প্রযুক্তি ডেস্ক

কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানের নাম ট্যাগ করার সুবিধা দিতে সিনেমার অনলাইন তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেইজের (আইএমডিবি) সঙ্গে চুক্তি করেছে শর্টসার্কিট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, ভিডিওনির্মাতারা টিকটক ভিডিওর ক্যাপশনে ‘অ্যাড লিংক’ ক্লিক করে সংশ্লিষ্ট সিনেমা কিংবা টিভি অনুষ্ঠানের লিংক যুক্ত করতে পারবেন। সেই সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠানের শিরোনামের লিংকে ক্লিক করলে নতুন একটি ‘অ্যাপ পেজ’ চালু হবে। সেখানে একই শিরোনামে থাকা টিকটকের অন্য ভিডিওগুলোর তালিকা দেখা যাওয়ারা পাশাপাশি সেই সিনেমা বা টেলিভিশন শো নিয়ে আইএমডিবির দেওয়া বিভিন্ন তথ্য থাকবে।
আইএমডিবিতে ১ কোটি ২০ লাখেরও বেশি সিনেমা এবং টিভি অনুষ্ঠানের ডেটাবেইজ রয়েছে। টিকটক ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলের ‘ফেভারিট ট্যাব’ এ পছন্দের সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানও যোগ করতে পারবেন। আপাতত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা নতুন এই সুবিধা গুলি পাবেন।
টিকটকের এক মুখপাত্র বলেছেন, ‘টিকটক ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার নিয়ে কাজ চলছে।’
এর আগে ‘স্লিপ রিমাইন্ডার’ নামের নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করে টিকটক। এ ফিচার ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানানোর পাশাপাশি ঘুমের পুরোটা সময় (৭ ঘণ্টা) নোটিফিকেশন বন্ধ রাখবে টিকটক। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে।
গত ডিসেম্বরে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধাও চালু করেছে টিকটক। ব্যবহারকারীরা ভিডিওর এক পাশে ‘ফুল স্ক্রিন’ বাটন দেখতে পাবেন। এতে ক্লিক করলেই ভিডিওটি ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারবেন ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছে, ইউটিউবকে প্রতিযোগিতায় পেছনে ফেলতেই নিত্যনতুন ফিচার আনছে টিকটক। গত বছর প্ল্যাটফর্মটি ১০ মিনিট ব্যাপ্তি পর্যন্ত ভিডিও আপলোড করার সুবিধা নিয়ে এসেছে।

কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানের নাম ট্যাগ করার সুবিধা দিতে সিনেমার অনলাইন তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেইজের (আইএমডিবি) সঙ্গে চুক্তি করেছে শর্টসার্কিট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, ভিডিওনির্মাতারা টিকটক ভিডিওর ক্যাপশনে ‘অ্যাড লিংক’ ক্লিক করে সংশ্লিষ্ট সিনেমা কিংবা টিভি অনুষ্ঠানের লিংক যুক্ত করতে পারবেন। সেই সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠানের শিরোনামের লিংকে ক্লিক করলে নতুন একটি ‘অ্যাপ পেজ’ চালু হবে। সেখানে একই শিরোনামে থাকা টিকটকের অন্য ভিডিওগুলোর তালিকা দেখা যাওয়ারা পাশাপাশি সেই সিনেমা বা টেলিভিশন শো নিয়ে আইএমডিবির দেওয়া বিভিন্ন তথ্য থাকবে।
আইএমডিবিতে ১ কোটি ২০ লাখেরও বেশি সিনেমা এবং টিভি অনুষ্ঠানের ডেটাবেইজ রয়েছে। টিকটক ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলের ‘ফেভারিট ট্যাব’ এ পছন্দের সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানও যোগ করতে পারবেন। আপাতত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা নতুন এই সুবিধা গুলি পাবেন।
টিকটকের এক মুখপাত্র বলেছেন, ‘টিকটক ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার নিয়ে কাজ চলছে।’
এর আগে ‘স্লিপ রিমাইন্ডার’ নামের নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করে টিকটক। এ ফিচার ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানানোর পাশাপাশি ঘুমের পুরোটা সময় (৭ ঘণ্টা) নোটিফিকেশন বন্ধ রাখবে টিকটক। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে।
গত ডিসেম্বরে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধাও চালু করেছে টিকটক। ব্যবহারকারীরা ভিডিওর এক পাশে ‘ফুল স্ক্রিন’ বাটন দেখতে পাবেন। এতে ক্লিক করলেই ভিডিওটি ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারবেন ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছে, ইউটিউবকে প্রতিযোগিতায় পেছনে ফেলতেই নিত্যনতুন ফিচার আনছে টিকটক। গত বছর প্ল্যাটফর্মটি ১০ মিনিট ব্যাপ্তি পর্যন্ত ভিডিও আপলোড করার সুবিধা নিয়ে এসেছে।

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
৫ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
৬ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
৮ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
১০ ঘণ্টা আগে