ফিচার ডেস্ক
রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কফি ত্বকের স্বাস্থ্যকর বৃদ্ধিকে উন্নত করতে সাহায্য করে। আবার ইন্টারন্যাশনাল জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত তথ্য বলছে, যাঁরা নিয়মিত কফি পান কিংবা কফি ব্যবহার করেন, শরীরে তাঁদের বয়সজনিত দাগ কম।
কফি ও মধু
একটি পাত্রে এক টেবিল চামচ কফি পাউডারে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে। চোখের চারপাশ এড়িয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে মাস্কটি ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই মাস্ক ত্বক ময়শ্চারাইজ করে এবং বলিরেখা, শুষ্কতা কিংবা কালো দাগের মতো বয়সজনিত লক্ষণ কমানোর জন্য ভালো কাজ করে।
কফি ও দুধ
কফি ও দুধের মাস্ক তৈরি করতে এক টেবিল চামচ কফি এবং এক কিংবা দুই টেবিল চামচ দুধ নিতে হবে। এই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি এই মাস্ক ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
কফি, হলুদ ও দই
একটি পাত্রে এক টেবিল চামচ করে কফি পাউডার, হলুদ ও দই মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ তৈরি করতে হবে। পেস্টটি মুখে সমানভাবে দিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে হালকা সার্কেল ম্যাসাজ করে এই মাস্ক মুখ থেকে তুলে ফেলতে হবে।
রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কফি ত্বকের স্বাস্থ্যকর বৃদ্ধিকে উন্নত করতে সাহায্য করে। আবার ইন্টারন্যাশনাল জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত তথ্য বলছে, যাঁরা নিয়মিত কফি পান কিংবা কফি ব্যবহার করেন, শরীরে তাঁদের বয়সজনিত দাগ কম।
কফি ও মধু
একটি পাত্রে এক টেবিল চামচ কফি পাউডারে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে। চোখের চারপাশ এড়িয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে মাস্কটি ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই মাস্ক ত্বক ময়শ্চারাইজ করে এবং বলিরেখা, শুষ্কতা কিংবা কালো দাগের মতো বয়সজনিত লক্ষণ কমানোর জন্য ভালো কাজ করে।
কফি ও দুধ
কফি ও দুধের মাস্ক তৈরি করতে এক টেবিল চামচ কফি এবং এক কিংবা দুই টেবিল চামচ দুধ নিতে হবে। এই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি এই মাস্ক ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
কফি, হলুদ ও দই
একটি পাত্রে এক টেবিল চামচ করে কফি পাউডার, হলুদ ও দই মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ তৈরি করতে হবে। পেস্টটি মুখে সমানভাবে দিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে হালকা সার্কেল ম্যাসাজ করে এই মাস্ক মুখ থেকে তুলে ফেলতে হবে।
পুরুষদের বয়স যত বাড়ে, নিজেদের প্রতি খেয়াল নেওয়া যেন তত কমতে থাকে। বয়স ৪০ বছর পার করার পর পুরুষদের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই বয়সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, মাঝেমধ্যে ব্যায়াম, উৎকণ্ঠা নিয়ন্ত্রণসহ কিছু ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি
১২ ঘণ্টা আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ইউভিআই তিনের বেশি হলে সূর্যরশ্মি থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশ্বের অনেক জনপ্রিয় ভ্রমণ গন্তব্য আছে, যেখানে নিয়মিতভাবে ইউভিআই থাকে ৮ থেকে ১১-এর মধ্যে। এতে ত্বকের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।
১৩ ঘণ্টা আগেমেঘবালিকারা ছুটছে। পরির মতোই ছুটছে। এখন তাদের ছোটার দিন। চরাচর ছাপিয়ে চোখ ভিজিয়ে অভিমান দেখানোর দিন। পরি বলে কথা!
১ দিন আগেবর্ষাকাল শুরু হয়েছে। এখন আক্ষরিক অর্থেই ঝরবে ঝুম বৃষ্টি। এ সময় খিচুড়ি না খেলে কি চলে? বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে ইলিশ খাওয়ার চল আছে আমাদের দেশে। কিন্তু স্বাদ খানিক বদলে নেওয়া গেলে বৃষ্টির তোড়ে ভেসে আসা ঠান্ডা বাতাসে পাঁচফোড়ন বাগার দেওয়ার সুবাস খুব একটা খারাপ লাগবে না। বলতে চাইছি...
১ দিন আগে