ফিচার ডেস্ক

বীরদের কথা আমরা অনেক পড়েছি বইপত্রে। চলচ্চিত্রেও দেখেছি তাঁদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন, যাঁরা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো কখনো তা করতে গিয়ে মারা যান; আবার কখনো বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু সৈয়দ আদিল হুসাইন শাহ ফিরতে পারেননি। সন্ত্রাসীদের বুলেট তাঁর শরীর ঝাঁজরা করে দিয়েছে। তিনি শহীদ হয়েছেন।
২২ এপ্রিল ভারতের বিখ্যাত পর্যটন গন্তব্য কাশ্মীরের পেহেলগামে পর্যটকেরা ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখে পড়েন। এতে মারা যান ২৬ জন পর্যটক। আহত হন অনেকে। এই মর্মান্তিক ঘটনায় পর্যটকদের বাঁচাতে এগিয়ে যান সৈয়দ আদিল হুসাইন শাহ।
সরকারি সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ছিলেন দুজন বিদেশি। একজন সংযুক্ত আরব আমিরাতের এবং অন্যজন নেপালের নাগরিক।
এ ছাড়া সেদিন ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে আসা পর্যটকেরা ছিলেন পেহেলগামে। আদিল ছিলেন একমাত্র স্থানীয় বাসিন্দা, যিনি হামলায় প্রাণ হারান।
আদিল হুসাইন পর্যটকদের ঘোড়ায় করে পেহেলগামের পার্কিং এলাকা থেকে বাইসারান নামক পাহাড়ি চারণভূমিতে নিয়ে যেতেন। সেখানে শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। ঘটনার দিনও তিনি একদল পর্যটককে সেখানে নিয়ে যান। ঠিক তখনই শুরু হয় সন্ত্রাসী হামলা। পর্যটকেরা আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করলে আদিল এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে গুলি করে মেরে ফেলা হয়।
শহীদ আদিল হুসাইন ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, ছোট সন্তান, বৃদ্ধ মা-বাবা। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আদিলের বাবা সৈয়দ হায়দার শাহ বলেন, ‘আমার ছেলে প্রতিদিনের মতো সেদিনও সকালে কাজের জন্য পেহেলগাম গিয়েছিল। বেলা ৩টার দিকে হামলার খবর শুনে আমরা ওকে ফোন দিই। কিন্তু ফোন বন্ধ পাই। পরে বিকেল ৪টা ৪০ মিনিটে ফোন খোলে, কিন্তু কেউ উত্তর দেয় না। আমরা থানায় ছুটে যাই। সেখানেই জানতে পারি, আমার সন্তান গুলিবিদ্ধ হয়েছে। পরে জানতে পারি, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। যারা মেরেছে, তাদের কঠোর শাস্তি চাই।’
আদিলের মা-বাবা সরকারের কাছে বিচার ও সহানুভূতির আবেদন জানিয়েছেন। তাঁরা চান, আদিলের মতো সাহসী ও নিরীহ মানুষের মৃত্যু যেন এভাবে আর না হয়।
এ হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি নিষিদ্ধ পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবার একটি সংগঠন। তাদের দাবি, পর্যটকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক হওয়ায় হামলা চালানো হয়।
সূত্র: এনডিটিভি ও সিএনবিসি

বীরদের কথা আমরা অনেক পড়েছি বইপত্রে। চলচ্চিত্রেও দেখেছি তাঁদের কর্মকাণ্ড। বাস্তবেও তেমন মানুষ আছেন, যাঁরা নিজেদের জীবন তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে যান। কখনো কখনো তা করতে গিয়ে মারা যান; আবার কখনো বিজয়ী হয়ে ফিরে আসেন। কিন্তু সৈয়দ আদিল হুসাইন শাহ ফিরতে পারেননি। সন্ত্রাসীদের বুলেট তাঁর শরীর ঝাঁজরা করে দিয়েছে। তিনি শহীদ হয়েছেন।
২২ এপ্রিল ভারতের বিখ্যাত পর্যটন গন্তব্য কাশ্মীরের পেহেলগামে পর্যটকেরা ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখে পড়েন। এতে মারা যান ২৬ জন পর্যটক। আহত হন অনেকে। এই মর্মান্তিক ঘটনায় পর্যটকদের বাঁচাতে এগিয়ে যান সৈয়দ আদিল হুসাইন শাহ।
সরকারি সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ছিলেন দুজন বিদেশি। একজন সংযুক্ত আরব আমিরাতের এবং অন্যজন নেপালের নাগরিক।
এ ছাড়া সেদিন ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে আসা পর্যটকেরা ছিলেন পেহেলগামে। আদিল ছিলেন একমাত্র স্থানীয় বাসিন্দা, যিনি হামলায় প্রাণ হারান।
আদিল হুসাইন পর্যটকদের ঘোড়ায় করে পেহেলগামের পার্কিং এলাকা থেকে বাইসারান নামক পাহাড়ি চারণভূমিতে নিয়ে যেতেন। সেখানে শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। ঘটনার দিনও তিনি একদল পর্যটককে সেখানে নিয়ে যান। ঠিক তখনই শুরু হয় সন্ত্রাসী হামলা। পর্যটকেরা আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করলে আদিল এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে গুলি করে মেরে ফেলা হয়।
শহীদ আদিল হুসাইন ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, ছোট সন্তান, বৃদ্ধ মা-বাবা। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আদিলের বাবা সৈয়দ হায়দার শাহ বলেন, ‘আমার ছেলে প্রতিদিনের মতো সেদিনও সকালে কাজের জন্য পেহেলগাম গিয়েছিল। বেলা ৩টার দিকে হামলার খবর শুনে আমরা ওকে ফোন দিই। কিন্তু ফোন বন্ধ পাই। পরে বিকেল ৪টা ৪০ মিনিটে ফোন খোলে, কিন্তু কেউ উত্তর দেয় না। আমরা থানায় ছুটে যাই। সেখানেই জানতে পারি, আমার সন্তান গুলিবিদ্ধ হয়েছে। পরে জানতে পারি, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। যারা মেরেছে, তাদের কঠোর শাস্তি চাই।’
আদিলের মা-বাবা সরকারের কাছে বিচার ও সহানুভূতির আবেদন জানিয়েছেন। তাঁরা চান, আদিলের মতো সাহসী ও নিরীহ মানুষের মৃত্যু যেন এভাবে আর না হয়।
এ হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি নিষিদ্ধ পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবার একটি সংগঠন। তাদের দাবি, পর্যটকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক হওয়ায় হামলা চালানো হয়।
সূত্র: এনডিটিভি ও সিএনবিসি

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৯ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১১ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১৫ ঘণ্টা আগে