অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
৪ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
৭ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে