Ajker Patrika

জাপায় জিএম কাদের দায়িত্ব পালনের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাপায় জিএম কাদের দায়িত্ব পালনের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে জাপায় জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। ৫ মে আবেদনটি শুনানির জন্য উঠলে সময়ের আরজি জানানো হয়েছিল। পরে ১২ মে দিন ধার্য করা হয়। 

জিয়াউল হক মৃধাকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন জিয়াউল হক। 

এতে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত। 

প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত তা সরাসরি খারিজ করে দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তাতে গত বছর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। 

এতে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিল করেন। 

জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মো. ওয়াজি উল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত