া নিয়ে আসায়। আমরা আশা করছি আগামী মাসেই নেপালের চুক্তিটি ফাইনাল করা হবে। নেপালের সঙ্গে চুক্তি করতে আমাদের নেগোসিয়েশন ফাইনাল হয়ে গেছে। কনসালট্যান্ট নিয়োগ হয়ে গেছে। এই মাসের মধ্যে তাদের রিপোর্ট হয়তো আমরা পেয়ে যাব। আগামী মাসের মধ্যে আমরা ফাইনাল চুক্তিতে চলে যাব। নেপাল থেকে মোট ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।’
বিপু বলেন, ২০৪০ সালের মধ্যে ৪০ শতাংশ জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি থেকে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্টের দাম এখনো সহনীয় পর্যায়ে আসেনি; প্রচুর জায়গা লাগে, বিদ্যুতের উৎপাদন খরচও বেশি। এই সেক্টরে নতুন প্রযুক্তি কীভাবে বাড়ানো যায় আমরা সেই চেষ্টা করছি।
এক প্রশ্নে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভারতের ট্রান্সমিশন কোম্পানি জিএমআর ট্রান্সমিশন লাইন করে আমাদের বিদ্যুৎ দেবে। এতে সুবিধা হলো আমাদের বিদ্যুতের লাইনটা হয়ে গেল। একটা বড় দ্বার উন্মোচন হবে। ভবিষ্যতে এই লাইন দিয়ে আমরা আরও বিদ্যুৎ আনতে পারব। আমরা চেষ্টা করছি ড্রাই সিজনে আমাদের বিদ্যুৎ ওদের ওখানে রপ্তানি করতে পারব। দ্রুততার সঙ্গে এলএনজি আমদানি করে পাওয়ার প্ল্যান্ট করা যায়। সেই কারণে এলএনজির দিকেও কিছুটা হয়তো পরিধি বাড়াব।
আগামী মাসে প্যারিসে একটি সভা আছে জানিয়ে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু বলেন, সেই মিটিংয়ে মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে কথা হবে। বিশেষ করে সুন্দরবনের রামপাল নিয়ে আলোচনা হবে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর উদ্বেগের বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমার কনসার্ন পাওয়ার প্ল্যান্টটা কত দ্রুত হবে, আরও কত দ্রুত পাওয়ার দিতে পারব।

ঢাকা: নেপাল থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে আগামী মাসে চূড়ান্ত চুক্তি হবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন। সচিবালয়ে রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন গুরুত্ব দিচ্ছি নবায়নযোগ্য এনার্জির ক্ষেত্রে, নেপাল ও ভুটান থেকে হাইড্রো পাওয়া নিয়ে আসায়। আমরা আশা করছি আগামী মাসেই নেপালের চুক্তিটি ফাইনাল করা হবে। নেপালের সঙ্গে চুক্তি করতে আমাদের নেগোসিয়েশন ফাইনাল হয়ে গেছে। কনসালট্যান্ট নিয়োগ হয়ে গেছে। এই মাসের মধ্যে তাদের রিপোর্ট হয়তো আমরা পেয়ে যাব। আগামী মাসের মধ্যে আমরা ফাইনাল চুক্তিতে চলে যাব। নেপাল থেকে মোট ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।’
বিপু বলেন, ২০৪০ সালের মধ্যে ৪০ শতাংশ জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি থেকে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্টের দাম এখনো সহনীয় পর্যায়ে আসেনি; প্রচুর জায়গা লাগে, বিদ্যুতের উৎপাদন খরচও বেশি। এই সেক্টরে নতুন প্রযুক্তি কীভাবে বাড়ানো যায় আমরা সেই চেষ্টা করছি।
এক প্রশ্নে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভারতের ট্রান্সমিশন কোম্পানি জিএমআর ট্রান্সমিশন লাইন করে আমাদের বিদ্যুৎ দেবে। এতে সুবিধা হলো আমাদের বিদ্যুতের লাইনটা হয়ে গেল। একটা বড় দ্বার উন্মোচন হবে। ভবিষ্যতে এই লাইন দিয়ে আমরা আরও বিদ্যুৎ আনতে পারব। আমরা চেষ্টা করছি ড্রাই সিজনে আমাদের বিদ্যুৎ ওদের ওখানে রপ্তানি করতে পারব। দ্রুততার সঙ্গে এলএনজি আমদানি করে পাওয়ার প্ল্যান্ট করা যায়। সেই কারণে এলএনজির দিকেও কিছুটা হয়তো পরিধি বাড়াব।
আগামী মাসে প্যারিসে একটি সভা আছে জানিয়ে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু বলেন, সেই মিটিংয়ে মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে কথা হবে। বিশেষ করে সুন্দরবনের রামপাল নিয়ে আলোচনা হবে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর উদ্বেগের বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমার কনসার্ন পাওয়ার প্ল্যান্টটা কত দ্রুত হবে, আরও কত দ্রুত পাওয়ার দিতে পারব।

অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই পরোয়ানা জারি করেন।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা আজ হচ্ছে না। প্রসিকিউশন জানিয়েছে, রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা করা হবে আজ। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে।
৬ ঘণ্টা আগে
নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
১৩ ঘণ্টা আগে