ফিচার ডেস্ক

প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল পরিবেশের জন্য পর্যটকদের কাছে বরাবরই পছন্দের গন্তব্য ভুটান। কিন্তু নিজেদের প্রকৃতি ও কার্বন নিঃসরণের ভারসাম্য ঠিক রাখতে পর্যটনে রক্ষণাত্মক অবস্থায় দেখা গেছে দেশটিকে। এ কারণে ভুটান বিশ্বের কার্বন-নিরপেক্ষ কয়েকটি দেশের মধ্যে একটি।
কিন্তু বর্তমানে পর্যটন নিয়ে নতুন করে ভাবছে ভুটান। ভবিষ্যতে নিজেদের পর্যটনশিল্প আরও উন্নত করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে দেশটির নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে। এই বিমানবন্দরকে তৈরি করা হচ্ছে পর্যটনবান্ধব করে। সেখানে একই সঙ্গে ঘুরে বেড়ানো, খাওয়া, শপিং ও বিনোদনের বিভিন্ন ব্যবস্থাসহ থাকবে বিমানবন্দরে বসে হিমালয় দেখার সুযোগ। ভুটানের নির্মিতব্য এই বিমানবন্দরের নাম ‘গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দর’।
এটি হতে যাচ্ছে দেশটির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। বিখ্যাত স্থাপত্য ডিজাইন ফার্ম ‘বিয়ার্ক ইনগেলস গ্রুপ’ (বিগ) বিমানবন্দরটির নকশা করেছে। নকশাটি এ বছর ভেনিস আর্কিটেকচার বিয়েনালে প্রদর্শিত হবে।
গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি হচ্ছে ভুটান-ভারত সীমান্ত পাইথা নদীর কাছাকাছি এলাকায়। দেশটির উপশহর, বনাঞ্চল ও পর্বত শ্রেণির মধ্যে নির্মিতব্য এ বিমানবন্দরের আয়তন ৬৮ হাজার বর্গমিটার। এটির দৈনিক ১২৩টি ফ্লাইট পরিচালনা করার সক্ষমতা থাকবে। ২০৪০ সালের মধ্যে ১৩ লাখ যাত্রী এ বিমানবন্দর দিয়ে চলাচল করবে। ২০৬৫ সালের মধ্যে সংখ্যাটি ৫৫ লাখে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
নকশায় ভুটানের কাঠখোদাই ঐতিহ্য
বিয়ার্ক ইনগেলস গ্রুপ গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দর নকশার ক্ষেত্রে ভুটানের কাঠখোদাই ঐতিহ্যকে বিশেষ গুরুত্ব দিয়েছে। স্থানীয় শিল্পীরা বিমানবন্দরের কাঠামো সাজাতে খোদাই কাজ করবেন। এটি ভুটানের ঐতিহ্যবাহী ‘কাচেন’ স্তম্ভ থেকে অনুপ্রাণিত। বিমানবন্দরটি মডুলার কাঠামোতে নির্মিত।
ফলে ভবিষ্যতে চাইলে এটি সম্প্রসারণ করা যাবে। ভুটান পৃথিবীর অন্যতম কার্বন-নিরপেক্ষ দেশ। তাই বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে কার্বনের ভারসাম্য ঠিক রাখার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রাকৃতিক পরিবেশের আদল
ড্যানিশ স্থপতি প্রতিষ্ঠান বিয়ার্ক ইনগেলসের নেতৃত্বে বিগ গ্রুপ ভুটানের প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক মূল্যবোধ বিমানবন্দরের নকশায় ফুটিয়ে তুলেছে। এর প্রবেশের অংশ চারটি অঞ্চলে বিভক্ত। সেখানে পাশের বন থেকে সংগৃহীত দেশীয় গাছপালা স্থাপন করা হয়েছে। বিমানবন্দরটিতে প্রাকৃতিক আলো ও হিমালয়ের দৃশ্য যাত্রীদের ভ্রমণে দারুণ অভিজ্ঞতা দেবে। এর প্রবেশদ্বারে রয়েছে ইয়োগার জন্য আলাদা স্থান ও দক্ষ নেভিগেশন ব্যবস্থা। ওপরের তলায় রয়েছে খাওয়ার জায়গা। যেখানে খেতে খেতে হিমালয়ের অপরূপ দৃশ্য উপভোগ করা যাবে।
গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দর ভুটানের ঐতিহ্য, প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের মেলবন্ধন তুলে ধরবে। তা ছাড়া এটি ভুটান-ভারত সীমান্তের কাছে হওয়ায় এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সিএনএন

