
ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।

ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।

গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
৫ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ তুঙ্গে! প্রযুক্তির সহায়তায় ব্যবসায় একদম রকেটের গতিতে উন্নতি করবেন। অফিসে বসের প্রিয়পাত্র হতে পারেন, তবে সহকর্মীদের হিংসা থেকে সাবধান। স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের যোগ আছে।
৮ ঘণ্টা আগে