
বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।

বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।

বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
৩ ঘণ্টা আগে
বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৯ ঘণ্টা আগে