
টুইটার পরিবর্তন করে এক্স নাম নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। ‘এক্স’ এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫৪ কোটিতে উঠেছে বলে সম্প্রতি এক পোস্টে তিনি জানান।
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে গত ৫ জুলাই ‘থ্রেডস’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করে মেটা। তখন থেকে ব্যবহারকারী বেড়ে যাওয়ার দাবি করছে এই কোম্পানির নির্বাহীরা। যদিও এর মধ্যে বিজ্ঞাপনী আয় কমেছে। সংগঠনের পরিবর্তন আনার মাধ্যমে বিজ্ঞাপনী আয় বাড়ানোর চেষ্টা করছে এই কোম্পানি।
গত বছর মে মাসে টুইটারে প্রায় ২৩ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। এরপর অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেন। গত নভেম্বর টুইটারের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় ২৬ কোটি হয়েছিল বলে মাস্ক জানান।
মাস্ক দায়িত্ব গ্রহণের পর থেকে কোম্পানি বেশ কিছু ব্যবসায়িক পরিবর্তন করেছে। ভেরিফায়েড ব্লু টিক এখন পেইড পরিষেবা। বিজ্ঞাপন বিক্রির একটি অংশ নির্বাচিত কন্টেন্ট নির্মাতাদের দেবে প্ল্যাটফর্মটি।
গত মে মাসে মাস্ক এনবিসি ইউনিভার্সালের সাবেক বিজ্ঞাপনী প্রধান লিন্ডা ইয়াক্কারিনোকে এক্সের সিইও মনোনীত করেন। এ থেকে ধারণা করা হয়, বিজ্ঞাপন বাড়ানোই এখন সংস্থাটির প্রধান লক্ষ্য। যদিও প্ল্যাটফর্মটির কাজ ছিলো সাবস্ক্রিপশন বাড়ানো।
চলতি মাসের শুরুতে মাস্ক বলেছেন, এক্সের বিজ্ঞাপনী আয় প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর ঋণের পরিমাণও অনেক।
এদিকে টুইটারকে এক্স হিসেবে পুনরায় নামকরণ আইনিভাবে জটিল হতে পারে। এক্স একটি বহুল ব্যবহৃত ট্রেডমার্ক। এ নিয়ে আইনি লড়াই হতে পারে। এই অক্ষরের উপর মেটা ও মাইক্রোসফটের মেধাস্বত্ত্ব আছে।
ট্রেডমার্ক অ্যাটর্নি জশ গার্বেন বলেন, ‘কেউ না কেউ টুইটারের বিরুদ্ধে এই বিষয়ে মামলা করবে- এটি শতভাগ নিশ্চিত।’
যুক্তরাজ্যে এই এক্স বর্ণ নিয়ে প্রায় ৯০০টির মতো প্রতিষ্ঠানের সক্রিয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে বলে জানান তিনি।
২০০৩ সাল থেকে মাইক্রোসফট এক্সবক্স ভিডিও গেইম সিস্টেমের জন্য এক্স ট্রেডমার্ক ব্যবহার করে আসছে। মেটা প্ল্যাটফর্ম ২০১৯ সালে সফটওয়্যার ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নীল সাদায় আবৃত ‘এক্স’ বর্ণ নিবন্ধিত করে।
গার্বেন বলেন, ‘টু্ইটারের এক্স ব্র্যান্ড সমতায় হুমকি না মনে হলে মেটা ও মাইক্রোসফট মামলা করবে না।’
এই বিষয়ে তিন প্রতিষ্ঠানের কেউই মন্তব্য করেনি।

টুইটার পরিবর্তন করে এক্স নাম নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। ‘এক্স’ এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫৪ কোটিতে উঠেছে বলে সম্প্রতি এক পোস্টে তিনি জানান।
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে গত ৫ জুলাই ‘থ্রেডস’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করে মেটা। তখন থেকে ব্যবহারকারী বেড়ে যাওয়ার দাবি করছে এই কোম্পানির নির্বাহীরা। যদিও এর মধ্যে বিজ্ঞাপনী আয় কমেছে। সংগঠনের পরিবর্তন আনার মাধ্যমে বিজ্ঞাপনী আয় বাড়ানোর চেষ্টা করছে এই কোম্পানি।
গত বছর মে মাসে টুইটারে প্রায় ২৩ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। এরপর অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেন। গত নভেম্বর টুইটারের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় ২৬ কোটি হয়েছিল বলে মাস্ক জানান।
মাস্ক দায়িত্ব গ্রহণের পর থেকে কোম্পানি বেশ কিছু ব্যবসায়িক পরিবর্তন করেছে। ভেরিফায়েড ব্লু টিক এখন পেইড পরিষেবা। বিজ্ঞাপন বিক্রির একটি অংশ নির্বাচিত কন্টেন্ট নির্মাতাদের দেবে প্ল্যাটফর্মটি।
গত মে মাসে মাস্ক এনবিসি ইউনিভার্সালের সাবেক বিজ্ঞাপনী প্রধান লিন্ডা ইয়াক্কারিনোকে এক্সের সিইও মনোনীত করেন। এ থেকে ধারণা করা হয়, বিজ্ঞাপন বাড়ানোই এখন সংস্থাটির প্রধান লক্ষ্য। যদিও প্ল্যাটফর্মটির কাজ ছিলো সাবস্ক্রিপশন বাড়ানো।
চলতি মাসের শুরুতে মাস্ক বলেছেন, এক্সের বিজ্ঞাপনী আয় প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর ঋণের পরিমাণও অনেক।
এদিকে টুইটারকে এক্স হিসেবে পুনরায় নামকরণ আইনিভাবে জটিল হতে পারে। এক্স একটি বহুল ব্যবহৃত ট্রেডমার্ক। এ নিয়ে আইনি লড়াই হতে পারে। এই অক্ষরের উপর মেটা ও মাইক্রোসফটের মেধাস্বত্ত্ব আছে।
ট্রেডমার্ক অ্যাটর্নি জশ গার্বেন বলেন, ‘কেউ না কেউ টুইটারের বিরুদ্ধে এই বিষয়ে মামলা করবে- এটি শতভাগ নিশ্চিত।’
যুক্তরাজ্যে এই এক্স বর্ণ নিয়ে প্রায় ৯০০টির মতো প্রতিষ্ঠানের সক্রিয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে বলে জানান তিনি।
২০০৩ সাল থেকে মাইক্রোসফট এক্সবক্স ভিডিও গেইম সিস্টেমের জন্য এক্স ট্রেডমার্ক ব্যবহার করে আসছে। মেটা প্ল্যাটফর্ম ২০১৯ সালে সফটওয়্যার ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নীল সাদায় আবৃত ‘এক্স’ বর্ণ নিবন্ধিত করে।
গার্বেন বলেন, ‘টু্ইটারের এক্স ব্র্যান্ড সমতায় হুমকি না মনে হলে মেটা ও মাইক্রোসফট মামলা করবে না।’
এই বিষয়ে তিন প্রতিষ্ঠানের কেউই মন্তব্য করেনি।

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১১ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
১২ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
১৪ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
১৮ ঘণ্টা আগে