প্রযুক্তি ডেস্ক

নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল মাইক্রো ব্লগিং সাইট টুইটার। চলতি মাসেই ‘নেভিগেশন’ সুবিধা যোগ হয় এই প্ল্যাটফর্মে। এবার নতুন আরও দুটি সুবিধা আনছে টুইটার কর্তৃপক্ষ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই টুইট ডিটেইলসের মধ্যে যুক্ত হবে ‘বুকমার্ক’ বাটন। অর্থাৎ টুইটারের কোনো পেজ পরে সহজে পাওয়ার জন্য লিংক সংরক্ষণ করে রাখা যাবে। দ্বিতীয়ত, দীর্ঘ টুইট করার সুবিধা—বর্তমানের ২৮০ ক্যারেক্টারের (অক্ষর, বিরামচিহ্ন, স্পেস ও অন্যান্য চিহ্নসহ) সীমা বাড়বে।
আগামী ফেব্রুয়ারি থেকে পরের সুবিধা মিললেও এ সংখ্যা বেড়ে কত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ ১৪০ ক্যারেক্টারের টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এর আগে চলতি মাসেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর ঘোষণা দিয়েছিলেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
গত ডিসেম্বরে, ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত নভেম্বরে ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষাব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।

নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল মাইক্রো ব্লগিং সাইট টুইটার। চলতি মাসেই ‘নেভিগেশন’ সুবিধা যোগ হয় এই প্ল্যাটফর্মে। এবার নতুন আরও দুটি সুবিধা আনছে টুইটার কর্তৃপক্ষ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই টুইট ডিটেইলসের মধ্যে যুক্ত হবে ‘বুকমার্ক’ বাটন। অর্থাৎ টুইটারের কোনো পেজ পরে সহজে পাওয়ার জন্য লিংক সংরক্ষণ করে রাখা যাবে। দ্বিতীয়ত, দীর্ঘ টুইট করার সুবিধা—বর্তমানের ২৮০ ক্যারেক্টারের (অক্ষর, বিরামচিহ্ন, স্পেস ও অন্যান্য চিহ্নসহ) সীমা বাড়বে।
আগামী ফেব্রুয়ারি থেকে পরের সুবিধা মিললেও এ সংখ্যা বেড়ে কত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ ১৪০ ক্যারেক্টারের টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এর আগে চলতি মাসেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর ঘোষণা দিয়েছিলেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
গত ডিসেম্বরে, ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত নভেম্বরে ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষাব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।

আজ আপনার পকেটে টান পড়ার প্রবল যোগ। অফিসে বসের মুড থাকবে খিটখিটে, তাই ভুলেও ইনক্রিমেন্টের কথা তুলবেন না। বন্ধুদের পাল্লায় পড়ে রেস্টুরেন্টে বিল দিতে গিয়ে নিজের কিডনি বিক্রির চিন্তা করবেন না। সঞ্চয় করার চেষ্টা করুন, নাহলে মাসের শেষে মুড়ি খেয়ে কাটাতে হবে।
৪ মিনিট আগে
পিঠেপুলির মৌসুম চলছে। ভরা পৌষ মাসে ঘরে ঘরে পিঠে বানানোর ধুম পড়েছে। ফলে প্রায় সবার বাড়িতে চালের গুঁড়া থাকাটা এখন খুব স্বাভাবিক। পিঠা বানানোর পাশাপাশি এই চালের গুঁড়া হতে পারে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার দারুণ এক উপকরণ।
১ ঘণ্টা আগে
শীত কিন্তু জেঁকে বসেছে। এমন শীতে কম্বলে গা জড়িয়ে সিনেমা দেখতে দেখতে মুখরোচক কিছু তো খেতেও মন চায়। বাড়িতে মুরগির মাংস থাকলে তৈরি করে ফেলুন চিকেন কাঠি কাবাব। কীভাবে তৈরি করবেন? আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৬ ঘণ্টা আগে
নতুন বছর এলেই অনেকের মধ্যে স্বাস্থ্য নিয়ে নতুন উদ্দীপনা দেখা যায়। ভালো খাওয়ার পরিকল্পনা, বেশি নড়াচড়া করা, জিমে যাওয়া। সব মিলিয়ে ফিটনেস ঠিক রাখার লক্ষ্য রোমাঞ্চকর হয়ে ওঠে। তবে আসল পরিবর্তন আসে ধারাবাহিকতা ঠিক রাখলে। ফিটনেস মানে তাৎক্ষণিক সমাধান বা অতিরিক্ত কঠিন রুটিন নয়। এমন অভ্যাস গড়ে তোলা, যা সারা
১৯ ঘণ্টা আগে