প্রযুক্তি ডেস্ক

টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য ‘অফিশিয়াল’ লেবেল চালুর ঘোষণা দিয়েছিল নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। শুরুতে মূলত সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বিখ্যাত ব্যক্তিরা টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল পাবেন বলে জানান তিনি।
এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় জাতিসংঘ, নাসা, সিএনএনসহ বেশ কিছু মিডিয়া আউটলেটের টুইটার প্রোফাইলে সবার প্রথমে দেখা গিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল। লেবেলটি মূলত একটি ধূসর চেক মার্ক এবং পাশে ‘অফিশিয়াল’ লেখা শব্দের সমন্বয়।
বুধবার সকাল থেকেই অফিশিয়াল ব্যাজ পাওয়া শুরু করে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো। তবে দুপুরের কিছু আগেই লেবেলটি উধাও হয়ে যায়।
অফিশিয়াল লেবেলটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে টুইট করেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘টুইটার সামনের দিনগুলোতে অনেক বোকার মতো সিদ্ধান্ত নেবে। তবে আমরা সেই সিদ্ধান্তগুলোকেই বজায় রাখব যেগুলো কার্যকরী হবে এবং সেই সিদ্ধান্তগুলোকে বাদ দেব যেগুলো কার্যকরী হবে না’।
কিছুক্ষণ পরেই এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে ইলন মাস্কের টুইটের ব্যাখ্যা দেন। টুইটে তিনি বলেন, ‘অফিশিয়াল লেবেলটি এখনো আমাদের টুইটার ব্লু টিক লঞ্চের একটি অংশ। আমরা আপাতত শুধু সরকারি এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে দিয়েই অফিশিয়াল লেবেল দেওয়ার কার্যক্রম শুরু করছি। মাস্ক তাঁর টুইটে বুঝিয়েছে যে, আমরা এখনই কোনো স্বতন্ত্র ব্যক্তিকে অফিশিয়াল লেবেল দিচ্ছি না।’
তবে জাতিসংঘ, নাসা, সিএনএনের মতো সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকেও অফিশিয়াল লেবেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে।

টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য ‘অফিশিয়াল’ লেবেল চালুর ঘোষণা দিয়েছিল নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। শুরুতে মূলত সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বিখ্যাত ব্যক্তিরা টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল পাবেন বলে জানান তিনি।
এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় জাতিসংঘ, নাসা, সিএনএনসহ বেশ কিছু মিডিয়া আউটলেটের টুইটার প্রোফাইলে সবার প্রথমে দেখা গিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল। লেবেলটি মূলত একটি ধূসর চেক মার্ক এবং পাশে ‘অফিশিয়াল’ লেখা শব্দের সমন্বয়।
বুধবার সকাল থেকেই অফিশিয়াল ব্যাজ পাওয়া শুরু করে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো। তবে দুপুরের কিছু আগেই লেবেলটি উধাও হয়ে যায়।
অফিশিয়াল লেবেলটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে টুইট করেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘টুইটার সামনের দিনগুলোতে অনেক বোকার মতো সিদ্ধান্ত নেবে। তবে আমরা সেই সিদ্ধান্তগুলোকেই বজায় রাখব যেগুলো কার্যকরী হবে এবং সেই সিদ্ধান্তগুলোকে বাদ দেব যেগুলো কার্যকরী হবে না’।
কিছুক্ষণ পরেই এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে ইলন মাস্কের টুইটের ব্যাখ্যা দেন। টুইটে তিনি বলেন, ‘অফিশিয়াল লেবেলটি এখনো আমাদের টুইটার ব্লু টিক লঞ্চের একটি অংশ। আমরা আপাতত শুধু সরকারি এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে দিয়েই অফিশিয়াল লেবেল দেওয়ার কার্যক্রম শুরু করছি। মাস্ক তাঁর টুইটে বুঝিয়েছে যে, আমরা এখনই কোনো স্বতন্ত্র ব্যক্তিকে অফিশিয়াল লেবেল দিচ্ছি না।’
তবে জাতিসংঘ, নাসা, সিএনএনের মতো সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকেও অফিশিয়াল লেবেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে।

চীনের একটি স্কুলে সকাল শুরু হয় পরিচিত এক দৃশ্য দিয়ে। স্কুল গেটের সামনে সাদা গ্লাভস আর ট্রাফিক জ্যাকেট পরা একজন মানুষ হাতের ইশারায় গাড়ি থামাচ্ছেন এবং শিশুদের রাস্তা পার হতে বলছেন। দূর থেকে দেখলে তাঁকে ট্রাফিক পুলিশ মনে হবে। খুব কম মানুষই জানেন, তিনি আসলে স্কুলটির উপপ্রধান শিক্ষক।
১৫ ঘণ্টা আগে
সকালবেলা উঠে চুলা জ্বালাতে গিয়ে দেখলেন, গ্যাস নেই! গ্যাসের দোকানে ফোন করলে মোবাইল ফোনের ওই প্রান্ত থেকে শোনা যাচ্ছে, এ মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে যাঁদের লাইনের গ্যাস, তাঁদের চুলায় সারা দিন আগুন জ্বলছে টিমটিম করে। তাতে নেই তাপ।
১৬ ঘণ্টা আগে
অবসরের কথা ভাবলেই একধরনের নিশ্চিন্ত জীবনের ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রে এ চিত্র ক্রমেই ভিন্ন হয়ে উঠছে। সেখানে অনেক মানুষই অবসর নিতে ভয় পাচ্ছেন। কারণ তাঁদের আশঙ্কা, জীবনের শেষ প্রান্তে গিয়ে হয়তো টাকাই ফুরিয়ে যাবে।
১৭ ঘণ্টা আগে
অবসরের পর জীবনটা কেমন হওয়া উচিত? কারও কাছে অবসর মানে সমুদ্রের নোনা হাওয়ায় অলস দুপুর কাটানো। কারও কাছে পাহাড়ের নির্জনতায় হারানো, আবার কারও কাছে একদম নতুন কোনো সংস্কৃতির সঙ্গে নিজেকে পরিচয় করানো। ২০২৬ সালের ‘অ্যানুয়াল গ্লোবাল রিটায়ারমেন্ট ইনডেক্স’ বলছে, আপনার সেই আজন্মলালিত স্বপ্নকে বাস্তবে রূপ...
১৯ ঘণ্টা আগে