
অনেক দিন আগে ফেসবুকে অ্যাকাউন্ট খুললে সেই তারিখ ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তবে এই তারিখ সহজেই বের করা যায়। প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ বা মোবাইল অ্যাপে থেকে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই তারিখ জানা সম্ভব।
অ্যাকাউন্ট খোলার তারিখটি জানতে কোন পদ্ধতি বেছে নেবেন তা নির্ভর করবে আপনার পুরোনো আইডি ও সংশ্লিষ্ট ই–মেইলে প্রবেশ করতে পারছেন কি না সেটির ওপর।
ফেসবুক ওয়েবসাইটের মাধ্যমে
ওয়েবব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে আপনার অ্যাকাউন্টটি কবে তৈরি করা হয়েছিল তা জানা যায়। এটি সবচেয়ে নির্ভুল পদ্ধতি।
ফেসবুকের ওয়েবসাইটে সাইটে গিয়ে অ্যাকাউন্ট খোলার তারিখ জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন–
১. ফেসবুক ওয়েবসাইটে লগ ইন করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবিতে ক্লিক করুন এবং সেটিংস ও প্রাইভেসি নির্বাচন করুন।
৩. মেনু থেকে সেটিংস নির্বাচন করুন।
৪. এরপর ফেসবুকের সেটিংস পেজ খুলে যাবে। এই পেজের বাম পাশের সাইডবারে ‘ইওর ফেসবুক ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন
৫. ডান পাশের প্যানে কতগুলো অপশন দেখা যাবে। প্রোফাইল ইনফরমেশনে যেতে ভিউ অপশন নির্বাচন করুন।
৬. বাম পাশের মেনুর ‘অ্যাকসেস ইওর ইনফরমেশন’ খুঁজে বের করুন। অপশনটির নিচের দিকে স্ক্রল করুন এবং পারসোনাল ইনফরমেশন নির্বাচন করুন।
৭. ডান পাশের প্যানে ‘ইওর অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট সেকশন’ খুঁজুন। এই সেকশন থেকে দেখা যাবে কবে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন।
মোবাইলে অ্যাপের মাধ্যমে
১. ফেসবুক অ্যাপে লগ ইন করুন। প্রোফাইল পিকচারে ট্যাপ করুন ও ‘সেটিংস’ আইকোন নির্বাচন করুন।
২. সেটিংস ও প্রাইভেসি মেনুতে গিয়ে নিচের দিকে স্ক্রল করে ‘ইওর ইনফরমেশন’ খুঁজে বের করুন ও ‘অ্যাকসেস ইওর ইনফরমেশন’ অপশনে ট্যাপ করুন।
৩. পারসোনাল ইনফরমেশন ট্যাব নির্বাচন করুন।
৪. প্রোফাইল ইনফরমেশন অপশনের নিচে অ্যাকাউন্ট তৈরির তারিখ দেখা যাবে।
ফেসবুকের ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই তথ্য নির্ভুলভাবে বের করা যায়। তবে পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে যদি অ্যাকাউন্টে ঢুকতে না পারেন তাহলে অন্য উপায়েও এই তারিখ জানা যাবে।
সংশ্লিষ্ট ই–মেইলের মাধ্যমে
ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় যে ই–মেইল আইডি ব্যবহার করেছেন তা দিয়েও অ্যাকাউন্ট তৈরির তারিখটি জানা যাবে। এ জন্য ওই ই–মেইলে আপনাকে লগইন করতে হবে।
১. সংশ্লিষ্ট ই–মেইল অ্যাকাউন্টের ইনবক্স খুলুন। ওপরের সার্চ বক্সে গিয়ে ইংরেজিতে টাইপ করুন ‘ওয়েলকাম টু ফেসবুক’ বা ‘ফেসবুক রেজিস্ট্রেশন কনফারমেশন’।
২. এই ধরনের কোনো ই–মেইল খুঁজে পেলে সেই মেইলের তারিখই হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরির তারিখ।
তবে, আপনি যদি নিয়মিত পুরোনো ই–মেইল মুছে ফেলেন তাহলে এটি খুঁজে নাও পেতে পারেন।
প্রোফাইল ছবির মাধ্যমে
ফেসবুক অ্যাকাউন্ট তৈরির পর প্রোফাইল ছবি আপলোড করতে বলে ফেসবুক। তাই আপনার প্রথম প্রোফাইল ছবির তারিখই অ্যাকাউন্ট তৈরির তারিখ হবে। তবে সব সময় এই পদ্ধতি কাজে লাগবে না। কারণ অনেকে অ্যাকাউন্ট খোলার দিনই প্রোফাইল ছবি দেন না।
