
বিজ্ঞাপন ছাড়া বিনা মূল্যে ইউটিউবে ভিডিও দেখার কোনো উপায় আর থাকছে না। যারা সব সময় অ্যাডব্লকার ব্যবহার করেন, তাঁদের হয় টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে, নয়তো ভিডিও দেখারই সুযোগ থাকবে না।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডব্লকারদের বিরুদ্ধে ইউটিউব কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থানে যাচ্ছে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, বারবার বিজ্ঞাপন ব্লকিং অ্যাপ ব্যবহার শনাক্ত করলে ইউটিউব সেই ভিউয়ারের ভিডিও প্লেব্যাক বন্ধ করে দিতে পারে।
এ ব্যাপারে গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন ই-মেইলের মাধ্যমে দ্য ভার্জকে জানিয়েছেন, অ্যাডব্লকার শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন নয়। অন্য কনটেন্ট প্রকাশকেরা নিয়মিত দর্শকদের অ্যাডব্লকার নিষ্ক্রিয় করতে বলে।
তিনি বলেন, ‘অ্যাডব্লকার ব্যবহাকারীদের জন্য ইউটিউবে প্লেব্যাক বন্ধ করার পদক্ষেপটাই আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। শুধু সেই ভিউয়ারের ক্ষেত্রে এটি করা হবে ,যারা বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাডব্লকার নিষ্ক্রিয় করবেন না। তাঁরা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। যদি ভিউয়ার মনে করেন ভুলভাবে তাঁকে ফ্ল্যাগ করা হচ্ছে, তাহলে তিনি প্রদেয় লিংকে ক্লিক করে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করতে পারবেন।’
অর্থাৎ, এটি স্পষ্ট যে অ্যাডব্লকার ব্যবহারকারীদের ব্যাপারে ইউটিউব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিনা খরচে ব্যবহারের প্ল্যাটফর্ম ইউটিউব তার কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করতে ভিউয়ারেদর বিজ্ঞাপন দেখানোর ন্যায্যতা প্রতিষ্ঠার পথেই এগোচ্ছে। ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই বিজ্ঞাপন দেখানোর মডেলটিই কনটেন্ট ক্রিয়েটরদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেম দিচ্ছে। এর কল্যাণেই কোটি কোটি মানুষকে বিশ্বব্যাপী বিনা মূল্যে ইচ্ছেমতো কনটেন্ট দেখার সুযোগ করে দেওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১১ দশমিক ৯৯ ডলার। আর বছরে খরচ হবে ১১৯ দশমিক ৯৯ ডলার। এর সঙ্গে অফলাইন ডাউনলোড ও ইউটিউব মিউজিক প্রিমিয়ামের মতো অন্যান্য সুবিধাও থাকবে।
গত বছরের নভেম্বরে ইউটিউব জানায়, ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের সাবস্ক্রাইবার ৮ কোটি ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন ছাড়া বিনা মূল্যে ইউটিউবে ভিডিও দেখার কোনো উপায় আর থাকছে না। যারা সব সময় অ্যাডব্লকার ব্যবহার করেন, তাঁদের হয় টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে, নয়তো ভিডিও দেখারই সুযোগ থাকবে না।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডব্লকারদের বিরুদ্ধে ইউটিউব কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থানে যাচ্ছে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, বারবার বিজ্ঞাপন ব্লকিং অ্যাপ ব্যবহার শনাক্ত করলে ইউটিউব সেই ভিউয়ারের ভিডিও প্লেব্যাক বন্ধ করে দিতে পারে।
এ ব্যাপারে গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন ই-মেইলের মাধ্যমে দ্য ভার্জকে জানিয়েছেন, অ্যাডব্লকার শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন নয়। অন্য কনটেন্ট প্রকাশকেরা নিয়মিত দর্শকদের অ্যাডব্লকার নিষ্ক্রিয় করতে বলে।
তিনি বলেন, ‘অ্যাডব্লকার ব্যবহাকারীদের জন্য ইউটিউবে প্লেব্যাক বন্ধ করার পদক্ষেপটাই আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। শুধু সেই ভিউয়ারের ক্ষেত্রে এটি করা হবে ,যারা বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাডব্লকার নিষ্ক্রিয় করবেন না। তাঁরা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। যদি ভিউয়ার মনে করেন ভুলভাবে তাঁকে ফ্ল্যাগ করা হচ্ছে, তাহলে তিনি প্রদেয় লিংকে ক্লিক করে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করতে পারবেন।’
অর্থাৎ, এটি স্পষ্ট যে অ্যাডব্লকার ব্যবহারকারীদের ব্যাপারে ইউটিউব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিনা খরচে ব্যবহারের প্ল্যাটফর্ম ইউটিউব তার কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করতে ভিউয়ারেদর বিজ্ঞাপন দেখানোর ন্যায্যতা প্রতিষ্ঠার পথেই এগোচ্ছে। ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই বিজ্ঞাপন দেখানোর মডেলটিই কনটেন্ট ক্রিয়েটরদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেম দিচ্ছে। এর কল্যাণেই কোটি কোটি মানুষকে বিশ্বব্যাপী বিনা মূল্যে ইচ্ছেমতো কনটেন্ট দেখার সুযোগ করে দেওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১১ দশমিক ৯৯ ডলার। আর বছরে খরচ হবে ১১৯ দশমিক ৯৯ ডলার। এর সঙ্গে অফলাইন ডাউনলোড ও ইউটিউব মিউজিক প্রিমিয়ামের মতো অন্যান্য সুবিধাও থাকবে।
গত বছরের নভেম্বরে ইউটিউব জানায়, ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের সাবস্ক্রাইবার ৮ কোটি ছাড়িয়ে গেছে।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
৪ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
৮ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে