কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার রূপচর্চার কথা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে কে-কালচার হিসেবে। দক্ষিণ কোরিয়ার মতো চীনও লাইফস্টাইল ও রূপচর্চার জন্য পৃথিবী বিখ্যাত। এই দুটি বিষয়ে চীনের রয়েছে হাজার বছরের বেশি সময়ের ইতিহাস। এগুলোর ওপর ভিত্তি করেই চীনের নারীরা অটুট সৌন্দর্য ধরে রেখেছেন।
সামাজিক মাধ্যমের প্রবল প্রতাপের এই যুগে মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছে চায়নিজ রূপচর্চার প্রাকৃতিক উপায় এবং উপাদান। এগুলোই দিয়েছে চায়নিজ নারীদের দ্যুতিময় ঝলমলে ত্বক। এগুলোকে চায়নিজ নারীদের সৌন্দর্যের গোপন রহস্য বললেও ভুল হবে না। প্রাচীন চায়নিজ সৌন্দর্য ট্রিটমেন্ট খুবই ফলপ্রসূ। চায়নিজ রূপচর্চায় ব্যবহৃত পদ্ধতি সহজ এবং এতে ব্যবহৃত উপকরণ সহজলভ্য।

ত্বকের টোনারে: চালের পানি
চায়নিজ নারীরা তাঁদের বেশির ভাগ সৌন্দর্যপণ্য বাড়িতে প্রস্তুত করার চেষ্টা করেন। ত্বকের টোনার হিসেবে তাঁরা ব্যবহার করেন চালের পানি। এটি সব রান্নাঘরে থাকে। চাল ও পানি দিয়ে এই টোনার তৈরি করা হয়।
চালের পানি টোনারের রেসিপি
একটি ছোট বাটিতে পরিমাণমতো অপরিষ্কার চাল নিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মিশ্রণটি নাড়লে দেখা যাবে পানি দুধের মতো সাদা হয়ে গেছে। ছেঁকে পানি আলাদা করে ফেলুন। দুধের মতো সেই পানি টোনার হিসেবে ব্যবহার করুন। এটি চীনের অন্যতম সেরা সৌন্দর্য-রহস্য।

মুখত্বক উজ্জ্বলে: ডিমের সাদা অংশ
মুখের ত্বকে চায়নিজ রূপবিশেষজ্ঞরা ডিমের সাদা অংশ ব্যবহারের পরামর্শ দেন। এই উপাদান সবার ঘরেই থাকে। খুব কম সময়ে এটি মুখে ব্যবহার করা সম্ভব অন্য কোনো উপাদান ছাড়াই।
প্যাক বানাবেন যেভাবে
দুটি ডিম ও দুই ফোঁটা এসেনশিয়াল অয়েল। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে একটি বাটিতে ফেটিয়ে নিন। ডিমের গন্ধ কারও কাছে অস্বস্তিকর হতে পারে। তাই দুফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। ডিমের সাদা অংশটি ঘন না হওয়া পর্যন্ত ফেটাতে থাকুন। মুখ ও গলায় ডিমের সাদা অংশ ভালোভাবে ম্যাসাজ করে ১৫ মিনিটের মতো রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর চাইলে চালের পানি টোনার দিয়ে টোনিং করা যেতে পারে।

বয়সের ছাপ দূর করে: কাঠবাদামের দুধ
কাঠবাদামের দুধ বাজারে কিনতে পাওয়া যায়। বয়স্ক নারীরা, যাঁদের ফাইন লাইন ও বলিরেখা আছে, তাঁরা চায়নিজ নারীদের ব্যবহৃত বাদামের দুধের ঘরোয়া উপাদানটি ব্যবহার করতে পারেন। এটি অ্যান্টি-এজিং হিসেবে পরিচিত। বাদামের দুধের সঙ্গে আরও দুটি উপকরণ ব্যবহার করতে হবে এই অ্যান্টি-এজিং মুখের প্যাক তৈরি করতে। এই দুটি অবশ্য রান্নাঘরে সহজে পাওয়া যায়।
যেভাবে প্যাক বানাবেন
ছোট বাটিতে কাঠবাদামের দুধ, এক চা-চামচ মধু আর এক চা-চামচ হলুদ মিশিয়ে নিন। প্যাকটি শুকনো মনে হলে আরও বাদামের দুধ যোগ করতে পারেন। হলুদ পাউডার অতিরিক্ত যোগ করবেন না। মুখের ওপর বাদামের দুধের প্যাক মাখিয়ে নিন। তারপর ফ্যানের বাতাসে শুকিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করলে বয়সের ছাপ কমানোর ক্ষেত্রে একটি প্রকৃত পরিবর্তন আসবে।