অ্যাকাউন্ট খোলার সময় প্রোফাইল পিকচার দিয়েছিলেন কি না সে সম্পর্কে যদি নিশ্চিত না হোন, তাহলেও প্রোফাইল ছবির মাধ্যমে অ্যাকাউন্ট তৈরির তারিখ বের করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. ওয়েবব্রাউজার থেকে ফেসবুকে লগইন করুন।
২. প্রোফাইল ছবিতে ক্লিক করুন এবং প্রোফাইল পেজ খুলতে নিজের নামের ওপর ক্লিক করুন।
৩. প্রোফাইল পেজে ‘ফটোস’ অপশন নির্বাচন করুন।
৪. ফটোস থেকে অ্যালবাম অপশনটি খুঁজে বের করুন ও ক্লিক করুন। এর মাধ্যমে ফেসবুকের সব অ্যালবাম দেখা যাবে।
৫. প্রোফাইল ছবির অ্যালবামে ক্লিক করুন। এর থেকে সবচেয়ে পুরোনো প্রোফাইল ছবি খুঁজে বের করুন।
৬. সবচেয়ে পুরোনো ছবিতে ক্লিক করে আপলোডের তারিখটি দেখুন। এটিই ফেসবুক অ্যাকাউন্ট তৈরির তারিখ হওয়ার সম্ভাবনা বেশি।
পুরোনো পোস্টের মাধ্যমে
পুরোনো পোস্টের মাধ্যমেও ফেসবুক অ্যাকাউন্ট তৈরির তারিখ জানা যায়। ফেসবুক নিয়মিত ব্যবহার করলে অনেক বেশি পোস্ট থাকায় এই পদ্ধতি জটিল মনে হতে পারে। তবে নিচের দিকে স্ক্রলিং না করেও নির্দিষ্ট তারিখের পোস্ট বের করা যায়।
১. প্রোফাইল ছবিতে ক্লিক করুন এবং প্রাইভেসি ও সেটিংস থেকে অ্যাক্টিভিটি লগে প্রবেশ করুন। এরপর ‘ইওর অ্যাক্টিভিটি অ্যাক্রোস ফেসবুক’ অপশনের নিচের বাম পাশের মেনু থেকে পোস্ট অপশন নির্বাচন করুন।
২. ডেট ফিল্টারে আপনার মনে হওয়া সবচেয়ে পুরোনো তারিখ নির্বাচন করুন। এরপর স্ক্রল করে সবচেয়ে পুরোনো পোস্টটি খুঁজে বের করুন।
তবে ফেসবুকের সবচেয়ে পুরোনো পোস্টটির তারিখটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরির তারিখ নাও হতে পারে। এ ছাড়া আপনি যদি নিয়মিত ফেসবুক পোস্ট ডিলিট করে থাকেন তাহলে এই পদ্ধতি কাজে লাগবে না।

অনেক দিন আগে ফেসবুকে অ্যাকাউন্ট খুললে সেই তারিখ ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তবে এই তারিখ সহজেই বের করা যায়। প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ বা মোবাইল অ্যাপে থেকে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই তারিখ জানা সম্ভব।
অ্যাকাউন্ট খোলার তারিখটি জানতে কোন পদ্ধতি বেছে নেবেন তা নির্ভর করবে আপনার পুরোনো আইডি ও সংশ্লিষ্ট ই–মেইলে প্রবেশ করতে পারছেন কি না সেটির ওপর।
ফেসবুক ওয়েবসাইটের মাধ্যমে
ওয়েবব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে আপনার অ্যাকাউন্টটি কবে তৈরি করা হয়েছিল তা জানা যায়। এটি সবচেয়ে নির্ভুল পদ্ধতি।
ফেসবুকের ওয়েবসাইটে সাইটে গিয়ে অ্যাকাউন্ট খোলার তারিখ জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন–
১. ফেসবুক ওয়েবসাইটে লগ ইন করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবিতে ক্লিক করুন এবং সেটিংস ও প্রাইভেসি নির্বাচন করুন।
৩. মেনু থেকে সেটিংস নির্বাচন করুন।
৪. এরপর ফেসবুকের সেটিংস পেজ খুলে যাবে। এই পেজের বাম পাশের সাইডবারে ‘ইওর ফেসবুক ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন
৫. ডান পাশের প্যানে কতগুলো অপশন দেখা যাবে। প্রোফাইল ইনফরমেশনে যেতে ভিউ অপশন নির্বাচন করুন।
৬. বাম পাশের মেনুর ‘অ্যাকসেস ইওর ইনফরমেশন’ খুঁজে বের করুন। অপশনটির নিচের দিকে স্ক্রল করুন এবং পারসোনাল ইনফরমেশন নির্বাচন করুন।
৭. ডান পাশের প্যানে ‘ইওর অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট সেকশন’ খুঁজুন। এই সেকশন থেকে দেখা যাবে কবে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন।
মোবাইলে অ্যাপের মাধ্যমে
১. ফেসবুক অ্যাপে লগ ইন করুন। প্রোফাইল পিকচারে ট্যাপ করুন ও ‘সেটিংস’ আইকোন নির্বাচন করুন।
