প্রযুক্তি ডেস্ক

আইফোন ও আইপ্যাডে এখন থেকে দেখা যাবে কতজন টুইট বুকমার্ক করেছেন। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে এক টুইটে নতুন এই সুবিধার কথা জানানো হয়। এই সুবিধার মাধ্যমে টুইট কতজন বুকমার্ক করেছেন তা জানা গেলেও ঠিক কে কে বুকমার্ক করেছেন, তা জানার কোনো সুযোগ নেই। টুইটার জানিয়েছে, আপাতত এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া গেলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও চালু করা হবে।
সম্প্রতি, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ১০ হাজার ক্যারেক্টারে উন্নীত করার কথা জানান মাস্ক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি টেকসাইটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ইউটিউবার এক টুইটে প্ল্যাটফর্মের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। রিপ্লাইতে মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে।
২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এর আগে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দেয় মাস্ক। এ ছাড়া, প্রত্যেক মেসেজের রিপ্লাই আলাদাভাবে দেওয়ার সুবিধাও চালু করছে টুইটার। ইমোজি দেওয়ার সুবিধাও আনা হচ্ছে চলতি মাসের শেষে।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানান, ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো মেসেজের উত্তর আলাদাভাবে দেওয়ার পাশাপাশি ইমোজির ব্যবহারের সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। এ ছাড়া, এনক্রিপশন সুবিধা চালুর জন্যও কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে এসব সুবিধা চালু হতে পারে বলেও জানা তিনি। ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গত নভেম্বর থেকেই কিছুটা গোপনেই কাজ করছিল টুইটার।

আইফোন ও আইপ্যাডে এখন থেকে দেখা যাবে কতজন টুইট বুকমার্ক করেছেন। পাশাপাশি প্রতিটি টুইটের রি–টুইট, মন্তব্য ও লাইকের সংখ্যা দেখানোর সুবিধাও চালু করেছে টুইটার। তবে এ সুবিধা আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের সাপোর্ট অ্যাকাউন্ট থেকে এক টুইটে নতুন এই সুবিধার কথা জানানো হয়। এই সুবিধার মাধ্যমে টুইট কতজন বুকমার্ক করেছেন তা জানা গেলেও ঠিক কে কে বুকমার্ক করেছেন, তা জানার কোনো সুযোগ নেই। টুইটার জানিয়েছে, আপাতত এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাওয়া গেলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও চালু করা হবে।
সম্প্রতি, টুইটের সীমা ২৮০ ক্যারেক্টার থেকে ১০ হাজার ক্যারেক্টারে উন্নীত করার কথা জানান মাস্ক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি টেকসাইটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক ইউটিউবার এক টুইটে প্ল্যাটফর্মের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। রিপ্লাইতে মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে।
২০০৬ সালে টুইটারের শুরুর দিকে সর্বোচ্চ মাত্র ১৪০ ক্যারেক্টারের মধ্যে টুইট করা যেত। তবে ব্যবহারকারীদের বড় পোস্ট করার চাহিদা থাকায় ২০১৮ সালে এ সীমা বাড়িয়ে ২৮০ করে টুইটার।
এর আগে, মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দেয় মাস্ক। এ ছাড়া, প্রত্যেক মেসেজের রিপ্লাই আলাদাভাবে দেওয়ার সুবিধাও চালু করছে টুইটার। ইমোজি দেওয়ার সুবিধাও আনা হচ্ছে চলতি মাসের শেষে।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানান, ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো মেসেজের উত্তর আলাদাভাবে দেওয়ার পাশাপাশি ইমোজির ব্যবহারের সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। এ ছাড়া, এনক্রিপশন সুবিধা চালুর জন্যও কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে এসব সুবিধা চালু হতে পারে বলেও জানা তিনি। ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গত নভেম্বর থেকেই কিছুটা গোপনেই কাজ করছিল টুইটার।

মার্কিন কর্তৃপক্ষ বলছে, অভিবাসন আইন মানা নিশ্চিত করতেই এই ভিসা বন্ড চালু করা হয়েছে। তবে বাংলাদেশি ভ্রমণকারীদের বড় একটি অংশের মতে, এই নীতির ফলে যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে, যা অনেকের জন্য আমেরিকা যাওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।
৩ ঘণ্টা আগে
একসময় আমেরিকার পারিবারিক উৎসব মানেই ছিল কোলাহল। ছুটির দিনে বাড়িভর্তি থাকত চাচাতো-ফুফাতো ভাই-বোনে। শিশুরা দৌড়াদৌড়ি করত, বড়রা গল্পে মেতে উঠত। কিন্তু সময় বদলেছে। আজ অনেক আমেরিকানের জীবনে সেই চেনা দৃশ্য আর নেই।
৮ ঘণ্টা আগে
ভ্রমণ মানেই শুধু ছবি তোলা আর জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজেকে নতুন করে আবিষ্কার করা। কখনো পাহাড়ের নীরবতায়, কখনো সমুদ্রের ঢেউয়ে, আবার কখনো শতাব্দীপ্রাচীন কোনো শহরের অলিগলিতে হারিয়ে গিয়ে।
৯ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, রাইস কুকার মানেই হলো চাল আর জল দিয়ে সুইচ টিপে দেওয়া। ব্যস, কাজ শেষ! কিন্তু নিখুঁত ঝরঝরে ভাত পাওয়া কিংবা এই যন্ত্রকে দীর্ঘস্থায়ী করতে হলে কিছু ছোট ছোট ভুলের দিকে নজর দেওয়া জরুরি। আমাদের অজান্তেই করা কিছু ভুল রাইস কুকার ও খাবার—উভয়েরই ক্ষতি করতে পারে।
১০ ঘণ্টা আগে