Ajker Patrika

দেশের বাজারে সনির নতুন হেডফোন ১০০০ এক্সএমসিক্স নিয়ে এল সনি-স্মার্ট

বিজ্ঞপ্তি
দেশের বাজারে সনির নতুন হেডফোন ১০০০ এক্সএমসিক্স নিয়ে এল সনি-স্মার্ট

দেশের বাজারে উন্মোচিত হলো সনির ওয়্যারলেস ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যানসেলেশন এআই টেকনোলজির হেডফোন ১০০০ এক্সএমসিক্স। আনুষ্ঠানিকভাবে পণ্যটি বাজারে এনেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগের পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে হেডফোনটি উন্মোচন করা হয়। এ সময় প্রি-অর্ডার করা গ্রাহকদের হাতে উপহারসহ হেডফোন হস্তান্তর করে সনি-স্মার্ট।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক তানভীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার, সাজিয়া সুলতানা পুতুল, সাব্বির জামান, শাহরিয়ার রাফাত, বিউটি খান ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সেরা দশ জান্নাতুল ফেরদৌস অন্বেষা উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং জনাব আজাদ রহমান, সনি-স্মার্টের বিভিন্ন স্তরের ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে জানানো হয়, সনির এই হেডফোন অত্যাধুনিক নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি নিয়ে এসেছে, যা নতুন ডুয়াল প্রসেসর (কিউএনটু + ভিথ্রি) প্রসেসর ও ১২টি মাইক্রোফোন ব্যবহার করে আশপাশের শব্দ নিখুঁতভাবে ব্লক করে দেয়। এতে রয়েছে ৩০ মিমি কার্বন ফাইবার ড্রাইভার, এলডিএসি ও ডিএসইই এক্সট্রিম প্রযুক্তি, যা উচ্চমানের অডিও উপভোগে সাহায্য করে। এ ছাড়া কলের সময় ছয়টি মাইক্রোফোন ও বিটারফর্মিং প্রযুক্তির মাধ্যমে ভয়েস একদম পরিষ্কার শোনা যায় অপর প্রান্ত থেকে। হেডফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার অবস্থান বুঝে সেটিংস অ্যাডজাস্ট করতে পারে এবং ৩৬০ রিয়েলিটি অডিও ও হেড ট্র্যাকিং বা জেশ্চারের মাধ্যমে আরও জীবন্ত অডিও অভিজ্ঞতা দেয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যানসেলিং প্রযুক্তির এই হেডফোন একসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে কানেক্ট হতে পারে। এ ছাড়া এই ওভার হেড হেডফোন এলই অডিও ও অরাকাস্ট সাপোর্টেড ডিভাইস। হেডফোনটি মাত্র ৩ মিনিট চার্জ দিলেই ৩ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় আর একবার ফুল চার্জে চলে প্রায় ৩০ ঘণ্টা। উন্নতমানের ভেগান লেদার হেডব্যান্ড ও ভাঁজ করা ডিজাইনের কারণে এটি আরামদায়ক ও সহজে বহনযোগ্য। হেডফোনটি ব্ল‍্যাক, প্ল্যাটিনাম সিলভার ও মিডনাইট ব্লু—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।

সনি-স্মার্টের পক্ষ থেকে জানানো হয়, ৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট ডিজিটাল ওয়াচ, স্মার্ট ইয়ার বাড, ১০ হাজার এমএএইচ ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, অ্যাকসেসরিজ পাউচের মতো পাঁচটি নিশ্চিত উপহার এবং আরও সারপ্রাইজ গিফট তাঁদের বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিকস পণ্য ও সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা দেওয়ার লক্ষ্যে দেশের ইলেকট্রনিকস বাজারে দৃঢ়প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

লন্ডনে চিকিৎসা যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন, তালিকায় ছয় চিকিৎসক ও দুই এসএসএফ

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

ঢাকার তিনটিসহ আরও ২৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি থাকল

মড়ার ওপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