২. সেটিংস ও প্রাইভেসি মেনুতে গিয়ে নিচের দিকে স্ক্রল করে ‘ইওর ইনফরমেশন’ খুঁজে বের করুন ও ‘অ্যাকসেস ইওর ইনফরমেশন’ অপশনে ট্যাপ করুন।
৩. পারসোনাল ইনফরমেশন ট্যাব নির্বাচন করুন।
৪. প্রোফাইল ইনফরমেশন অপশনের নিচে অ্যাকাউন্ট তৈরির তারিখ দেখা যাবে।
ফেসবুকের ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই তথ্য নির্ভুলভাবে বের করা যায়। তবে পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে যদি অ্যাকাউন্টে ঢুকতে না পারেন তাহলে অন্য উপায়েও এই তারিখ জানা যাবে।
সংশ্লিষ্ট ই–মেইলের মাধ্যমে
ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় যে ই–মেইল আইডি ব্যবহার করেছেন তা দিয়েও অ্যাকাউন্ট তৈরির তারিখটি জানা যাবে। এ জন্য ওই ই–মেইলে আপনাকে লগইন করতে হবে।
১. সংশ্লিষ্ট ই–মেইল অ্যাকাউন্টের ইনবক্স খুলুন। ওপরের সার্চ বক্সে গিয়ে ইংরেজিতে টাইপ করুন ‘ওয়েলকাম টু ফেসবুক’ বা ‘ফেসবুক রেজিস্ট্রেশন কনফারমেশন’।
২. এই ধরনের কোনো ই–মেইল খুঁজে পেলে সেই মেইলের তারিখই হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরির তারিখ।
তবে, আপনি যদি নিয়মিত পুরোনো ই–মেইল মুছে ফেলেন তাহলে এটি খুঁজে নাও পেতে পারেন।
প্রোফাইল ছবির মাধ্যমে
ফেসবুক অ্যাকাউন্ট তৈরির পর প্রোফাইল ছবি আপলোড করতে বলে ফেসবুক। তাই আপনার প্রথম প্রোফাইল ছবির তারিখই অ্যাকাউন্ট তৈরির তারিখ হবে। তবে সব সময় এই পদ্ধতি কাজে লাগবে না। কারণ অনেকে অ্যাকাউন্ট খোলার দিনই প্রোফাইল ছবি দেন না।
অ্যাকাউন্ট খোলার সময় প্রোফাইল পিকচার দিয়েছিলেন কি না সে সম্পর্কে যদি নিশ্চিত না হোন, তাহলেও প্রোফাইল ছবির মাধ্যমে অ্যাকাউন্ট তৈরির তারিখ বের করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. ওয়েবব্রাউজার থেকে ফেসবুকে লগইন করুন।
২. প্রোফাইল ছবিতে ক্লিক করুন এবং প্রোফাইল পেজ খুলতে নিজের নামের ওপর ক্লিক করুন।
৩. প্রোফাইল পেজে ‘ফটোস’ অপশন নির্বাচন করুন।
৪. ফটোস থেকে অ্যালবাম অপশনটি খুঁজে বের করুন ও ক্লিক করুন। এর মাধ্যমে ফেসবুকের সব অ্যালবাম দেখা যাবে।
৫. প্রোফাইল ছবির অ্যালবামে ক্লিক করুন। এর থেকে সবচেয়ে পুরোনো প্রোফাইল ছবি খুঁজে বের করুন।
৬. সবচেয়ে পুরোনো ছবিতে ক্লিক করে আপলোডের তারিখটি দেখুন। এটিই ফেসবুক অ্যাকাউন্ট তৈরির তারিখ হওয়ার সম্ভাবনা বেশি।
পুরোনো পোস্টের মাধ্যমে
পুরোনো পোস্টের মাধ্যমেও ফেসবুক অ্যাকাউন্ট তৈরির তারিখ জানা যায়। ফেসবুক নিয়মিত ব্যবহার করলে অনেক বেশি পোস্ট থাকায় এই পদ্ধতি জটিল মনে হতে পারে। তবে নিচের দিকে স্ক্রলিং না করেও নির্দিষ্ট তারিখের পোস্ট বের করা যায়।
১. প্রোফাইল ছবিতে ক্লিক করুন এবং প্রাইভেসি ও সেটিংস থেকে অ্যাক্টিভিটি লগে প্রবেশ করুন। এরপর ‘ইওর অ্যাক্টিভিটি অ্যাক্রোস ফেসবুক’ অপশনের নিচের বাম পাশের মেনু থেকে পোস্ট অপশন নির্বাচন করুন।
২. ডেট ফিল্টারে আপনার মনে হওয়া সবচেয়ে পুরোনো তারিখ নির্বাচন করুন। এরপর স্ক্রল করে সবচেয়ে পুরোনো পোস্টটি খুঁজে বের করুন।
তবে ফেসবুকের সবচেয়ে পুরোনো পোস্টটির তারিখটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরির তারিখ নাও হতে পারে। এ ছাড়া আপনি যদি নিয়মিত ফেসবুক পোস্ট ডিলিট করে থাকেন তাহলে এই পদ্ধতি কাজে লাগবে না।

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
৭ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
৯ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১১ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে