
সাশ্রয়ী দাম ও নকশার কারণে অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহারকরীদের কাছে স্যামসাংয়ের ট্যাবগুলো ব্যাপক জনপ্রিয়। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-ও গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ফ্যান এডিশনের (এফই) অংশ হিসেবে বাজারে নিয়ে এসেছে স্যামসাং।
একই সঙ্গে স্যামসাংয়ের এয়ারফোন গ্যালাক্সি বাডস এফই ছাড়া হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই—দুটি ট্যাবেই সেলুলার নেটওয়ার্কের ৫জি ব্যবহারের সুবিধা ও এস পেন রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ও গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ও রং
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজের দাম ৪৯৯ ডলার থেকে শুরু হবে। ট্যাবলেটগুলো গ্রে (ধূসর), ল্যাভেন্ডার (হালকা বেগুনি), মিন্ট (সবুজ) ও সিলভার (রুপালি) রঙে পাওয়া যাবে। গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ৯৯ ডলার এবং এটি সাদা ও গ্রাফাইট রঙে পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফইয়ের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১০ দশমিক ৯ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৮০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি বাডস এফই-এর স্পেসিপিকেশন
গ্যালাক্সি বাডস এফই একটি ওয়ারলেস স্টেরিও (টিডব্লিউএস) এয়ারবাডস। এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। এয়ারবাডসটির ডিজাইন স্যামসাংয়ের আগের ডিজাইনের মত। তবে এবারের বাডসে এএনসির সমর্থন রয়েছে।
বাডসটিতে টাচ কন্ট্রোল রয়েছে, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করা যাবে। এতে আইপিএক্স ২ স্প্ল্যাস রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ হালকা পানির ঝাপটায় হেডফোনটির ক্ষতি হবে না।

সাশ্রয়ী দাম ও নকশার কারণে অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহারকরীদের কাছে স্যামসাংয়ের ট্যাবগুলো ব্যাপক জনপ্রিয়। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-ও গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ফ্যান এডিশনের (এফই) অংশ হিসেবে বাজারে নিয়ে এসেছে স্যামসাং।
একই সঙ্গে স্যামসাংয়ের এয়ারফোন গ্যালাক্সি বাডস এফই ছাড়া হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই—দুটি ট্যাবেই সেলুলার নেটওয়ার্কের ৫জি ব্যবহারের সুবিধা ও এস পেন রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ও গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ও রং
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজের দাম ৪৯৯ ডলার থেকে শুরু হবে। ট্যাবলেটগুলো গ্রে (ধূসর), ল্যাভেন্ডার (হালকা বেগুনি), মিন্ট (সবুজ) ও সিলভার (রুপালি) রঙে পাওয়া যাবে। গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ৯৯ ডলার এবং এটি সাদা ও গ্রাফাইট রঙে পাওয়া যাবে।
গ্যালাক্সি ট্যাব এস৯ এফইয়ের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১০ দশমিক ৯ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৮০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১
চিপসেট: এক্সিনোস ১৩৮০
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৬
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
গ্যালাক্সি বাডস এফই-এর স্পেসিপিকেশন
গ্যালাক্সি বাডস এফই একটি ওয়ারলেস স্টেরিও (টিডব্লিউএস) এয়ারবাডস। এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। এয়ারবাডসটির ডিজাইন স্যামসাংয়ের আগের ডিজাইনের মত। তবে এবারের বাডসে এএনসির সমর্থন রয়েছে।
বাডসটিতে টাচ কন্ট্রোল রয়েছে, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করা যাবে। এতে আইপিএক্স ২ স্প্ল্যাস রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ হালকা পানির ঝাপটায় হেডফোনটির ক্ষতি হবে না।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
৩ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
৯ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে