ফিচার ডেস্ক

গত এপ্রিল মাসে সৌদি আরবে বসেছিল বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের আসর। এই উপলক্ষে তারকা ড্রাইভার লুইস হ্যামিল্টন এবং মার্কিন গায়িকা জেনিফার লোপেজ গিয়েছিলেন সৌদি আরবের বাণিজ্যিক শহর জেদ্দায়। জমজমাট সেই আন্তর্জাতিক আয়োজন শেষ হয়ে যাওয়ার পর পুরোনো এই শহরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ফর্মুলা ওয়ানের পর আন্তর্জাতিক পর্যটকদের মন কেড়েছে জেদ্দা শহরের ঐতিহাসিক পুরোনো অংশ আল-বালাদ। এর প্রমাণ মিলল স্থানীয় বাসিন্দা ও বারিস্টা ফাদিল জাহিরের কথায়।
তিনি বলেন, ‘শহরের চেহারা এখন আর আগের মতো নেই। প্রায় প্রতিদিন পর্যটকেরা আসছেন। পুরোনো শহর আবার জীবন্ত হয়ে উঠছে।’
দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল আল-বালাদ। সেখান থেকে ব্যবসায়ীদের অন্য শহরে চলে যাওয়ার ফলে ঐতিহাসিক ভবন ও রাস্তাগুলো পড়ে ছিল সুনসান। কিন্তু সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ হিসেবে সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে। তারই অংশ আল-বালাদের এই পুনর্গঠন।
২০১৪ সালে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়ার পর থেকে এই অঞ্চলের প্রায় ৬৫০টি ঐতিহাসিক ভবন সংস্কারের কাজ শুরু হয়েছিল। তার পর থেকে ধীরে ধীরে নতুনভাবে খোলা হয়েছে স্থানীয় ক্যাফে, হস্তশিল্পের দোকান ও পর্যটক সেবাকেন্দ্র।
ইতিহাসের ছোঁয়ায় আধুনিক পর্যটনআল-বালাদে এখনো টিকে আছে শত বছরের পুরোনো রোশান-স্টাইলের কাঠের ব্যালকনি, প্রবাল পাথরের বাড়ি আর সরু গলি। খলিফা উসমান (রা.) এটিকে মক্কার আনুষ্ঠানিক বন্দর ঘোষণা করায় এই অঞ্চল একসময় ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
মিলান থেকে আসা পর্যটক রোসেল্লা বলেন, ‘এটাই আমার প্রথম সৌদি সফর। আর পুরোনো শহরের স্থাপত্য ও রঙের ব্যবহার একেবারেই অনন্য। যেন ইতিহাসের মধ্যেই হাঁটছি। সৌদি ভ্রমণে এসে এমন অভিজ্ঞতা হবে জানা ছিল না।’
পুরোনোকে নতুন করে দেখা জেদ্দাভিত্তিক প্রতিষ্ঠান আলখানবাসি বিজনেস ডেভেলপমেন্ট ব্যুরোর জেনারেল ম্যানেজার আহমেদ আলখানবাসি বলেন, ‘৪০ বছর আগে এখানে যেমন জমজমাট অবস্থা দেখেছিলাম, এখন আবার সেটা দেখতে পাচ্ছি। এটাকে পরিবর্তন বলা যাবে না, বরং বলা যায়, জেদ্দা শহর তার পুরোনো রূপে ফিরছে।’
গ্র্যান্ড প্রিক্সের মতো আন্তর্জাতিক আয়োজন এবং দেশটির সরকারের সংস্কার উদ্যোগ মিলিয়ে জেদ্দার পুরোনো অংশ এখন শুধু ইতিহাস নয়, আধুনিক সৌদি আরবের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
সূত্র: রয়টার্স

গত এপ্রিল মাসে সৌদি আরবে বসেছিল বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের আসর। এই উপলক্ষে তারকা ড্রাইভার লুইস হ্যামিল্টন এবং মার্কিন গায়িকা জেনিফার লোপেজ গিয়েছিলেন সৌদি আরবের বাণিজ্যিক শহর জেদ্দায়। জমজমাট সেই আন্তর্জাতিক আয়োজন শেষ হয়ে যাওয়ার পর পুরোনো এই শহরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ফর্মুলা ওয়ানের পর আন্তর্জাতিক পর্যটকদের মন কেড়েছে জেদ্দা শহরের ঐতিহাসিক পুরোনো অংশ আল-বালাদ। এর প্রমাণ মিলল স্থানীয় বাসিন্দা ও বারিস্টা ফাদিল জাহিরের কথায়।
তিনি বলেন, ‘শহরের চেহারা এখন আর আগের মতো নেই। প্রায় প্রতিদিন পর্যটকেরা আসছেন। পুরোনো শহর আবার জীবন্ত হয়ে উঠছে।’
দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল আল-বালাদ। সেখান থেকে ব্যবসায়ীদের অন্য শহরে চলে যাওয়ার ফলে ঐতিহাসিক ভবন ও রাস্তাগুলো পড়ে ছিল সুনসান। কিন্তু সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ হিসেবে সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে। তারই অংশ আল-বালাদের এই পুনর্গঠন।
২০১৪ সালে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়ার পর থেকে এই অঞ্চলের প্রায় ৬৫০টি ঐতিহাসিক ভবন সংস্কারের কাজ শুরু হয়েছিল। তার পর থেকে ধীরে ধীরে নতুনভাবে খোলা হয়েছে স্থানীয় ক্যাফে, হস্তশিল্পের দোকান ও পর্যটক সেবাকেন্দ্র।
ইতিহাসের ছোঁয়ায় আধুনিক পর্যটনআল-বালাদে এখনো টিকে আছে শত বছরের পুরোনো রোশান-স্টাইলের কাঠের ব্যালকনি, প্রবাল পাথরের বাড়ি আর সরু গলি। খলিফা উসমান (রা.) এটিকে মক্কার আনুষ্ঠানিক বন্দর ঘোষণা করায় এই অঞ্চল একসময় ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
মিলান থেকে আসা পর্যটক রোসেল্লা বলেন, ‘এটাই আমার প্রথম সৌদি সফর। আর পুরোনো শহরের স্থাপত্য ও রঙের ব্যবহার একেবারেই অনন্য। যেন ইতিহাসের মধ্যেই হাঁটছি। সৌদি ভ্রমণে এসে এমন অভিজ্ঞতা হবে জানা ছিল না।’
পুরোনোকে নতুন করে দেখা জেদ্দাভিত্তিক প্রতিষ্ঠান আলখানবাসি বিজনেস ডেভেলপমেন্ট ব্যুরোর জেনারেল ম্যানেজার আহমেদ আলখানবাসি বলেন, ‘৪০ বছর আগে এখানে যেমন জমজমাট অবস্থা দেখেছিলাম, এখন আবার সেটা দেখতে পাচ্ছি। এটাকে পরিবর্তন বলা যাবে না, বরং বলা যায়, জেদ্দা শহর তার পুরোনো রূপে ফিরছে।’
গ্র্যান্ড প্রিক্সের মতো আন্তর্জাতিক আয়োজন এবং দেশটির সরকারের সংস্কার উদ্যোগ মিলিয়ে জেদ্দার পুরোনো অংশ এখন শুধু ইতিহাস নয়, আধুনিক সৌদি আরবের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
সূত্র: রয়টার্স

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৪ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৫ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
১৭ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
১৯ ঘণ্টা আগে