প্রযুক্তি ডেস্ক

ব্লু টিক সাবস্ক্রাইবাররা অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। এ সুবিধার ফলে টুইটারে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন দেখার বদলে ফলো করা প্রোফাইলের টুইট বেশি দেখতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবাররা।
প্রযুক্তি বিষয়ক টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ব্লু টিক সাবস্ক্রাইবারদের বাড়তি সুবিধা দেওয়ার কথা বলে আসছেন। এরই ধারাবাহিকতায় এখন থেকে ব্লু টিক সাবস্ক্রাইবাররা তাঁদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন। নতুন এ সুবিধার ফলে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন অন্যদের তুলনায় কম দেখা গেলেও এক্সপ্লোর পেজের প্রোমোটেড ইভেন্টস, প্রোমোটেড অ্যাকাউন্টস ও ট্রেন্ডস, প্রোফাইলে থাকা বিজ্ঞাপন আগের মতোই দেখতে পাবেন ব্লু টিক সাবস্ক্রাইবাররা।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।

ব্লু টিক সাবস্ক্রাইবাররা অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। এ সুবিধার ফলে টুইটারে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন দেখার বদলে ফলো করা প্রোফাইলের টুইট বেশি দেখতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবাররা।
প্রযুক্তি বিষয়ক টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই ব্লু টিক সাবস্ক্রাইবারদের বাড়তি সুবিধা দেওয়ার কথা বলে আসছেন। এরই ধারাবাহিকতায় এখন থেকে ব্লু টিক সাবস্ক্রাইবাররা তাঁদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন। নতুন এ সুবিধার ফলে প্রোমোটেড টুইট বা বিজ্ঞাপন অন্যদের তুলনায় কম দেখা গেলেও এক্সপ্লোর পেজের প্রোমোটেড ইভেন্টস, প্রোমোটেড অ্যাকাউন্টস ও ট্রেন্ডস, প্রোফাইলে থাকা বিজ্ঞাপন আগের মতোই দেখতে পাবেন ব্লু টিক সাবস্ক্রাইবাররা।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।

কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
২৫ মিনিট আগে
এখন শীতকাল। শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রান্নাঘর এর মধ্যে অন্যতম। বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের বড় কারণও এটি। যেকোনোভাবেই হোক, অসাবধানতাবশত এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
১ ঘণ্টা আগে
আজ অফিসে এমনভাবে প্রবেশ করবেন যেন আপনিই কোম্পানির মালিক। কিন্তু লাঞ্চের আগেই বস আপনাকে এমন সব ফাইলের পাহাড় দেবে যে সেই ‘সিংহ’ ভাবটা মুহূর্তেই ‘ভেজা বেড়াল’-এ পরিণত হবে। সহকর্মীদের থেকে সাবধান, তারা আপনার টিফিনের ওপর নজর রেখেছে!
১ ঘণ্টা আগেমনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
২ ঘণ্টা আগে