নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে জাপায় জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। ৫ মে আবেদনটি শুনানির জন্য উঠলে সময়ের আরজি জানানো হয়েছিল। পরে ১২ মে দিন ধার্য করা হয়।
জিয়াউল হক মৃধাকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন জিয়াউল হক।
এতে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।
প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত তা সরাসরি খারিজ করে দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তাতে গত বছর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
এতে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিল করেন।
জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মো. ওয়াজি উল্লাহ।

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে জাপায় জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। ৫ মে আবেদনটি শুনানির জন্য উঠলে সময়ের আরজি জানানো হয়েছিল। পরে ১২ মে দিন ধার্য করা হয়।
জিয়াউল হক মৃধাকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন জিয়াউল হক।
এতে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।
প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত তা সরাসরি খারিজ করে দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তাতে গত বছর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
এতে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিল করেন।
জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মো. ওয়াজি উল্লাহ।

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২৭ মিনিট আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি; বরং মামলার ভিকটিম
২ ঘণ্টা আগে