আজকের পত্রিকা ডেস্ক

ডিজিটাল যুগে একটি কার্যকর অনলাইন কমিউনিটি তৈরির মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেসবুক গ্রুপ। এটি শুধু বন্ধুদের সঙ্গে সংযোগ স্থাপন নয়, বরং একটি নির্দিষ্ট বিষয়ের চারপাশে আগ্রহী মানুষদের একত্রিত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। তবে একটি গ্রুপ সফলভাবে চালানোর জন্য প্রয়োজন সঠিক মডারেশন ও নিয়মিত তদারকি। এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গ্রুপে পোস্ট অনুমোদন বা অ্যাপ্রুভাল।
ফেসবুক গ্রুপে পোস্ট অনুমোদন করার প্রক্রিয়া বেশ সহজ হলেও এই ব্যাপারে সঠিক ধারণা নেই অনেকের। গ্রুপ অ্যাডমিনদের জন্য পোস্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যাতে গ্রুপের গুণমান বজায় থাকে এবং অপ্রয়োজনীয় বা অপ্রীতিকর কনটেন্ট এড়িয়ে চলা যায়।
যেকোনো গ্রুপের জন্য তার সদস্যরা যে ধরনের পোস্ট করবেন, তা যেন গ্রুপের মূল উদ্দেশ্য ও নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করার জন্য পোস্টের অনুমোদনের ফিচারটি চালু রাখতে হয়।
ফিচারটি চালু থাকলে ফেসবুক গ্রুপে কোনো সদস্য একটি পোস্ট দিলে তা সরাসরি গ্রুপে প্রকাশ না হয়ে প্রথমে মডারেটর বা অ্যাডমিনের অনুমোদনের জন্য অপেক্ষমাণ অবস্থায় থাকে (যদি গ্রুপ সেটিংসে পোস্ট অ্যাপ্রুভাল চালু থাকে)। এটি গ্রুপে অপ্রাসঙ্গিক, ক্ষতিকর বা স্প্যাম কনটেন্ট ছড়ানো রোধে সহায়ক ভূমিকা রাখে।
ফেসবুক পোস্টের অনুমোদন দেবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।
৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৭. এবার ‘পেনডিং অ্যাপ্রুভালস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নতুন পেজ চালু হবে।
৮. এই পেজে গ্রুপ সদস্যদের পোস্টগুলো দেখা যাবে।
৯. যে পোস্ট গ্রুপে প্রকাশ করার জন্য অনুমতি দিতে চান, তার নিচের অ্যাপ্রুভ বাটনে ট্যাপ করুন।
আর পোস্টটি গ্রুপের নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ হলে ‘ডিকলাইন’ বাটনে ট্যাপ করুন। ফলে পোস্টটি গ্রুপে প্রকাশ পাবে না। পোস্টদাতা একটি নোটিফিকেশন পেতে পারেন।
ডিকলাইন করার সময় একটি কারণ দিতে পারেন। সে ক্ষেত্রে পোস্টদাতা দেখতে পারবেন কেন তাঁর পোস্টটি অনুমোদন করা হয়নি।

