ফিচার ডেস্ক

থাইল্যান্ডে ছোট-বড় মিলিয়ে ন্যাশনাল পার্কের সংখ্যা ১৫৬। এসবের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে মেরিন ন্যাশনাল পার্কগুলো। প্রায় সারা বছর সেগুলোয় ঘুরতে যায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। ফলে সেগুলোর পরিবেশ ঠিক রাখতে স্থানীয় প্রশাসনের অনেক সময় হিমশিম খেতে হয়। এ কারণে দেশটির তিনটি মেরিন ন্যাশনাল পার্ক ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
নির্দিষ্ট সময় শেষ হওয়ায় মেরিন ন্যাশনাল পার্কগুলো আবারও খোলা হয়েছে। খুলে দেওয়া এ পার্কগুলো হলো সিমিলান ন্যাশনাল পার্ক, সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এবং লায়েম সন ন্যাশনাল পার্ক। সব কটির অবস্থান আন্দামান সমুদ্র ঘিরে। ১৫ অক্টোবর থেকে চালু হওয়া ন্যাশনাল পার্ক তিনটি পর্যটকদের জন্য খোলা থাকবে ২০২৫ সালের মে মাস পর্যন্ত। তারপর আবারও পরিবেশগত কারণে নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে সেগুলো।
মিঠাপানি ও প্রবালপ্রাচীরের জন্য জনপ্রিয় লায়েম সন ন্যাশনাল পার্ক। স্কুবা ডাইভিং যাদের পছন্দ, তাদের অন্যতম গন্তব্য এটি। সমুদ্রের নিচে যারা ঘুরে বেড়াতে চায়, তাদের পছন্দ সিমিলান ন্যাশনাল পার্ক। অন্যদিকে সমুদ্র ঘিরে বিভিন্ন খেলাধুলায় যাদের আগ্রহ বেশি, তাদের জন্য রয়েছে
সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক।
মূলত সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করতে এসব পার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ।
শুধু যে এই তিনটি ন্যাশনাল পার্ক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নয়। থাইল্যান্ড সরকার বেশি ভ্রমণ করা হয় এ রকম জায়গা বছরের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করে। যেহেতু দেশটির পর্যটন প্রকৃতিনির্ভর, তাই নিয়মিত র নিয়মিত পরিচর্যা জরুরি।
বিশ্বের পর্যটননির্ভর দেশগুলোর তালিকায় ওপরের দিকে থাইল্যান্ডের অবস্থান। প্রায় ৩০ মিলিয়ন পর্যটক প্রতিবছর দেশটিতে ভ্রমণ করে। যেহেতু সারা বছর ভিড় থাকে, সে কারণে প্রকৃতির সঠিক পরিচর্যা করা সম্ভব হয় না। সে কারণে বিভিন্ন সময় বিভিন্ন ন্যাশনাল পার্ক বন্ধ রাখা হয়।
সূত্র: প্রেস্টিজ

থাইল্যান্ডে ছোট-বড় মিলিয়ে ন্যাশনাল পার্কের সংখ্যা ১৫৬। এসবের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে মেরিন ন্যাশনাল পার্কগুলো। প্রায় সারা বছর সেগুলোয় ঘুরতে যায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। ফলে সেগুলোর পরিবেশ ঠিক রাখতে স্থানীয় প্রশাসনের অনেক সময় হিমশিম খেতে হয়। এ কারণে দেশটির তিনটি মেরিন ন্যাশনাল পার্ক ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
নির্দিষ্ট সময় শেষ হওয়ায় মেরিন ন্যাশনাল পার্কগুলো আবারও খোলা হয়েছে। খুলে দেওয়া এ পার্কগুলো হলো সিমিলান ন্যাশনাল পার্ক, সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এবং লায়েম সন ন্যাশনাল পার্ক। সব কটির অবস্থান আন্দামান সমুদ্র ঘিরে। ১৫ অক্টোবর থেকে চালু হওয়া ন্যাশনাল পার্ক তিনটি পর্যটকদের জন্য খোলা থাকবে ২০২৫ সালের মে মাস পর্যন্ত। তারপর আবারও পরিবেশগত কারণে নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে সেগুলো।
মিঠাপানি ও প্রবালপ্রাচীরের জন্য জনপ্রিয় লায়েম সন ন্যাশনাল পার্ক। স্কুবা ডাইভিং যাদের পছন্দ, তাদের অন্যতম গন্তব্য এটি। সমুদ্রের নিচে যারা ঘুরে বেড়াতে চায়, তাদের পছন্দ সিমিলান ন্যাশনাল পার্ক। অন্যদিকে সমুদ্র ঘিরে বিভিন্ন খেলাধুলায় যাদের আগ্রহ বেশি, তাদের জন্য রয়েছে
সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক।
মূলত সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করতে এসব পার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ।
শুধু যে এই তিনটি ন্যাশনাল পার্ক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নয়। থাইল্যান্ড সরকার বেশি ভ্রমণ করা হয় এ রকম জায়গা বছরের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করে। যেহেতু দেশটির পর্যটন প্রকৃতিনির্ভর, তাই নিয়মিত র নিয়মিত পরিচর্যা জরুরি।
বিশ্বের পর্যটননির্ভর দেশগুলোর তালিকায় ওপরের দিকে থাইল্যান্ডের অবস্থান। প্রায় ৩০ মিলিয়ন পর্যটক প্রতিবছর দেশটিতে ভ্রমণ করে। যেহেতু সারা বছর ভিড় থাকে, সে কারণে প্রকৃতির সঠিক পরিচর্যা করা সম্ভব হয় না। সে কারণে বিভিন্ন সময় বিভিন্ন ন্যাশনাল পার্ক বন্ধ রাখা হয়।
সূত্র: প্রেস্টিজ

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৩ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৫ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৭ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৭ ঘণ্টা আগে