প্রযুক্তি ডেস্ক

এবার টুইটারের প্রতিদ্বন্দ্বী আনার পরিকল্পনার করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর ব্যবহারকারীদের অসন্তোষ নিয়ে আলোচনা চলছেই। এই অসন্তোষকে পুঁজি করে ফায়দা নিতে চাচ্ছে অনেকে। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ব্লুস্কাই নামে একটি বিকল্প প্ল্যাটফর্ম এনেছেন। বিকল্প হিসেবে ওপেনসোর্স প্ল্যাটফর্ম মাস্টোডনের নামও জোরেশোরে শোনা যাচ্ছিল। তবে কেউই তেমন সুবিধা করতে পারেনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ডিজাইন করা একটি টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কের পরিকল্পনা করছে মেটা। ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের এই প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া মাস্টোডনের মতো বিকেন্দ্রীভূত ওপেনসোর্স প্ল্যাটফর্ম থেকেও সরাসরি এই প্ল্যাটফর্মে আসার অনুমতি দেওয়া হতে পারে।
মেটার একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, প্ল্যাটফর্মটির উন্নয়নের কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা টেক্সট শেয়ার করার জন্য একটি স্বতন্ত্র বিকেন্দ্রীভূত সোশ্যাল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছি। আমরা বিশ্বাস করি, কনটেন্ট ক্রিয়েটর এবং সাধারণ ব্যবহারকারীরা তাঁদের আগ্রহের বিষয় সময়মতো শেয়ার করতে পারেন—এমন একটি প্ল্যাটফর্ম থাকতে পারে।’
এ ব্যাপারে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, ‘প্ল্যাটফর্মটির কোডিংয়ের কাজ চলছে।’
মার্কিন টেক জায়ান্ট মেটা শিগগির এই প্ল্যাটফর্ম উন্মুক্ত করতে চায়। অবশ্য কোনো তারিখ তারা এখনো প্রকাশ করেনি। তবে চলতি জুনের শেষ নাগাদ আসতে পারে বলে জল্পনা রয়েছে।
এরই মধ্যে এই প্ল্যাটফর্মের কিছু স্ক্রিনশট অনলাইনে প্রকাশ পেয়েছে। এটি মূলত কর্মীদের অভ্যন্তরীণভাবে দেখানো হয়েছে। তবে এতেই অ্যাপটি সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে। স্ক্রিনশটগুলো যে আসল তা বিবিসিকে নিশ্চিত করেছেন সূত্রটি।
টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কটির আপাতত নাম রাখা হয়েছে পিনাইন২। এটি টুইটারের বিপরীতে ব্লুস্কাই বা মাস্টোডনের চেয়েও বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও এরই মধ্যে প্রতিষ্ঠিত একটি বৃহৎ সোশ্যাল নেটওয়ার্কের নতুন প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো প্রায় অসম্ভব বলে প্রমাণিত।
মেটার হিসাবে, ইনস্টাগ্রামের বর্তমান ব্যবহারকারী প্রায় ২০০ কোটি। আর টুইটারের ব্যবহারকারী ৩০ কোটির কিছু বেশি। সে হিসাবে মাত্র ২৫ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহারকারীকেও যদি পিনাইন২ (প্রস্তুত হওয়ার পর নাম দেওয়া হবে) ব্যবহার করতে বাধ্য করা যায়, তাহলে খুব সহজেই এটি টুইটারকেও ছাড়িয়ে যাবে—এমনটাই আশা করছে মেটা।

এবার টুইটারের প্রতিদ্বন্দ্বী আনার পরিকল্পনার করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর ব্যবহারকারীদের অসন্তোষ নিয়ে আলোচনা চলছেই। এই অসন্তোষকে পুঁজি করে ফায়দা নিতে চাচ্ছে অনেকে। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ব্লুস্কাই নামে একটি বিকল্প প্ল্যাটফর্ম এনেছেন। বিকল্প হিসেবে ওপেনসোর্স প্ল্যাটফর্ম মাস্টোডনের নামও জোরেশোরে শোনা যাচ্ছিল। তবে কেউই তেমন সুবিধা করতে পারেনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ডিজাইন করা একটি টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কের পরিকল্পনা করছে মেটা। ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের এই প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া মাস্টোডনের মতো বিকেন্দ্রীভূত ওপেনসোর্স প্ল্যাটফর্ম থেকেও সরাসরি এই প্ল্যাটফর্মে আসার অনুমতি দেওয়া হতে পারে।
মেটার একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, প্ল্যাটফর্মটির উন্নয়নের কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা টেক্সট শেয়ার করার জন্য একটি স্বতন্ত্র বিকেন্দ্রীভূত সোশ্যাল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছি। আমরা বিশ্বাস করি, কনটেন্ট ক্রিয়েটর এবং সাধারণ ব্যবহারকারীরা তাঁদের আগ্রহের বিষয় সময়মতো শেয়ার করতে পারেন—এমন একটি প্ল্যাটফর্ম থাকতে পারে।’
এ ব্যাপারে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, ‘প্ল্যাটফর্মটির কোডিংয়ের কাজ চলছে।’
মার্কিন টেক জায়ান্ট মেটা শিগগির এই প্ল্যাটফর্ম উন্মুক্ত করতে চায়। অবশ্য কোনো তারিখ তারা এখনো প্রকাশ করেনি। তবে চলতি জুনের শেষ নাগাদ আসতে পারে বলে জল্পনা রয়েছে।
এরই মধ্যে এই প্ল্যাটফর্মের কিছু স্ক্রিনশট অনলাইনে প্রকাশ পেয়েছে। এটি মূলত কর্মীদের অভ্যন্তরীণভাবে দেখানো হয়েছে। তবে এতেই অ্যাপটি সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে। স্ক্রিনশটগুলো যে আসল তা বিবিসিকে নিশ্চিত করেছেন সূত্রটি।
টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কটির আপাতত নাম রাখা হয়েছে পিনাইন২। এটি টুইটারের বিপরীতে ব্লুস্কাই বা মাস্টোডনের চেয়েও বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও এরই মধ্যে প্রতিষ্ঠিত একটি বৃহৎ সোশ্যাল নেটওয়ার্কের নতুন প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো প্রায় অসম্ভব বলে প্রমাণিত।
মেটার হিসাবে, ইনস্টাগ্রামের বর্তমান ব্যবহারকারী প্রায় ২০০ কোটি। আর টুইটারের ব্যবহারকারী ৩০ কোটির কিছু বেশি। সে হিসাবে মাত্র ২৫ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহারকারীকেও যদি পিনাইন২ (প্রস্তুত হওয়ার পর নাম দেওয়া হবে) ব্যবহার করতে বাধ্য করা যায়, তাহলে খুব সহজেই এটি টুইটারকেও ছাড়িয়ে যাবে—এমনটাই আশা করছে মেটা।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১২ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১৫ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৮ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২০ ঘণ্টা আগে