ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)

দেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য কাপ্তাই। এখানে এবার যোগ হলো পর্যটকদের উপভোগের নতুন জায়গা নিসর্গ পড হাউস। সম্প্রতি এই পড হাউসগুলোর উদ্বোধন করা হয়েছে।
কাপ্তাই উপজেলার প্রবেশের আগে ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকায় পৌঁছালে সড়কের পাশে চোখে পড়বে এই নিসর্গ রেস্টুরেন্ট ও নিসর্গ পড হাউস। এখানে খুব কাছে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। লুসাই পাহাড় থেকে বয়ে আসা শীতল জলের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে নিসর্গ পড হাউস।
এই হাউসগুলো দেখতে আকর্ষণীয়। নতুনত্ব ও সৃজনশীলতার যৌথ বিন্যাসে তৈরি করা হয়েছে ত্রিকোণ পড হাউসগুলো। জানা যায়, থাইল্যান্ডে প্রথম এই পড হাউসের ধারণা তৈরি হয়েছিল এবং সে ধারণাকে লুফে নিয়েছিলেন পর্যটকেরা। তারই আদলে গড়ে তোলা হয়েছে কাপ্তাইয়ের পড হাউসগুলো। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কাঠ, বাঁশ, ছনসহ বিভিন্ন পরিবেশবান্ধব জিনিস। এগুলোর বাইরে তো বটেই, ভেতরেও রয়েছে নান্দনিক কারুকার্য।
নিসর্গ রেস্টুরেন্ট ও পড হাউসের ম্যানেজার মাসুদ তালুকদারের সঙ্গে কথা হলে তিনি জানান, নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টের পাশে নতুন তৈরি এই পড হাউসে মোট নয়টি কটেজ আছে। প্রতিটি কটেজে তিনজনের থাকার মতো ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পড হাউসে পর্যটকদের জন্য রয়েছে বিনোদনের বিভিন্ন সুবিধা। আছে ওয়াই-ফাই, কায়াকিং ও বিভিন্ন রাইডিং-সুবিধা। এ ছাড়া অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। সেই সঙ্গে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানির ব্যবস্থা।
এই পড হাউস থেকে অনায়াসে নদী আর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে; পাশাপাশি রুমের সামনে নেটের তৈরি দোলনায় শুয়ে চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থাও রয়েছে। এখানে আসা পর্যটকদের জন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পাশেই আছে নিসর্গ রেস্টুরেন্ট।
নতুন উদ্বোধন হওয়া এই নয়টি পড হাউসের নাম রাখা হয়েছে আকাশ কুঞ্জ, মেঘদূত, চন্দ্র পাহাড়, সাঁঝের মায়া, নদী বিলাস, আকাশ নীলা, আসমানী কুটির, ছায়াবীথি, নিঝুম নিরালা।
দেশের যেকোনো প্রান্ত থেকে পর্যটকেরা অগ্রিম বুকিং দিয়ে এখানে আসতে পারবেন।
কাপ্তাই নিসর্গ রেস্টুরেন্ট ও পড হাউসে অতিথি হিসেবে ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক সোহরাব হোসেন। তিনি এই রিসোর্টগুলোর প্রশংসা করে বলেন, ‘আধুনিক মানের এই পড হাউসগুলো তৈরির ফলে এখানে পর্যটকদের সংখ্যা আরও বেড়ে যাবে।’
নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট ও পড হাউসের পরিচালক মো. নাছির উদ্দিন জানান, তিন পার্বত্য জেলায় পর্যটকদের জন্য এ ধরনের পড হাউস একেবারেই নতুন। পর্যটকদের রাত্রিযাপন সুন্দরভাবে উপভোগ করতে এটি তৈরি করা হয়েছে।

দেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্য কাপ্তাই। এখানে এবার যোগ হলো পর্যটকদের উপভোগের নতুন জায়গা নিসর্গ পড হাউস। সম্প্রতি এই পড হাউসগুলোর উদ্বোধন করা হয়েছে।
কাপ্তাই উপজেলার প্রবেশের আগে ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকায় পৌঁছালে সড়কের পাশে চোখে পড়বে এই নিসর্গ রেস্টুরেন্ট ও নিসর্গ পড হাউস। এখানে খুব কাছে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। লুসাই পাহাড় থেকে বয়ে আসা শীতল জলের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে নিসর্গ পড হাউস।
