
১০ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি ও বিশাল ডিসপ্লের ট্যাবলেট প্যাড ৬ এস প্রো. নিয়ে এল শাওমি।
গতকাল বৃহস্পতিবার শাওমি ১৪ আল্ট্রা মডেলের সঙ্গে ট্যাবের এই মডেলটি উন্মোচন করা হয়।
এতে অক্টাকোর স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পেছনে দুটি ক্যামেরা রয়েছে। ট্যাবটি স্মার্ট টাচ কিবোর্ড ও স্ট্যাইলাস সমর্থন করবে।
রং: ট্যাবটি কালো, আকাশি ও হালকা সবুজ রঙে পাওয়া যাবে।
শাওমি প্যাড ৬ এসের দাম
ট্যাবটি চারটি র্যাম ও ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ৫৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৪ হাজার ৪৯৯ চীনা ইউয়ান।
স্মার্ট কিবোর্ড ও শাওমি ফোকাস স্টাইলাস আলাদাভাবে কিনতে হবে। কিবোর্ডটির দাম ৬৪৯ চীনা ইউয়ান ও স্টাইলাসটির দাম ৪৯৯ চীনা ইউয়ান।
শাওমি প্যাড ৬ এস প্রোর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ওভি ৩২সি সেন্সর, ১০৮০ পি ভিডিও রেকর্ডের সমর্থন দেবে।
আয়তন: ২৭৮.৭০ এমএম x ১৯১.৫৮ এমএম x ৬.২৬ এমএম
ওজন: ৫৯০ গ্রাম
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (৩,০৪৮ x ২,০৩২ পিক্সেলস)
বাইটনেস লেভেল: ৯০০ নিটস
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
অপারেটিং সিস্টেম: হাইপারওএসভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
স্পিকার: কোয়াড স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট
রঙ: কালো, আকাশি ও হালকা সবুজ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

১০ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি ও বিশাল ডিসপ্লের ট্যাবলেট প্যাড ৬ এস প্রো. নিয়ে এল শাওমি।
গতকাল বৃহস্পতিবার শাওমি ১৪ আল্ট্রা মডেলের সঙ্গে ট্যাবের এই মডেলটি উন্মোচন করা হয়।
এতে অক্টাকোর স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পেছনে দুটি ক্যামেরা রয়েছে। ট্যাবটি স্মার্ট টাচ কিবোর্ড ও স্ট্যাইলাস সমর্থন করবে।
রং: ট্যাবটি কালো, আকাশি ও হালকা সবুজ রঙে পাওয়া যাবে।
শাওমি প্যাড ৬ এসের দাম
ট্যাবটি চারটি র্যাম ও ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৩ হাজার ৫৯৯ চীনা ইউয়ান।
১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান।
১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম–৪ হাজার ৪৯৯ চীনা ইউয়ান।
স্মার্ট কিবোর্ড ও শাওমি ফোকাস স্টাইলাস আলাদাভাবে কিনতে হবে। কিবোর্ডটির দাম ৬৪৯ চীনা ইউয়ান ও স্টাইলাসটির দাম ৪৯৯ চীনা ইউয়ান।
শাওমি প্যাড ৬ এস প্রোর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ওভি ৩২সি সেন্সর, ১০৮০ পি ভিডিও রেকর্ডের সমর্থন দেবে।
আয়তন: ২৭৮.৭০ এমএম x ১৯১.৫৮ এমএম x ৬.২৬ এমএম
ওজন: ৫৯০ গ্রাম
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (৩,০৪৮ x ২,০৩২ পিক্সেলস)
বাইটনেস লেভেল: ৯০০ নিটস
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
অপারেটিং সিস্টেম: হাইপারওএসভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
স্পিকার: কোয়াড স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ১২০ ওয়াট
রঙ: কালো, আকাশি ও হালকা সবুজ
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
৩ ঘণ্টা আগে
এখন শীতকাল। শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রান্নাঘর এর মধ্যে অন্যতম। বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের বড় কারণও এটি। যেকোনোভাবেই হোক, অসাবধানতাবশত এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
৪ ঘণ্টা আগে
আজ অফিসে এমনভাবে প্রবেশ করবেন যেন আপনিই কোম্পানির মালিক। কিন্তু লাঞ্চের আগেই বস আপনাকে এমন সব ফাইলের পাহাড় দেবে যে সেই ‘সিংহ’ ভাবটা মুহূর্তেই ‘ভেজা বেড়াল’-এ পরিণত হবে। সহকর্মীদের থেকে সাবধান, তারা আপনার টিফিনের ওপর নজর রেখেছে!
৪ ঘণ্টা আগেমনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
৫ ঘণ্টা আগে