প্রযুক্তি ডেস্ক

গত মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টুইটারের সান ফ্রান্সেসকো কার্যালয়ে বিবিসির রিপোর্টার জেমস ক্লেটন মাস্কের সাক্ষাৎকার নেন। ইন্টারভিউটি বিবিসিতে সরাসরি প্রচার করা হয়। ইন্টারভিউতে টিকটক নিষিদ্ধের প্রসঙ্গ উঠলে তিনি জানান, টিকটক নিষিদ্ধ হলে টুইটারের লাভ।
ইলন মাস্ক বলেন, ‘যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপটি (টিকটক) আমি ব্যবহার করি না। তবে আমি এটি নিষিদ্ধ করার বিপক্ষে।’
সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে সরকারি কর্মকর্তাদের ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বেশ কয়েকটি দেশ । মাস্ক বলেন, ‘আমি সাধারণত কোনো কিছু নিষিদ্ধের বিপক্ষে। তবে এই নিষেধাজ্ঞা টুইটারকে সুফল দেবে। কারণ, আরও বেশি লোক এই প্ল্যাটফর্মে বেশি সময় ধরে থাকবে।
একই ইন্টারভিউতে উপযুক্ত ক্রেতা পেলে টুইটার বিক্রি করে দেবেন বলেও জানান মাস্ক। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলন মাস্ক গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন।
টুইটার কিনে মাস্ক অনুতপ্ত কি না এমন প্রশ্ন করা হলে বিশ্বের দ্বিতীয় ধনী এই ব্যক্তি বলেন, ‘টুইটার কেনা কোনো পার্টি ছিল না, কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। এটা যেন গাড়ির চাকায় পিষ্ট হওয়া।’ তবে তিনি টুইটার কেনার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন।
কাজের চাপের বিষয়ে মাস্ক বলেন, ‘কাজের চাপ এতই বেড়েছে যে আমাকে মাঝেমধ্যে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটি সোফা আছে, ওখানে কেউ যায় না। সেখানেই ঘুমাই। ঘনঘন টুইট করার প্রসঙ্গেও কথা বলেন মাস্ক। তিনি বলেন, ‘রাত তিনটার পর আমার টুইট না করাই উচিত।’
মাস্ক টুইটারে বিবিসির লেবেল ‘সরকারি অর্থায়ন’ থেকে ‘জন অর্থায়নে’ পরিবর্তনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি বিবিসিকে অনেক সম্মান করি। এই সাক্ষাৎকার দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

গত মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টুইটারের সান ফ্রান্সেসকো কার্যালয়ে বিবিসির রিপোর্টার জেমস ক্লেটন মাস্কের সাক্ষাৎকার নেন। ইন্টারভিউটি বিবিসিতে সরাসরি প্রচার করা হয়। ইন্টারভিউতে টিকটক নিষিদ্ধের প্রসঙ্গ উঠলে তিনি জানান, টিকটক নিষিদ্ধ হলে টুইটারের লাভ।
ইলন মাস্ক বলেন, ‘যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপটি (টিকটক) আমি ব্যবহার করি না। তবে আমি এটি নিষিদ্ধ করার বিপক্ষে।’
সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে সরকারি কর্মকর্তাদের ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বেশ কয়েকটি দেশ । মাস্ক বলেন, ‘আমি সাধারণত কোনো কিছু নিষিদ্ধের বিপক্ষে। তবে এই নিষেধাজ্ঞা টুইটারকে সুফল দেবে। কারণ, আরও বেশি লোক এই প্ল্যাটফর্মে বেশি সময় ধরে থাকবে।
একই ইন্টারভিউতে উপযুক্ত ক্রেতা পেলে টুইটার বিক্রি করে দেবেন বলেও জানান মাস্ক। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলন মাস্ক গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন।
টুইটার কিনে মাস্ক অনুতপ্ত কি না এমন প্রশ্ন করা হলে বিশ্বের দ্বিতীয় ধনী এই ব্যক্তি বলেন, ‘টুইটার কেনা কোনো পার্টি ছিল না, কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। এটা যেন গাড়ির চাকায় পিষ্ট হওয়া।’ তবে তিনি টুইটার কেনার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন।
কাজের চাপের বিষয়ে মাস্ক বলেন, ‘কাজের চাপ এতই বেড়েছে যে আমাকে মাঝেমধ্যে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটি সোফা আছে, ওখানে কেউ যায় না। সেখানেই ঘুমাই। ঘনঘন টুইট করার প্রসঙ্গেও কথা বলেন মাস্ক। তিনি বলেন, ‘রাত তিনটার পর আমার টুইট না করাই উচিত।’
মাস্ক টুইটারে বিবিসির লেবেল ‘সরকারি অর্থায়ন’ থেকে ‘জন অর্থায়নে’ পরিবর্তনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি বিবিসিকে অনেক সম্মান করি। এই সাক্ষাৎকার দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১২ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১৫ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৮ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২০ ঘণ্টা আগে