হিমেল চাকমা, রাঙামাটি

রাঙামাটিতে গড়ে উঠেছে নতুন পর্যটনকেন্দ্র রাঙা দ্বীপ। সদ্য শেষ হয়েছে এই কেন্দ্রের কাজ। পর্যটনকেন্দ্রটিতে রয়েছে থ্রি স্টার মানের হোটেল, কটেজ, সুইমিংপুল, কায়াকিংসহ নানান সুবিধা। রাঙা দ্বীপ এখন নজর কাড়ছে সবার। নিরিবিলি এই পর্যটনকেন্দ্র দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকেরা।
রাঙা দ্বীপে উঠলেই দেখা মিলবে প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিকতার সাজ। এই পর্যটনকেন্দ্র ও রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এখানে আছে সাধারণ ও ১৮টি কটেজে আবাসিক ব্যবস্থা, সুইমিংপুল, নৌকা রাইডিং এবং একাধিক কনফারেন্স হল। কটেজের প্রতিটি কক্ষ থেকে দেখা যাবে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য।
রাঙা দ্বীপের পরিচালক আলোক ব্রত চাকমা জানান, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসেন। তাঁদের অভিযোগ, রাঙামাটিতে মানসম্মত থাকার ব্যবস্থা নেই। রাঙা দ্বীপ পর্যটনকেন্দ্র ও রিসোর্ট সেই দুর্নাম ঘুচিয়ে দিয়েছে।
রাঙা দ্বীপে রাতযাপনে রয়েছে রিসোর্টের ক্যাসেল ও কটেজ। ক্যাসেলের কক্ষগুলোর প্রতি রাতের ভাড়া ৬ হাজার টাকা। এক কক্ষে থাকতে পারবেন ছয়জন। এ ছাড়া বিছানাভেদে কটেজের ভাড়া প্রতি রাতের জন্য ৬ হাজার থেকে ১০ হাজার টাকা। পুরো কটেজে ১৫০ থেকে ২০০ জন থাকার ব্যবস্থা রয়েছে।
যেভাবে রাঙা দ্বীপে যাবেন
রাঙামাটিতে এসে শহরে নেমে নিজস্ব বা ভাড়া গাড়ি অথবা অটোরিকশায় যেতে হবে রাজবন বিহারের উত্তর পাশে বনবিহার হাসপাতালসংলগ্ন ভালেদী ব্রিজের গোড়ায়। সেখান থেকে বোটে দুই মিনিটে পৌঁছে যাওয়া যাবে রাঙা দ্বীপ ঘাটে। বোট ভাড়া জনপ্রতি ১৫ টাকা। ঘাটে নেমে নিতে হবে ৫০ টাকার খাদ্য কুপন। এই কুপন দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নেওয়া যাবে।
তবে যাঁরা থাকতে যাবেন, তাঁদের এই কুপনের দরকার নেই। বোট ভাড়াও গুনতে হবে না। পর্যটকেরা সুইমিংপুলে গোসল করতে পারবেন। সে ক্ষেত্রে গুনতে হবে প্রতি ঘণ্টায় ২০০ টাকা। সময় বাড়িয়ে গোসল করতে চাইলে দিতে হবে প্রতি ঘণ্টায় আরও ১০০ টাকা। তবে আবাসিকে থাকা অতিথিদের জন্য এই চার্জ প্রযোজ্য হবে না।

রাঙামাটিতে গড়ে উঠেছে নতুন পর্যটনকেন্দ্র রাঙা দ্বীপ। সদ্য শেষ হয়েছে এই কেন্দ্রের কাজ। পর্যটনকেন্দ্রটিতে রয়েছে থ্রি স্টার মানের হোটেল, কটেজ, সুইমিংপুল, কায়াকিংসহ নানান সুবিধা। রাঙা দ্বীপ এখন নজর কাড়ছে সবার। নিরিবিলি এই পর্যটনকেন্দ্র দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকেরা।
রাঙা দ্বীপে উঠলেই দেখা মিলবে প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিকতার সাজ। এই পর্যটনকেন্দ্র ও রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এখানে আছে সাধারণ ও ১৮টি কটেজে আবাসিক ব্যবস্থা, সুইমিংপুল, নৌকা রাইডিং এবং একাধিক কনফারেন্স হল। কটেজের প্রতিটি কক্ষ থেকে দেখা যাবে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য।
রাঙা দ্বীপের পরিচালক আলোক ব্রত চাকমা জানান, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসেন। তাঁদের অভিযোগ, রাঙামাটিতে মানসম্মত থাকার ব্যবস্থা নেই। রাঙা দ্বীপ পর্যটনকেন্দ্র ও রিসোর্ট সেই দুর্নাম ঘুচিয়ে দিয়েছে।
রাঙা দ্বীপে রাতযাপনে রয়েছে রিসোর্টের ক্যাসেল ও কটেজ। ক্যাসেলের কক্ষগুলোর প্রতি রাতের ভাড়া ৬ হাজার টাকা। এক কক্ষে থাকতে পারবেন ছয়জন। এ ছাড়া বিছানাভেদে কটেজের ভাড়া প্রতি রাতের জন্য ৬ হাজার থেকে ১০ হাজার টাকা। পুরো কটেজে ১৫০ থেকে ২০০ জন থাকার ব্যবস্থা রয়েছে।
যেভাবে রাঙা দ্বীপে যাবেন
রাঙামাটিতে এসে শহরে নেমে নিজস্ব বা ভাড়া গাড়ি অথবা অটোরিকশায় যেতে হবে রাজবন বিহারের উত্তর পাশে বনবিহার হাসপাতালসংলগ্ন ভালেদী ব্রিজের গোড়ায়। সেখান থেকে বোটে দুই মিনিটে পৌঁছে যাওয়া যাবে রাঙা দ্বীপ ঘাটে। বোট ভাড়া জনপ্রতি ১৫ টাকা। ঘাটে নেমে নিতে হবে ৫০ টাকার খাদ্য কুপন। এই কুপন দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নেওয়া যাবে।
তবে যাঁরা থাকতে যাবেন, তাঁদের এই কুপনের দরকার নেই। বোট ভাড়াও গুনতে হবে না। পর্যটকেরা সুইমিংপুলে গোসল করতে পারবেন। সে ক্ষেত্রে গুনতে হবে প্রতি ঘণ্টায় ২০০ টাকা। সময় বাড়িয়ে গোসল করতে চাইলে দিতে হবে প্রতি ঘণ্টায় আরও ১০০ টাকা। তবে আবাসিকে থাকা অতিথিদের জন্য এই চার্জ প্রযোজ্য হবে না।

আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে রোদে পোড়া বা ‘সানবার্ন’ খুবই পরিচিত সমস্যা। তবে আমরা অনেকে জানি না যে সাধারণ এই রোদে পোড়া দাগ যখন চরমে পৌঁছায়, তখন তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সান পয়জনিং’ বলা হয়।
১২ মিনিট আগে
আজ ২১ জানুয়ারি, বিশ্বজুড়ে পালিত হচ্ছে মিউজিয়াম সেলফি ডে। একসময় ‘ছবি তোলা নিষেধ’ লেখা সাইনবোর্ড আর অতীতমুখী নিস্তব্ধতায় মগ্ন থাকা জাদুঘর এখন খানিক উদার ও প্রাণবন্ত। বিশ্বের অনেক জাদুঘরে এখন ছবি তোলা যায়। আর সেলফি হলো সেই ছবি তোলার এক দারুণ মাধ্যম।
২ ঘণ্টা আগে
মাঝরাতে সুইট ক্রেভিং হয়? দোকানের মিষ্টি মুখে না পুরে ঘরে তৈরি ক্ষীর খেতে পারেন। খেতেও ভালো, পুষ্টিকরও। আপনাদের জন্য খেজুরের গুড়ের ক্ষীরের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
অফিসে আপনার কাজের গতি দেখে বস আজ অবাক হতে পারেন। তবে সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না, বিশেষ করে লাঞ্চ ব্রেকে রাজনীতির আলোচনা এড়িয়ে চলুন। পদোন্নতির ফাইল নড়াচড়া করতে পারে। সঙ্গীর সঙ্গে ভুল-বোঝাবুঝি মিটে যাবে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগাযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না।
৫ ঘণ্টা আগে