ফিচার ডেস্ক

দুবাই পৌরসভা সম্প্রতি উদ্বোধন করেছে ইকুয়েস্ট্রিয়ান ট্র্যাক। এটি দুবাইয়ের হাট্টা অঞ্চলে তৈরি এ রকম প্রথম ট্রাক। মরুভূমির বালুতে ঘোড়দৌড়ের ট্র্যাককে বলে ইকুয়েস্ট্রিয়ান ট্র্যাক। পর্যটকদের মরুভূমিতে ঘোড়দৌড়ের অসাধারণ অনুভূতি দিতে এটি তৈরি করা হয়েছে। পাহাড়ের মনোরম দৃশ্যের মাঝে ২ দশমিক ৫৪ কিলোমিটার দীর্ঘ এবং তিন মিটার প্রস্থের ট্র্যাক এটি। হাট্টা অঞ্চলকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আকর্ষণীয় পর্যটন এবং অবকাশ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
নতুন এই বালুর ট্র্যাক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি হয়েছে। এখানে ঘোড়সওয়ারেরা উপভোগ করতে পারবেন হাট্টার অনন্য পাহাড়ি দৃশ্যপট। ঘোড়া ভাড়া নিয়ে ট্র্যাক ব্যবহার করা যাবে, আবার কেউ চাইলে নিজের ঘোড়া দিয়েও এই ট্র্যাক ব্যবহার করতে পারবেন। দুবাই পৌরসভার পাবলিক ফ্যাসিলিটিজ এজেন্সির সিইও বাদের আনওয়াহি বলেছেন, ‘এই ট্র্যাক এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ঘোড়সওয়ারেরা নিরাপদ এবং মনোমুগ্ধকর পরিবেশে হাট্টার স্বতন্ত্র পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা হাট্টাকে দুবাইয়ের ইকুয়েস্ট্রিয়ানপ্রেমীদের প্রিয় গন্তব্যে পরিণত করতে কাজ করছি, যাতে আরব ঘোড়সওয়ারের ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিকাশে ভূমিকা রাখা যায়।’
এই প্রকল্প শুধু এই অঞ্চলের ঘোড়ার ঐতিহ্যকেই তুলে ধরবে না, বরং হাট্টার স্থানীয় অর্থনীতি এবং ক্ষুদ্র ব্যবসা খাতে নতুন গতি আনবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ট্রেইলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে নবীন ও পেশাদার ঘোড়সওয়ার, পরিবারসহ ভ্রমণে আসা পর্যটকেরাও রাইডিংয়ের আনন্দ নিতে পারেন। আর বড় বিষয় হলো, হাট্টায় শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির মাঝে শান্তিপূর্ণ সময় কাটানোর সুযোগ রয়েছে।
সূত্র: খালিজ টাইমস

দুবাই পৌরসভা সম্প্রতি উদ্বোধন করেছে ইকুয়েস্ট্রিয়ান ট্র্যাক। এটি দুবাইয়ের হাট্টা অঞ্চলে তৈরি এ রকম প্রথম ট্রাক। মরুভূমির বালুতে ঘোড়দৌড়ের ট্র্যাককে বলে ইকুয়েস্ট্রিয়ান ট্র্যাক। পর্যটকদের মরুভূমিতে ঘোড়দৌড়ের অসাধারণ অনুভূতি দিতে এটি তৈরি করা হয়েছে। পাহাড়ের মনোরম দৃশ্যের মাঝে ২ দশমিক ৫৪ কিলোমিটার দীর্ঘ এবং তিন মিটার প্রস্থের ট্র্যাক এটি। হাট্টা অঞ্চলকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আকর্ষণীয় পর্যটন এবং অবকাশ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
নতুন এই বালুর ট্র্যাক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি হয়েছে। এখানে ঘোড়সওয়ারেরা উপভোগ করতে পারবেন হাট্টার অনন্য পাহাড়ি দৃশ্যপট। ঘোড়া ভাড়া নিয়ে ট্র্যাক ব্যবহার করা যাবে, আবার কেউ চাইলে নিজের ঘোড়া দিয়েও এই ট্র্যাক ব্যবহার করতে পারবেন। দুবাই পৌরসভার পাবলিক ফ্যাসিলিটিজ এজেন্সির সিইও বাদের আনওয়াহি বলেছেন, ‘এই ট্র্যাক এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ঘোড়সওয়ারেরা নিরাপদ এবং মনোমুগ্ধকর পরিবেশে হাট্টার স্বতন্ত্র পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা হাট্টাকে দুবাইয়ের ইকুয়েস্ট্রিয়ানপ্রেমীদের প্রিয় গন্তব্যে পরিণত করতে কাজ করছি, যাতে আরব ঘোড়সওয়ারের ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিকাশে ভূমিকা রাখা যায়।’
এই প্রকল্প শুধু এই অঞ্চলের ঘোড়ার ঐতিহ্যকেই তুলে ধরবে না, বরং হাট্টার স্থানীয় অর্থনীতি এবং ক্ষুদ্র ব্যবসা খাতে নতুন গতি আনবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ট্রেইলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে নবীন ও পেশাদার ঘোড়সওয়ার, পরিবারসহ ভ্রমণে আসা পর্যটকেরাও রাইডিংয়ের আনন্দ নিতে পারেন। আর বড় বিষয় হলো, হাট্টায় শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির মাঝে শান্তিপূর্ণ সময় কাটানোর সুযোগ রয়েছে।
সূত্র: খালিজ টাইমস

পৌষের শেষ প্রহরে শীতের নরম রোদ যখন গ্রামবাংলার উঠানে আলতো করে ছড়িয়ে পড়ে, তখনই প্রকৃতি জানান দেয় মাঘের আগমনের। ধোঁয়া ওঠা চুলা, খেজুর গুড়ের মিষ্টি সুবাস আর মানুষের প্রাণখোলা হাসিতে মুখর হয়ে ওঠে জনপদ। এমনই এক আবহে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজন করা হয় চাষিদের পিঠা উৎসব—যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়
৫ ঘণ্টা আগে
দাম্পত্য জীবনে ঝগড়া বা মতবিরোধ চলতে থাকে। তবে এমন পরিস্থিতিতে অনেক স্ত্রীর অভিযোগ, রাগ বা অভিমান করলে তাদের স্বামী নীরব হয়ে যায়। বাইরে থেকে এটি উদাসীনতা বা অনুভূতি প্রকাশ না করা মনে হলেও, মনোবিজ্ঞান বলছে, বিষয়টি সব সময় তেমন নয়। অনেক ক্ষেত্রে এই নীরবতা আসলে পুরুষদের মস্তিষ্কের একটি স্বাভাবিক
৭ ঘণ্টা আগে
বাস্তবে আমরা কমবেশি ছোট-বড় মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। ছোটদের ক্ষেত্রে এটি সহজাত মনে হলেও বড়দের ক্ষেত্রে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় সমস্যার সৃষ্টি করে। সত্যকে মেনে নেওয়ার অভ্যাসটি কষ্টকর হলেও এটি আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দেয়। তবে সদিচ্ছা থাকলে এই অভ্যাস পরিবর্তন করা সম্ভব...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা যাচাই ও অভিবাসন প্রক্রিয়া...
১৩ ঘণ্টা আগে