
মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছানো অনেক সুস্থ সবল মানুষের জন্যই অসাধ্য ঘটনা। কারণ সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই স্থানটিতে অক্সিজেনের স্বল্পতা ছাড়াও সব সময় মাইনাস তাপমাত্রা থাকে। মাত্র ছয় বছর বয়সে সেখানেই পা রেখে বিস্ময়ের জন্ম দিয়েছে ভারতের পুনের শিশু আরিশকা লাদ্ধা।
শুধু বিস্ময়ই নয়, এ ঘটনার মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে বেজক্যাম্পে পৌঁছানোর রেকর্ডও গড়েছে সে। এতো কম বয়সে এভারেস্টের এতো উঁচুতে ওঠার কোনো রেকর্ড নেই।
ইনস্টাগ্রামে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরিশকার একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে লেখা হয়েছে-‘ছয় বছরের আরিশকা মাত্র ১৫ দিনে ১৭ হাজার ৫০০ ফুট ওপরে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছে। গায়ে ছয়-সাত লেয়ারের জামা পড়ে তার এই তার এই অসাধ্য যাত্রা শুরু হয়েছিল। এগিয়ে যাও মেয়ে।’
তবে এই যাত্রা পুনেকন্যার জন্য অসাধ্য নয় বলে মন্তব্য করেছেন তার মা ডিম্পল। কন্যাকে কোনো প্রশিক্ষণ না দিয়েই বেজক্যাম্পে নিয়ে গেছেন তিনি।
কন্যা সম্পর্কে ডিম্পল বলেন, ‘সে খুব কর্মঠ শিশু। বন্ধুদের সঙ্গে হাঁটতে এবং খেলতে ভালোবাসে সে। এমনকি এই বেজক্যাম্পে পৌঁছেও প্রাণশক্তিতে উচ্ছল সে। তাকে আমি এই সুন্দর অনুভূতিটি দিতে চেয়েছিলাম, অন্যদের কাছে যা অকল্পনীয়। আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’
৩৪ বছর বয়সী ডিম্পল একজন ম্যারাথন দৌড়বিদ। মেয়েকে নিয়ে গত ৮ এপ্রিল বেজক্যাম্পের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছিলেন। জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই অনায়াসে ৭-৮ কিলোমিটার পথ হাঁটতে পারত আরিশকা। এ ছাড়া পুনের ছোট-বড় বিভিন্ন পাহাড়ে প্রায়ই হাইকিং করতে যায় সে।
উচ্ছ্বসিত ডিম্পল জানান, মেয়েকে সব ধরনের অভিজ্ঞতা দিতে চান তিনি।

মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছানো অনেক সুস্থ সবল মানুষের জন্যই অসাধ্য ঘটনা। কারণ সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই স্থানটিতে অক্সিজেনের স্বল্পতা ছাড়াও সব সময় মাইনাস তাপমাত্রা থাকে। মাত্র ছয় বছর বয়সে সেখানেই পা রেখে বিস্ময়ের জন্ম দিয়েছে ভারতের পুনের শিশু আরিশকা লাদ্ধা।
শুধু বিস্ময়ই নয়, এ ঘটনার মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে বেজক্যাম্পে পৌঁছানোর রেকর্ডও গড়েছে সে। এতো কম বয়সে এভারেস্টের এতো উঁচুতে ওঠার কোনো রেকর্ড নেই।
ইনস্টাগ্রামে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরিশকার একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে লেখা হয়েছে-‘ছয় বছরের আরিশকা মাত্র ১৫ দিনে ১৭ হাজার ৫০০ ফুট ওপরে অবস্থিত মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছে। গায়ে ছয়-সাত লেয়ারের জামা পড়ে তার এই তার এই অসাধ্য যাত্রা শুরু হয়েছিল। এগিয়ে যাও মেয়ে।’
তবে এই যাত্রা পুনেকন্যার জন্য অসাধ্য নয় বলে মন্তব্য করেছেন তার মা ডিম্পল। কন্যাকে কোনো প্রশিক্ষণ না দিয়েই বেজক্যাম্পে নিয়ে গেছেন তিনি।
কন্যা সম্পর্কে ডিম্পল বলেন, ‘সে খুব কর্মঠ শিশু। বন্ধুদের সঙ্গে হাঁটতে এবং খেলতে ভালোবাসে সে। এমনকি এই বেজক্যাম্পে পৌঁছেও প্রাণশক্তিতে উচ্ছল সে। তাকে আমি এই সুন্দর অনুভূতিটি দিতে চেয়েছিলাম, অন্যদের কাছে যা অকল্পনীয়। আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’
৩৪ বছর বয়সী ডিম্পল একজন ম্যারাথন দৌড়বিদ। মেয়েকে নিয়ে গত ৮ এপ্রিল বেজক্যাম্পের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছিলেন। জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই অনায়াসে ৭-৮ কিলোমিটার পথ হাঁটতে পারত আরিশকা। এ ছাড়া পুনের ছোট-বড় বিভিন্ন পাহাড়ে প্রায়ই হাইকিং করতে যায় সে।
উচ্ছ্বসিত ডিম্পল জানান, মেয়েকে সব ধরনের অভিজ্ঞতা দিতে চান তিনি।

২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৪ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
৬ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
১১ ঘণ্টা আগে