প্রযুক্তি ডেস্ক

ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট ভবনে হামলার ঘটনাকে ‘সহিংসতা’ হিসেবে চিহ্নিত করেছে মেটা কর্তৃপক্ষ। ফলে মেটার অধীনে থাকা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে এই দাঙ্গার পক্ষের সব পোস্ট মুছে ফেলা শুরু হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, মেটার একজন মুখপাত্র বলেন, মানুষকে অস্ত্র কিংবা খালি হাতে কংগ্রেস, প্রেসিডেন্টের বাসভবন বা সরকারি ভবনে হামলা চালানোর আহ্বানসংক্রান্ত পোস্ট তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা এই ঘটনাকে সহিংসতা হিসেবে চিহ্নিত করছি। যার অর্থ দাঁড়ায়, এই ঘটনাকে সমর্থন বা প্রশংসামূলক সব পোস্ট সরিয়ে ফেলা হবে মেটার প্ল্যাটফর্মগুলো থেকে। আমরা সক্রিয়ভাবে এই ঘটনার ওপর নজর রাখছি এবং আমাদের নীতিবিরোধী সব কনটেন্ট আমরা মুছে ফেলা অব্যাহত রাখব।’
গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। ফেসবুক পরবর্তীতে এই হামলায় উসকানি বা প্রশংসামূলক সব পোস্ট মুছে ফেলে। এই দাঙ্গার সময় উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। যা ওই বছরের ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়। চলতি মাসের ৭ তারিখ নিষেধাজ্ঞার দুই বছর পূর্ণ হয়েছে।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা গত রোববার দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছে। গত বছরের অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি বলসোনারো, সেই সঙ্গে তাঁর বহু সমর্থকও পরাজয় মেনে নিতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি এই নজিরবিহীন হামলা।
গত বছরের ৩০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর থেকে ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। রোববার বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এই হামলার সময় সাও পাওলো রাজ্যে একটি সরকারি সফরে ছিলেন লুলা।

ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট ভবনে হামলার ঘটনাকে ‘সহিংসতা’ হিসেবে চিহ্নিত করেছে মেটা কর্তৃপক্ষ। ফলে মেটার অধীনে থাকা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে এই দাঙ্গার পক্ষের সব পোস্ট মুছে ফেলা শুরু হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, মেটার একজন মুখপাত্র বলেন, মানুষকে অস্ত্র কিংবা খালি হাতে কংগ্রেস, প্রেসিডেন্টের বাসভবন বা সরকারি ভবনে হামলা চালানোর আহ্বানসংক্রান্ত পোস্ট তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা এই ঘটনাকে সহিংসতা হিসেবে চিহ্নিত করছি। যার অর্থ দাঁড়ায়, এই ঘটনাকে সমর্থন বা প্রশংসামূলক সব পোস্ট সরিয়ে ফেলা হবে মেটার প্ল্যাটফর্মগুলো থেকে। আমরা সক্রিয়ভাবে এই ঘটনার ওপর নজর রাখছি এবং আমাদের নীতিবিরোধী সব কনটেন্ট আমরা মুছে ফেলা অব্যাহত রাখব।’
গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। ফেসবুক পরবর্তীতে এই হামলায় উসকানি বা প্রশংসামূলক সব পোস্ট মুছে ফেলে। এই দাঙ্গার সময় উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। যা ওই বছরের ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়। চলতি মাসের ৭ তারিখ নিষেধাজ্ঞার দুই বছর পূর্ণ হয়েছে।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা গত রোববার দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছে। গত বছরের অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি বলসোনারো, সেই সঙ্গে তাঁর বহু সমর্থকও পরাজয় মেনে নিতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি এই নজিরবিহীন হামলা।
গত বছরের ৩০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর থেকে ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। রোববার বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এই হামলার সময় সাও পাওলো রাজ্যে একটি সরকারি সফরে ছিলেন লুলা।

খাওয়া-দাওয়ার ক্ষেত্রে ঋতু বেশ গুরুত্বপূর্ণ বিষয়। ফলে শীতের হিমেল হাওয়ায় গরম এক কাপ চা বা কফি প্রশান্তি দিলেও এমন অনেক খাবার আছে, যেগুলো কখনো কখনো সর্দি-কাশি বা গলাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে এই ঋতুতে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের খাবারদাবার রোগপ্রতিরোধ ক্ষমতা এবং পরিপাকতন্ত্রের ওপর সরাসরি প্রভাব
২ ঘণ্টা আগে
আজ আপনার এনার্জি লেভেল একদম ঈদের ছুটিতে কমলাপুর স্টেশনের উত্তরবঙ্গগামী শেষ ট্রেনটি ধরার ভিড়ের মতো তুঙ্গে থাকবে। কেউ আপনাকে থামানোর চেষ্টা করলে সে নিজেই ছিটকে যাবে। আয়ের নতুন রাস্তা খুলবে ঠিকই, কিন্তু অপরিচিত লোকের কথায় শেয়ারবাজারে টাকা ঢাললে পকেট গড়ের মাঠ হতে সময় লাগবে না।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে আমরা দেখেছি মানুষ কেবল ‘জায়গা ঘোরা’র চেয়ে ভ্রমণের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু ২০২৬ সাল হতে যাচ্ছে আরও একধাপ এগিয়ে। প্রযুক্তির ছোঁয়া, প্রিয় মুভি বা গেমের প্রতি টান আর পরিবারের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে পর্যটন খাতে আসছে বড় বড় কিছু পরিবর্তন। এ বছর ভ্রমণের মূল ট্রেন্ডগুলো আপনার ঘরো
৪ ঘণ্টা আগে
জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১৯ ঘণ্টা আগে