ত্বক উজ্জ্বল করতে: পুদিনাপাতার পেস্ট
পুদিনাপাতার পেস্ট বাড়িতে তৈরি করা খুব সহজ। এটি যেকোনো ধরনের ত্বকে ব্যবহার করা যাবে। উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত ত্বক পেতে এবং ত্বকের রং উন্নত করতে এটি ব্যবহার করে চায়নিজ নারীরা। তবে পেস্টটি তৈরি করার ক্ষেত্রে তাজা পুদিনাপাতা ব্যবহার করা উচিত। এটি তৈরির পর সংরক্ষণ না করে একবারেই ব্যবহার করতে হবে। তাই এমন পরিমাণে পুদিনাপাতার পেস্ট তৈরি করতে হবে, যা একবার ব্যবহারের পর শেষ করা যায়।
পেস্ট তৈরি করবেন যেভাবে
প্রয়োজনীয় তাজা পুদিনাপাতা পিষে বা ব্লেন্ড করে নিন। এটি শুকনো দেখালে একটু পানি যোগ করতে হবে। আবার ফেটিয়ে এর সঠিক মিশ্রণ বানিয়ে ফেলতে হবে। লক্ষ রাখতে হবে, পাতা যেন মিহি হয়ে যায়। এটি পুরো শরীরে মেখে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। শুকিয়ে গেলে এই পেস্ট ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার রূপচর্চার কথা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে কে-কালচার হিসেবে। দক্ষিণ কোরিয়ার মতো চীনও লাইফস্টাইল ও রূপচর্চার জন্য পৃথিবী বিখ্যাত। এই দুটি বিষয়ে চীনের রয়েছে হাজার বছরের বেশি সময়ের ইতিহাস। এগুলোর ওপর ভিত্তি করেই চীনের নারীরা অটুট সৌন্দর্য ধরে রেখেছেন।
সামাজিক মাধ্যমের প্রবল প্রতাপের এই যুগে মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছে চায়নিজ রূপচর্চার প্রাকৃতিক উপায় এবং উপাদান। এগুলোই দিয়েছে চায়নিজ নারীদের দ্যুতিময় ঝলমলে ত্বক। এগুলোকে চায়নিজ নারীদের সৌন্দর্যের গোপন রহস্য বললেও ভুল হবে না। প্রাচীন চায়নিজ সৌন্দর্য ট্রিটমেন্ট খুবই ফলপ্রসূ। চায়নিজ রূপচর্চায় ব্যবহৃত পদ্ধতি সহজ এবং এতে ব্যবহৃত উপকরণ সহজলভ্য।

ত্বকের টোনারে: চালের পানি
চায়নিজ নারীরা তাঁদের বেশির ভাগ সৌন্দর্যপণ্য বাড়িতে প্রস্তুত করার চেষ্টা করেন। ত্বকের টোনার হিসেবে তাঁরা ব্যবহার করেন চালের পানি। এটি সব রান্নাঘরে থাকে। চাল ও পানি দিয়ে এই টোনার তৈরি করা হয়।
চালের পানি টোনারের রেসিপি
একটি ছোট বাটিতে পরিমাণমতো অপরিষ্কার চাল নিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মিশ্রণটি নাড়লে দেখা যাবে পানি দুধের মতো সাদা হয়ে গেছে। ছেঁকে পানি আলাদা করে ফেলুন। দুধের মতো সেই পানি টোনার হিসেবে ব্যবহার করুন। এটি চীনের অন্যতম সেরা সৌন্দর্য-রহস্য।

মুখত্বক উজ্জ্বলে: ডিমের সাদা অংশ
মুখের ত্বকে চায়নিজ রূপবিশেষজ্ঞরা ডিমের সাদা অংশ ব্যবহারের পরামর্শ দেন। এই উপাদান সবার ঘরেই থাকে। খুব কম সময়ে এটি মুখে ব্যবহার করা সম্ভব অন্য কোনো উপাদান ছাড়াই।
প্যাক বানাবেন যেভাবে
দুটি ডিম ও দুই ফোঁটা এসেনশিয়াল অয়েল। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে একটি বাটিতে ফেটিয়ে নিন। ডিমের গন্ধ কারও কাছে অস্বস্তিকর হতে পারে। তাই দুফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। ডিমের সাদা অংশটি ঘন না হওয়া পর্যন্ত ফেটাতে থাকুন। মুখ ও গলায় ডিমের সাদা অংশ ভালোভাবে ম্যাসাজ করে ১৫ মিনিটের মতো রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর চাইলে চালের পানি টোনার দিয়ে টোনিং করা যেতে পারে।

বয়সের ছাপ দূর করে: কাঠবাদামের দুধ
কাঠবাদামের দুধ বাজারে কিনতে পাওয়া যায়। বয়স্ক নারীরা, যাঁদের ফাইন লাইন ও বলিরেখা আছে, তাঁরা চায়নিজ নারীদের ব্যবহৃত বাদামের দুধের ঘরোয়া উপাদানটি ব্যবহার করতে পারেন। এটি অ্যান্টি-এজিং হিসেবে পরিচিত। বাদামের দুধের সঙ্গে আরও দুটি উপকরণ ব্যবহার করতে হবে এই অ্যান্টি-এজিং মুখের প্যাক তৈরি করতে। এই দুটি অবশ্য রান্নাঘরে সহজে পাওয়া যায়।
যেভাবে প্যাক বানাবেন
ছোট বাটিতে কাঠবাদামের দুধ, এক চা-চামচ মধু আর এক চা-চামচ হলুদ মিশিয়ে নিন। প্যাকটি শুকনো মনে হলে আরও বাদামের দুধ যোগ করতে পারেন। হলুদ পাউডার অতিরিক্ত যোগ করবেন না। মুখের ওপর বাদামের দুধের প্যাক মাখিয়ে নিন। তারপর ফ্যানের বাতাসে শুকিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করলে বয়সের ছাপ কমানোর ক্ষেত্রে একটি প্রকৃত পরিবর্তন আসবে।

ত্বক উজ্জ্বল করতে: পুদিনাপাতার পেস্ট
পুদিনাপাতার পেস্ট বাড়িতে তৈরি করা খুব সহজ। এটি যেকোনো ধরনের ত্বকে ব্যবহার করা যাবে। উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত ত্বক পেতে এবং ত্বকের রং উন্নত করতে এটি ব্যবহার করে চায়নিজ নারীরা। তবে পেস্টটি তৈরি করার ক্ষেত্রে তাজা পুদিনাপাতা ব্যবহার করা উচিত। এটি তৈরির পর সংরক্ষণ না করে একবারেই ব্যবহার করতে হবে। তাই এমন পরিমাণে পুদিনাপাতার পেস্ট তৈরি করতে হবে, যা একবার ব্যবহারের পর শেষ করা যায়।
পেস্ট তৈরি করবেন যেভাবে
প্রয়োজনীয় তাজা পুদিনাপাতা পিষে বা ব্লেন্ড করে নিন। এটি শুকনো দেখালে একটু পানি যোগ করতে হবে। আবার ফেটিয়ে এর সঠিক মিশ্রণ বানিয়ে ফেলতে হবে। লক্ষ রাখতে হবে, পাতা যেন মিহি হয়ে যায়। এটি পুরো শরীরে মেখে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। শুকিয়ে গেলে এই পেস্ট ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
১০ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৬ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৮ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১ দিন আগে