
বহুল কাঙ্ক্ষিত শাওমি ১৪ আলট্রা স্মার্টফোনের ডিজাইন ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে। শাওমি আলট্রার ফাঁস হওয়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ফোনটির পেছন কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে। আর চামড়ার ওপরেই একটি বিশাল বড় ক্যামেরা বাম্প (যেখানে ক্যামেরার লেন্স সুসজ্জিত থাকে) থাকবে। শাওমি ১৪ সিরিজের বাকি মডেলগুলোর সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে বলা হয়, শাওমি ১৪ আলট্রা ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ফোনটির ক্যামেরা বাম্পটি গোলাকার ও শাওমির ১৩ আলট্রা মডেলের তুলনায় মোটা হবে। ক্যামেরার লেন্সগুলোর সঙ্গে লেসিয়া ব্র্যান্ডের নাম লেখা রয়েছে। অর্থাৎ ক্যামেরায় লেসিয়া ব্র্যান্ডের লেন্স ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত ছবি জানা যায়, শাওমি ১৪ আলট্রা মডেলের ডানপাশে ভলিউম ও পাওয়ার বাটন থাকবে। আর ইউএসবি সি পোর্ট, স্পিকার ও প্রাইমারি মাইক্রোফোন ফোনের নিচের দিকে থাকবে।
আগের বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুসারে, শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম + ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
সবচেয়ে বড় স্টোরেজের সংস্করণটি টাইটানিয়াম, সাদা ও নীল রঙে আসতে পারে। এর মধ্যে সাদা রংয়ের সংস্করণে পেছনটি কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে ও নীল রঙের সংস্করণে গ্লাস বা কাচ ব্যবহার করা হতে পারে।
শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণগুলো শুধু সাদা ও কালো রঙে পাওয়া যেতে পারে।
দাম
শাওমি ১৪ আলট্রা মডেলটির দাম ৭ হাজার ২৯৯ চীনা ইউয়ান। আর টাইটানিয়াম সংস্করণটির দাম ৭ হাজার ৭৯৯ চীনা ইউয়ান হতে পারে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

বহুল কাঙ্ক্ষিত শাওমি ১৪ আলট্রা স্মার্টফোনের ডিজাইন ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে। শাওমি আলট্রার ফাঁস হওয়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ফোনটির পেছন কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে। আর চামড়ার ওপরেই একটি বিশাল বড় ক্যামেরা বাম্প (যেখানে ক্যামেরার লেন্স সুসজ্জিত থাকে) থাকবে। শাওমি ১৪ সিরিজের বাকি মডেলগুলোর সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে বলা হয়, শাওমি ১৪ আলট্রা ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ফোনটির ক্যামেরা বাম্পটি গোলাকার ও শাওমির ১৩ আলট্রা মডেলের তুলনায় মোটা হবে। ক্যামেরার লেন্সগুলোর সঙ্গে লেসিয়া ব্র্যান্ডের নাম লেখা রয়েছে। অর্থাৎ ক্যামেরায় লেসিয়া ব্র্যান্ডের লেন্স ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত ছবি জানা যায়, শাওমি ১৪ আলট্রা মডেলের ডানপাশে ভলিউম ও পাওয়ার বাটন থাকবে। আর ইউএসবি সি পোর্ট, স্পিকার ও প্রাইমারি মাইক্রোফোন ফোনের নিচের দিকে থাকবে।
আগের বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুসারে, শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম + ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
সবচেয়ে বড় স্টোরেজের সংস্করণটি টাইটানিয়াম, সাদা ও নীল রঙে আসতে পারে। এর মধ্যে সাদা রংয়ের সংস্করণে পেছনটি কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে ও নীল রঙের সংস্করণে গ্লাস বা কাচ ব্যবহার করা হতে পারে।
শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণগুলো শুধু সাদা ও কালো রঙে পাওয়া যেতে পারে।
দাম
শাওমি ১৪ আলট্রা মডেলটির দাম ৭ হাজার ২৯৯ চীনা ইউয়ান। আর টাইটানিয়াম সংস্করণটির দাম ৭ হাজার ৭৯৯ চীনা ইউয়ান হতে পারে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
৪ ঘণ্টা আগে
এখন শীতকাল। শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রান্নাঘর এর মধ্যে অন্যতম। বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের বড় কারণও এটি। যেকোনোভাবেই হোক, অসাবধানতাবশত এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
৫ ঘণ্টা আগে
আজ অফিসে এমনভাবে প্রবেশ করবেন যেন আপনিই কোম্পানির মালিক। কিন্তু লাঞ্চের আগেই বস আপনাকে এমন সব ফাইলের পাহাড় দেবে যে সেই ‘সিংহ’ ভাবটা মুহূর্তেই ‘ভেজা বেড়াল’-এ পরিণত হবে। সহকর্মীদের থেকে সাবধান, তারা আপনার টিফিনের ওপর নজর রেখেছে!
৫ ঘণ্টা আগেমনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
৬ ঘণ্টা আগে