
ফেসবুকে প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের চিন্তাভাবনা, ছবি, ভিডিও, খবর, ও অন্যান্য তথ্য শেয়ার করে। আপনি যদি একটি পেজ বা ব্যক্তিগত প্রোফাইল থেকে ফেসবুকে পোস্ট করেন, তবে আপনার পোস্টটি যে দর্শকদের কাছে পৌঁছাবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সঠিক অডিয়েন্সের কাছে পোস্ট পৌঁছালে আপনি আপনার উদ্দেশ্য সহজেই অর্জন করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতেও অনেক পোস্ট পাবলিক না করে কেবল ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়।
ফেসবুক পোস্টের অডিয়েন্স পরিবর্তন দুভাবে করা যায়। একবারে ডিফল্টভাবে অডিয়েন্স সেট করে বা প্রতিবার পোস্টের সময় অডিয়েন্স পরিবর্তন করে।
ডিফল্ট হিসেবে অডিয়েন্স পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
২. এরপর ওপরের ডান দিকে কোনায় থাকা আপনার প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. এখন স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৪. এবার ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘টুলস অ্যান্ড রিসোর্সেস’ সেকশনে নিচে থাকা ‘ডিফল্ট অডিয়েন্স সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৬. এই পেজ থেকে আপনি পোস্টটির অডিয়েন্স নির্বাচন করতে পারবেন। এখানে ‘অনলি মি’, ‘ফ্রেন্ডস’, ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’ অপশন থাকবে। তবে প্রোফাইল লক করা থাকলে পাবলিক অপশন দেখা যাবে না। এ ছাড়া কাস্টম লিস্ট আগে থেকে তৈরি করা থাকলে সেটিও ‘সি মোর’ অপশনের ভেতরে থাকবে।
৭. এখন প্রয়োজনমতো অডিয়েন্সের ওপর ট্যাপ করে তা নির্বাচন করুন।
৮. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৯. সবশেষে ‘ডান’ বাটন ট্যাপ করুন।
একটি পোস্টের অডিয়েন্স পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ওপরের দিকে থাকা ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ অপশনে ট্যাপ করুন।
৩. এবার পছন্দমতো পোস্ট টাইপ করুন ও ছবি যুক্ত করুন।
৪. এখন ওপরের দিকে ডিফল্ট অডিয়েন্স দেখা যাবে। (অনলি মি, ফ্রেন্ডস, পাবলিক, ফ্রেন্ডস এক্সসেপ্ট)
৫. এখন ডিফল্ট অডিয়েন্স অপশনে ট্যাপ করুন। ফলে অডিয়েন্স পরিবর্তনের অপশন দেখা যাবে। এবার কাঙ্ক্ষিত অডিয়েন্সের ওপর ট্যাপ করুন।
৬. ডান অপশনে ট্যাপ করুন।
৭. এরপর ডান কোনায় ওপরের দিকে থাকা ‘পোস্ট’ অপশনে ট্যাপ করুন। এভাবেই পোস্টটি কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাবে।

ফেসবুকে প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের চিন্তাভাবনা, ছবি, ভিডিও, খবর, ও অন্যান্য তথ্য শেয়ার করে। আপনি যদি একটি পেজ বা ব্যক্তিগত প্রোফাইল থেকে ফেসবুকে পোস্ট করেন, তবে আপনার পোস্টটি যে দর্শকদের কাছে পৌঁছাবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সঠিক অডিয়েন্সের কাছে পোস্ট পৌঁছালে আপনি আপনার উদ্দেশ্য সহজেই অর্জন করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতেও অনেক পোস্ট পাবলিক না করে কেবল ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়।
ফেসবুক পোস্টের অডিয়েন্স পরিবর্তন দুভাবে করা যায়। একবারে ডিফল্টভাবে অডিয়েন্স সেট করে বা প্রতিবার পোস্টের সময় অডিয়েন্স পরিবর্তন করে।
ডিফল্ট হিসেবে অডিয়েন্স পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
২. এরপর ওপরের ডান দিকে কোনায় থাকা আপনার প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. এখন স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৪. এবার ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন ‘টুলস অ্যান্ড রিসোর্সেস’ সেকশনে নিচে থাকা ‘ডিফল্ট অডিয়েন্স সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৬. এই পেজ থেকে আপনি পোস্টটির অডিয়েন্স নির্বাচন করতে পারবেন। এখানে ‘অনলি মি’, ‘ফ্রেন্ডস’, ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’ অপশন থাকবে। তবে প্রোফাইল লক করা থাকলে পাবলিক অপশন দেখা যাবে না। এ ছাড়া কাস্টম লিস্ট আগে থেকে তৈরি করা থাকলে সেটিও ‘সি মোর’ অপশনের ভেতরে থাকবে।
৭. এখন প্রয়োজনমতো অডিয়েন্সের ওপর ট্যাপ করে তা নির্বাচন করুন।
৮. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৯. সবশেষে ‘ডান’ বাটন ট্যাপ করুন।
একটি পোস্টের অডিয়েন্স পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ওপরের দিকে থাকা ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ অপশনে ট্যাপ করুন।
৩. এবার পছন্দমতো পোস্ট টাইপ করুন ও ছবি যুক্ত করুন।
৪. এখন ওপরের দিকে ডিফল্ট অডিয়েন্স দেখা যাবে। (অনলি মি, ফ্রেন্ডস, পাবলিক, ফ্রেন্ডস এক্সসেপ্ট)
৫. এখন ডিফল্ট অডিয়েন্স অপশনে ট্যাপ করুন। ফলে অডিয়েন্স পরিবর্তনের অপশন দেখা যাবে। এবার কাঙ্ক্ষিত অডিয়েন্সের ওপর ট্যাপ করুন।
৬. ডান অপশনে ট্যাপ করুন।
৭. এরপর ডান কোনায় ওপরের দিকে থাকা ‘পোস্ট’ অপশনে ট্যাপ করুন। এভাবেই পোস্টটি কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাবে।

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৬ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৭ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
১৯ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
২১ ঘণ্টা আগে