প্রযুক্তি ডেস্ক

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে একের পর এক ব্যবসায়িক পরিকল্পনার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটারে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকবে এ ইঙ্গিত তিনি অনেক আগেই দিয়েছেন। এবার ব্যবহারকারী ভেরিফিকেশনের প্রক্রিয়া সংশোধনের ঘোষণা দিলেন।
জানা গেছে, যে কোনো প্রকৃত ব্যবহারকারী টুইটারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এর জন্য মাসে তাঁকে গুনতে হবে ২০ ডলার। অর্থাৎ মাসিক এই চার্জেই পাওয়া যাবে ব্লু টিক। এই ফি কেউ চাইলে বাৎসরিকও দিতে পারবেন।
প্রযুক্তি নিউজলেটার প্ল্যাটফর্মারের প্রতিবেদন অনুসারে, ব্লু টিকের জন্য মাসে ৪ দশমিক ৯৯ ডলার বাড়িয়ে ১৯ দশমিক ৯৯ ডলার ফি নির্ধারণ করতে চান ইলন মাস্ক। যাচাইকৃত ব্যবহারকারীরা ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতে অথবা নীতিমালা লঙ্ঘনের জন্য ব্লু টিক হারাতে ৯০ দিন সময় পাবেন। যেখানে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশনের জন্য মাসে খরচ করতে হয় ৪ দশমিক ৯৯ ডলার থেকে ৬ দশমিক ৯৯ ডলার।
ইলন মাস্ক অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে গতকাল রোববার ১১ কোটির বেশি ফলোয়ারদের উদ্দেশ তিনি টুইট করেছেন, ‘পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটি শিগগিরই সংশোধন করা হবে।’
আজ সোমবার সকালে শুরু হওয়া একটি টুইটার ভোট ফ্ল্যাগ করেছেন মাস্ক। ভোটে টুইটার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছে যে, ব্লু টিকের জন্য মাসে তাঁরা কত টাকা দিতে রাজি আছেন: ৫ ডলার; ১০ ডলার; ১৫ ডলার; অথবা এর জন্য কোনো ‘টাকা দেবেন না’। টুইটার জরিপটি চালু করেছেন কারিগরি বিনিয়োগকারী জেসন ক্যালাকানিস। মাস্কের সহযোগী তিনি। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা এবং ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য কোটিপতিদের যে গ্রুপটিকে মাস্ক সম্মত করেছেন তাঁদের জেসন অন্যতম।
অধিগ্রহণের পর থেকে টুইটারের জন্য মাস্ক তাঁর পরিকল্পনাগুলো মূলত এই প্ল্যাটফর্মেই একের পর এক প্রকাশ করছেন। কোম্পানিতে বড় পরিবর্তনের আরেকটি ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ সোমবার একটি টুইটার জরিপে মাস্ক জিজ্ঞেস করেছেন, ‘ভাইন’ ফিরিয়ে আনবেন কি না। ভিডিও শেয়ারিং অ্যাপটিকে টিকটকের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। যদিও ২০১৬ সালে টুইটার এটি বন্ধ করে দেয়।

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে একের পর এক ব্যবসায়িক পরিকল্পনার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটারে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকবে এ ইঙ্গিত তিনি অনেক আগেই দিয়েছেন। এবার ব্যবহারকারী ভেরিফিকেশনের প্রক্রিয়া সংশোধনের ঘোষণা দিলেন।
জানা গেছে, যে কোনো প্রকৃত ব্যবহারকারী টুইটারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এর জন্য মাসে তাঁকে গুনতে হবে ২০ ডলার। অর্থাৎ মাসিক এই চার্জেই পাওয়া যাবে ব্লু টিক। এই ফি কেউ চাইলে বাৎসরিকও দিতে পারবেন।
প্রযুক্তি নিউজলেটার প্ল্যাটফর্মারের প্রতিবেদন অনুসারে, ব্লু টিকের জন্য মাসে ৪ দশমিক ৯৯ ডলার বাড়িয়ে ১৯ দশমিক ৯৯ ডলার ফি নির্ধারণ করতে চান ইলন মাস্ক। যাচাইকৃত ব্যবহারকারীরা ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতে অথবা নীতিমালা লঙ্ঘনের জন্য ব্লু টিক হারাতে ৯০ দিন সময় পাবেন। যেখানে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশনের জন্য মাসে খরচ করতে হয় ৪ দশমিক ৯৯ ডলার থেকে ৬ দশমিক ৯৯ ডলার।
ইলন মাস্ক অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে গতকাল রোববার ১১ কোটির বেশি ফলোয়ারদের উদ্দেশ তিনি টুইট করেছেন, ‘পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটি শিগগিরই সংশোধন করা হবে।’
আজ সোমবার সকালে শুরু হওয়া একটি টুইটার ভোট ফ্ল্যাগ করেছেন মাস্ক। ভোটে টুইটার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছে যে, ব্লু টিকের জন্য মাসে তাঁরা কত টাকা দিতে রাজি আছেন: ৫ ডলার; ১০ ডলার; ১৫ ডলার; অথবা এর জন্য কোনো ‘টাকা দেবেন না’। টুইটার জরিপটি চালু করেছেন কারিগরি বিনিয়োগকারী জেসন ক্যালাকানিস। মাস্কের সহযোগী তিনি। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা এবং ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য কোটিপতিদের যে গ্রুপটিকে মাস্ক সম্মত করেছেন তাঁদের জেসন অন্যতম।
অধিগ্রহণের পর থেকে টুইটারের জন্য মাস্ক তাঁর পরিকল্পনাগুলো মূলত এই প্ল্যাটফর্মেই একের পর এক প্রকাশ করছেন। কোম্পানিতে বড় পরিবর্তনের আরেকটি ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ সোমবার একটি টুইটার জরিপে মাস্ক জিজ্ঞেস করেছেন, ‘ভাইন’ ফিরিয়ে আনবেন কি না। ভিডিও শেয়ারিং অ্যাপটিকে টিকটকের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। যদিও ২০১৬ সালে টুইটার এটি বন্ধ করে দেয়।

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
১০ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
১২ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১৪ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
১৬ ঘণ্টা আগে