কুহেলী রহমান

এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।

এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১২ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৩ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
১৫ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
১৭ ঘণ্টা আগে