প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল পরিবেশের জন্য পর্যটকদের কাছে বরাবরই পছন্দের গন্তব্য ভুটান। কিন্তু নিজেদের প্রকৃতি ও কার্বন নিঃসরণের ভারসাম্য ঠিক রাখতে পর্যটনে রক্ষণাত্মক অবস্থায় দেখা গেছে দেশটিকে। এ কারণে ভুটান বিশ্বের কার্বন-নিরপেক্ষ কয়েকটি দেশের মধ্যে একটি।
কিন্তু বর্তমানে পর্যটন নিয়ে নতুন করে ভাবছে ভুটান। ভবিষ্যতে নিজেদের পর্যটনশিল্প আরও উন্নত করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে দেশটির নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে। এই বিমানবন্দরকে তৈরি করা হচ্ছে পর্যটনবান্ধব করে। সেখানে একই সঙ্গে ঘুরে বেড়ানো, খাওয়া, শপিং ও বিনোদনের বিভিন্ন ব্যবস্থাসহ থাকবে বিমানবন্দরে বসে হিমালয় দেখার সুযোগ। ভুটানের নির্মিতব্য এই বিমানবন্দরের নাম ‘গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দর’।
এটি হতে যাচ্ছে দেশটির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। বিখ্যাত স্থাপত্য ডিজাইন ফার্ম ‘বিয়ার্ক ইনগেলস গ্রুপ’ (বিগ) বিমানবন্দরটির নকশা করেছে। নকশাটি এ বছর ভেনিস আর্কিটেকচার বিয়েনালে প্রদর্শিত হবে।
গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি হচ্ছে ভুটান-ভারত সীমান্ত পাইথা নদীর কাছাকাছি এলাকায়। দেশটির উপশহর, বনাঞ্চল ও পর্বত শ্রেণির মধ্যে নির্মিতব্য এ বিমানবন্দরের আয়তন ৬৮ হাজার বর্গমিটার। এটির দৈনিক ১২৩টি ফ্লাইট পরিচালনা করার সক্ষমতা থাকবে। ২০৪০ সালের মধ্যে ১৩ লাখ যাত্রী এ বিমানবন্দর দিয়ে চলাচল করবে। ২০৬৫ সালের মধ্যে সংখ্যাটি ৫৫ লাখে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
নকশায় ভুটানের কাঠখোদাই ঐতিহ্য
বিয়ার্ক ইনগেলস গ্রুপ গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দর নকশার ক্ষেত্রে ভুটানের কাঠখোদাই ঐতিহ্যকে বিশেষ গুরুত্ব দিয়েছে। স্থানীয় শিল্পীরা বিমানবন্দরের কাঠামো সাজাতে খোদাই কাজ করবেন। এটি ভুটানের ঐতিহ্যবাহী ‘কাচেন’ স্তম্ভ থেকে অনুপ্রাণিত। বিমানবন্দরটি মডুলার কাঠামোতে নির্মিত।
ফলে ভবিষ্যতে চাইলে এটি সম্প্রসারণ করা যাবে। ভুটান পৃথিবীর অন্যতম কার্বন-নিরপেক্ষ দেশ। তাই বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে কার্বনের ভারসাম্য ঠিক রাখার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রাকৃতিক পরিবেশের আদল
ড্যানিশ স্থপতি প্রতিষ্ঠান বিয়ার্ক ইনগেলসের নেতৃত্বে বিগ গ্রুপ ভুটানের প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক মূল্যবোধ বিমানবন্দরের নকশায় ফুটিয়ে তুলেছে। এর প্রবেশের অংশ চারটি অঞ্চলে বিভক্ত। সেখানে পাশের বন থেকে সংগৃহীত দেশীয় গাছপালা স্থাপন করা হয়েছে। বিমানবন্দরটিতে প্রাকৃতিক আলো ও হিমালয়ের দৃশ্য যাত্রীদের ভ্রমণে দারুণ অভিজ্ঞতা দেবে। এর প্রবেশদ্বারে রয়েছে ইয়োগার জন্য আলাদা স্থান ও দক্ষ নেভিগেশন ব্যবস্থা। ওপরের তলায় রয়েছে খাওয়ার জায়গা। যেখানে খেতে খেতে হিমালয়ের অপরূপ দৃশ্য উপভোগ করা যাবে।
গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দর ভুটানের ঐতিহ্য, প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের মেলবন্ধন তুলে ধরবে। তা ছাড়া এটি ভুটান-ভারত সীমান্তের কাছে হওয়ায় এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সিএনএন

আজ ২১ জানুয়ারি, বিশ্বজুড়ে পালিত হচ্ছে মিউজিয়াম সেলফি ডে। একসময় ‘ছবি তোলা নিষেধ’ লেখা সাইনবোর্ড আর অতীতমুখী নিস্তব্ধতায় মগ্ন থাকা জাদুঘর এখন খানিক উদার ও প্রাণবন্ত। বিশ্বের অনেক জাদুঘরে এখন ছবি তোলা যায়। আর সেলফি হলো সেই ছবি তোলার এক দারুণ মাধ্যম।
১ ঘণ্টা আগে
মাঝরাতে সুইট ক্রেভিং হয়? দোকানের মিষ্টি মুখে না পুরে ঘরে তৈরি ক্ষীর খেতে পারেন। খেতেও ভালো, পুষ্টিকরও। আপনাদের জন্য খেজুরের গুড়ের ক্ষীরের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে
অফিসে আপনার কাজের গতি দেখে বস আজ অবাক হতে পারেন। তবে সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না, বিশেষ করে লাঞ্চ ব্রেকে রাজনীতির আলোচনা এড়িয়ে চলুন। পদোন্নতির ফাইল নড়াচড়া করতে পারে। সঙ্গীর সঙ্গে ভুল-বোঝাবুঝি মিটে যাবে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগাযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না।
৪ ঘণ্টা আগে
হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। এটা জানতে কোনো চিকিৎসকের পরামর্শের দরকার হয় না। একজন মানুষ হাঁটলে শুধু যে তাঁর মন ভালো থাকে, তা নয়; এতে মানুষ মানসিকভাবেও সুস্থ থাকে। ২০ জানুয়ারি ছিল টেক আ ওয়াক আউটডোরস ডে বা বাইরে হাঁটাহাঁটি করার দিন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর চারদেয়ালের বন্দিদশা কাটিয়ে এক...
৫ ঘণ্টা আগে