এই হাউসগুলো দেখতে আকর্ষণীয়। নতুনত্ব ও সৃজনশীলতার যৌথ বিন্যাসে তৈরি করা হয়েছে ত্রিকোণ পড হাউসগুলো। জানা যায়, থাইল্যান্ডে প্রথম এই পড হাউসের ধারণা তৈরি হয়েছিল এবং সে ধারণাকে লুফে নিয়েছিলেন পর্যটকেরা। তারই আদলে গড়ে তোলা হয়েছে কাপ্তাইয়ের পড হাউসগুলো। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কাঠ, বাঁশ, ছনসহ বিভিন্ন পরিবেশবান্ধব জিনিস। এগুলোর বাইরে তো বটেই, ভেতরেও রয়েছে নান্দনিক কারুকার্য।
নিসর্গ রেস্টুরেন্ট ও পড হাউসের ম্যানেজার মাসুদ তালুকদারের সঙ্গে কথা হলে তিনি জানান, নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টের পাশে নতুন তৈরি এই পড হাউসে মোট নয়টি কটেজ আছে। প্রতিটি কটেজে তিনজনের থাকার মতো ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পড হাউসে পর্যটকদের জন্য রয়েছে বিনোদনের বিভিন্ন সুবিধা। আছে ওয়াই-ফাই, কায়াকিং ও বিভিন্ন রাইডিং-সুবিধা। এ ছাড়া অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। সেই সঙ্গে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানির ব্যবস্থা।
এই পড হাউস থেকে অনায়াসে নদী আর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে; পাশাপাশি রুমের সামনে নেটের তৈরি দোলনায় শুয়ে চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থাও রয়েছে। এখানে আসা পর্যটকদের জন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পাশেই আছে নিসর্গ রেস্টুরেন্ট।
নতুন উদ্বোধন হওয়া এই নয়টি পড হাউসের নাম রাখা হয়েছে আকাশ কুঞ্জ, মেঘদূত, চন্দ্র পাহাড়, সাঁঝের মায়া, নদী বিলাস, আকাশ নীলা, আসমানী কুটির, ছায়াবীথি, নিঝুম নিরালা।
দেশের যেকোনো প্রান্ত থেকে পর্যটকেরা অগ্রিম বুকিং দিয়ে এখানে আসতে পারবেন।
কাপ্তাই নিসর্গ রেস্টুরেন্ট ও পড হাউসে অতিথি হিসেবে ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক সোহরাব হোসেন। তিনি এই রিসোর্টগুলোর প্রশংসা করে বলেন, ‘আধুনিক মানের এই পড হাউসগুলো তৈরির ফলে এখানে পর্যটকদের সংখ্যা আরও বেড়ে যাবে।’
নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট ও পড হাউসের পরিচালক মো. নাছির উদ্দিন জানান, তিন পার্বত্য জেলায় পর্যটকদের জন্য এ ধরনের পড হাউস একেবারেই নতুন। পর্যটকদের রাত্রিযাপন সুন্দরভাবে উপভোগ করতে এটি তৈরি করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শো বা সিইএস- ২০২৬ আবারও প্রমাণ করল, ভবিষ্যৎ শুধু কল্পনায় সীমাবদ্ধ নেই। তা আমাদের ঘরে ঢুকে পড়ছে। এবারের প্রদর্শনীতে এমন কিছু ঘরোয়া প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়েছে, যেগুলো প্রতিদিনের কাজ শুধু সহজ নয়, অনেক ক্ষেত্রে প্রায় স্বয়ংক্রিয় করে তুলতে
১০ ঘণ্টা আগে
যদি পাকা টুকটুকে লাল টমেটো থাকে হাতের কাছে, তাহলে এই মৌসুমে ত্বক নিয়ে বাড়তি ভাবনা থাকবে না। সেধে সেধে রোদে গিয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরে মন খারাপ করে বসে আছেন? শীতকালের রোদেও তো ত্বক পোড়ে। টমেটো থেঁতলে ত্বকে ঘষে নিলেই সমস্যা মিটে যাবে। শুধু তাই নয়, আরও নানান সমস্যা সমাধান করবে টমেটো। সবজিটির এই এক সুবিধা।
১১ ঘণ্টা আগে
ফুলকপির মৌসুমে প্রায় রোজই নানান পদে এই সবজি ব্যবহার করি আমরা। সেসব তো থাকবেই। এবার একটু অন্যরকমে আচারি ফুলকপি রেঁধে দেখুন। আপনাদের জন্য আচারি ফুলকপির রেসিপি
১২ ঘণ্টা আগে
জীবনে আমরা প্রায়ই এমন কিছু লক্ষ্য তাড়া করি, যেগুলো আসলে যতটা না জরুরি, তার চেয়ে বেশি আমাদের ওপর চাপিয়ে দেওয়া। অতিমূল্যায়িত বা ওভাররেটেড লক্ষ্য এবং তার পরিবর্তে যা করা উচিত, সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তা না হলে জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা সব সময় ভারী থাকবে। কারণ জীবন কোনো...
১৭ ঘণ্টা আগে