ডিজিটাল যুগে একটি কার্যকর অনলাইন কমিউনিটি তৈরির মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেসবুক গ্রুপ। এটি শুধু বন্ধুদের সঙ্গে সংযোগ স্থাপন নয়, বরং একটি নির্দিষ্ট বিষয়ের চারপাশে আগ্রহী মানুষদের একত্রিত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। তবে একটি গ্রুপ সফলভাবে চালানোর জন্য প্রয়োজন সঠিক মডারেশন ও নিয়মিত তদারকি। এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গ্রুপে পোস্ট অনুমোদন বা অ্যাপ্রুভাল।
ফেসবুক গ্রুপে পোস্ট অনুমোদন করার প্রক্রিয়া বেশ সহজ হলেও এই ব্যাপারে সঠিক ধারণা নেই অনেকের। গ্রুপ অ্যাডমিনদের জন্য পোস্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যাতে গ্রুপের গুণমান বজায় থাকে এবং অপ্রয়োজনীয় বা অপ্রীতিকর কনটেন্ট এড়িয়ে চলা যায়।
যেকোনো গ্রুপের জন্য তার সদস্যরা যে ধরনের পোস্ট করবেন, তা যেন গ্রুপের মূল উদ্দেশ্য ও নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করার জন্য পোস্টের অনুমোদনের ফিচারটি চালু রাখতে হয়।
ফিচারটি চালু থাকলে ফেসবুক গ্রুপে কোনো সদস্য একটি পোস্ট দিলে তা সরাসরি গ্রুপে প্রকাশ না হয়ে প্রথমে মডারেটর বা অ্যাডমিনের অনুমোদনের জন্য অপেক্ষমাণ অবস্থায় থাকে (যদি গ্রুপ সেটিংসে পোস্ট অ্যাপ্রুভাল চালু থাকে)। এটি গ্রুপে অপ্রাসঙ্গিক, ক্ষতিকর বা স্প্যাম কনটেন্ট ছড়ানো রোধে সহায়ক ভূমিকা রাখে।
ফেসবুক পোস্টের অনুমোদন দেবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।
৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৭. এবার ‘পেনডিং অ্যাপ্রুভালস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নতুন পেজ চালু হবে।
৮. এই পেজে গ্রুপ সদস্যদের পোস্টগুলো দেখা যাবে।
৯. যে পোস্ট গ্রুপে প্রকাশ করার জন্য অনুমতি দিতে চান, তার নিচের অ্যাপ্রুভ বাটনে ট্যাপ করুন।
আর পোস্টটি গ্রুপের নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ হলে ‘ডিকলাইন’ বাটনে ট্যাপ করুন। ফলে পোস্টটি গ্রুপে প্রকাশ পাবে না। পোস্টদাতা একটি নোটিফিকেশন পেতে পারেন।
ডিকলাইন করার সময় একটি কারণ দিতে পারেন। সে ক্ষেত্রে পোস্টদাতা দেখতে পারবেন কেন তাঁর পোস্টটি অনুমোদন করা হয়নি।

জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১৩ ঘণ্টা আগে
নতুন বছর মানে পুরোনো জীর্ণতা পেছনে ফেলে নতুন শুরুর অঙ্গীকার। সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি চিরন্তন সত্য। বছরের শুরুতে আমরা অনেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত থাকি। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম তিন মাসে বিবাহবিচ্ছেদের আবেদন পড়ে সবচেয়ে বেশি।
১৪ ঘণ্টা আগে
শীতে একবার হলেও হাঁসের মাংস খাওয়া হবে না, তা কি হয়? এত দিনেও যাঁরা হাঁসের মাংস রান্না করি করি করে রাঁধতে পারেননি, তাঁরা নতুন বছরের শুরুতে না হয় রেঁধে ফেলুন। শীতের রাতে পোলাও বা খিচুড়ির সঙ্গে অথবা রুমালি রুটি বা চালের আটার রুটি দিয়ে হাঁসের ঝাল ভুনা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না! আপনাদের জন্য...
১৬ ঘণ্টা আগে
নিজ গ্রামের বাইরে বিয়ে করলে গুনতে হবে জরিমানা! এমন আইনের কথা কি শুনেছেন? কিংবা ধরুন বিয়ে নিবন্ধন না করে একসঙ্গে বসবাস করলেও গুনতে হবে অর্থ। আবার বিয়ের আগে গর্ভবতী হলে কিংবা বিয়ের পর ১০ মাসের কম সময়ের মধ্যে সন্তান জন্ম দিলেও গুনতে হবে জরিমানার অর্থ! ২০২৬ সালে এসে এমন আইনের কথা শুনলে...
১৮ ঘণ্টা আগে