নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সরকার কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনা আক্রান্ত রোগীরা এখন যে হারে হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা অব্যাহত থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা ফাঁকা থাকবে না বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘ওমিক্রন ও ডেলটা ধরনে আক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা কিছুটা হলেও চিন্তিত, আতঙ্কিত। গত ১৫-২০ দিনে সংক্রমণের হার ১৮ শতাংশে উঠে গেছে। এভাবে বাড়তে থাকলে ৩০ শতাংশে উঠতে সময় লাগবে না। হাসপাতালে প্রতিদিন ২০০ জন করে ভর্তি হচ্ছে। এভাবে ভর্তি হলে এক-দেড় মাসে হাসপাতালে চিকিৎসা দেওয়ার কোনো জায়গা থাকবে না। চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে যাবে। এ জন্য সবাই যাতে ভালোমতো স্বাস্থ্যবিধি মানে আমি সেই আহ্বান জানাচ্ছি।’
এখন থেকে ৫০ বছর বয়স বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর ফলে ৭০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিতে হবে। এখনো ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা আমাদের হাতে আছে।
টিকা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘তাঁদের সঙ্গে টিকার চুক্তি করেছিলাম, চুক্তি এখনো আছে কিন্তু টিকা পাইনি। আমরা বলেছি, চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করেন। তাঁদের টিকা দুটি করে ডোজ লাগে। আমরা বলেছি দুটি ডোজই একসঙ্গে দেওয়ার ব্যবস্থা করেন। স্পুতনিক লাইট নামে আরেকটি টিকার কথা তাঁরা বলেছেন, আমরা সে বিষয়ে কাগজপত্র চেয়েছি।’

করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সরকার কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনা আক্রান্ত রোগীরা এখন যে হারে হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা অব্যাহত থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা ফাঁকা থাকবে না বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘ওমিক্রন ও ডেলটা ধরনে আক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা কিছুটা হলেও চিন্তিত, আতঙ্কিত। গত ১৫-২০ দিনে সংক্রমণের হার ১৮ শতাংশে উঠে গেছে। এভাবে বাড়তে থাকলে ৩০ শতাংশে উঠতে সময় লাগবে না। হাসপাতালে প্রতিদিন ২০০ জন করে ভর্তি হচ্ছে। এভাবে ভর্তি হলে এক-দেড় মাসে হাসপাতালে চিকিৎসা দেওয়ার কোনো জায়গা থাকবে না। চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে যাবে। এ জন্য সবাই যাতে ভালোমতো স্বাস্থ্যবিধি মানে আমি সেই আহ্বান জানাচ্ছি।’
এখন থেকে ৫০ বছর বয়স বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর ফলে ৭০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিতে হবে। এখনো ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা আমাদের হাতে আছে।
টিকা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘তাঁদের সঙ্গে টিকার চুক্তি করেছিলাম, চুক্তি এখনো আছে কিন্তু টিকা পাইনি। আমরা বলেছি, চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করেন। তাঁদের টিকা দুটি করে ডোজ লাগে। আমরা বলেছি দুটি ডোজই একসঙ্গে দেওয়ার ব্যবস্থা করেন। স্পুতনিক লাইট নামে আরেকটি টিকার কথা তাঁরা বলেছেন, আমরা সে বিষয়ে কাগজপত্র চেয়েছি।’

সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করে এবং এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে অধ্যাদেশ কার্যকর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, বে সিটি অ্যাপারেলস, ইয়েলো অ্যাপারেলস, পিংক মেকার ও অ্যাপোলো অ্যাপারেলস নামে চারটি কথিত গ্রাহক প্রতিষ্ঠান ঋণের নামে প্রায় ২ হাজার ৮৫৭ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৯৪১ টাকা আত্মসাৎ করেছে। মূলত সালমান এফ রহমান তাঁর ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসির...
১ ঘণ্টা আগে
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৭ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১৯ ঘণ্টা আগে