নাদিয়া নাতাশা

বিন্নি চালের নারকেলি পায়েস
উপকরণ
বিন্নি ধানের চাল ১ থেকে ২ কাপ, দুধ ২ লিটার, গুঁড়া দুধ আধা কাপ, এলাচি দানা বা এলাচি গুঁড়া ১ থেকে ২টি অথবা ১ চিমটি, দারুচিনি ১টি, নারকেল কোরানো আধা কাপ থেকে ১ কাপ, কাজুবাদাম ১০ থেকে ১২টি, পেস্তাবাদাম ১০ থেকে ১২টি, কাঠবাদাম ৫ থেকে ৬টি, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি
বিন্নি ধানের চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন চালগুলোকে। একটি প্যানে পরিমাণমতো দুধ নিয়ে ভালোভাবে জ্বাল দিন। মিডিয়াম আঁচে রাখুন। দুধ ফুটতে শুরু করলে তাতে বিন্নি ধানের চাল দিন। দুধের মধ্যে একে একে গুঁড়া দুধ, এলাচি, দারুচিনি দিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে আবারও জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দিতে দিতে যখন অর্ধেক হয়ে আসবে, তখন চুলার আঁচ কমিয়ে দিন। একটি চামচ দিয়ে অল্প কয়েকটি চাল উঠিয়ে দেখে নিন সেগুলো ভালোমতো সেদ্ধ হয়েছে কি না। এবার অন্য একটি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে নিন। চুলার আঁচ একদম অল্প রাখুন। প্যানে ১ চামচ পরিমাণ ঘি ঢেলে দিন। ঘিতে কোরানো নারকেল দিয়ে দিন। নেড়েচেড়ে হালকা করে ভেঁজে নিন। দুধ দেওয়া পাত্রটিতে ভাজা নারকেলগুলো দিয়ে দিন। ভালোভাবে নেড়েচেড়ে নিন আবারও। তারপর বাদাম ছড়িয়ে দিন। আবার নেড়ে নিন। ওপরে কোরানো নারকেল বা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিন্নি চালের নারকেলি পায়েস।
নবাবি সেমাই
উপকরণ
২৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ১ কেজি দুধ, ২০০ গ্রাম মিল্ক পাউডার, কর্ণফ্লাওয়ার তিন চামচ, ক্রিম ৫০ গ্রাম, বাদামকুচি ইচ্ছেমতো।
প্রণালি
কড়াইতে ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভেজে নিন। এবার চিনিগুঁড়া এবং মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে ভেজে নিন। অন্য কড়াইয়ে ঘন
করে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর গুঁড়া দুধ দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে ঘন হয়ে ক্রিম ভাব এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ভাজা সেমাই দিন। তার ওপরে ক্রিম দিন। তার ওপর সেমাই দিন। সবার ওপরে বাদামকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
উপকরণ
গুঁড়া দুধ ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, সুজি ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, ডিম ১টি, বেকিং পাউডার ১ চা-চামচ, সিরার জন্য সামান্য পরিমাণ জিরোক্যাল, পানি ২ কাপ, জাফরান সামান্য, তেল ভাজার জন্য ১ কাপ।
মালাইয়ের জন্য
দুধ ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপের
৪ ভাগের ১ ভাগ, ডানো ক্রিম
২ টেবিল চামচ, সাজানোর জন্য পেস্তাবাদাম কুচি।
প্রণালি
পানি ও চিনি এক সঙ্গে করে জ্বাল দিন। চিনি গলে গেলে জাফরান দিয়ে নামিয়ে রেখে দিন। শুকনো সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ডিম ফেটে নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নরম ডো তৈরি করে নিন। হালকা তেল বা ঘি হাতে লাগিয়ে ছোট লম্বা আকৃতির ১৪টি বল বানান। এবার একদম কম আঁচে সব কটা মিষ্টি একবারে দিয়ে ভেজে নিন। সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন। এবার ভাজা মিষ্টি সিরায় দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে জাল দিন। চুলা বন্ধ করে মিষ্টি সিরায় রেখে দিন। ২ ঘণ্টা পর সিরা থেকে তুলে নিন। অন্য একটি প্যানে মালাইয়ের জন্য সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপর অল্প আঁচে রান্না করুন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে পাইপিং ব্যাগে ভরে নিন। মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে মাঝখানে পাইপিং ব্যাগের সাহায্য মালাই দিতে হবে। সব হয়ে গেলে ওপরে পেস্তাবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বিন্নি চালের নারকেলি পায়েস
উপকরণ
বিন্নি ধানের চাল ১ থেকে ২ কাপ, দুধ ২ লিটার, গুঁড়া দুধ আধা কাপ, এলাচি দানা বা এলাচি গুঁড়া ১ থেকে ২টি অথবা ১ চিমটি, দারুচিনি ১টি, নারকেল কোরানো আধা কাপ থেকে ১ কাপ, কাজুবাদাম ১০ থেকে ১২টি, পেস্তাবাদাম ১০ থেকে ১২টি, কাঠবাদাম ৫ থেকে ৬টি, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি
বিন্নি ধানের চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন চালগুলোকে। একটি প্যানে পরিমাণমতো দুধ নিয়ে ভালোভাবে জ্বাল দিন। মিডিয়াম আঁচে রাখুন। দুধ ফুটতে শুরু করলে তাতে বিন্নি ধানের চাল দিন। দুধের মধ্যে একে একে গুঁড়া দুধ, এলাচি, দারুচিনি দিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে আবারও জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দিতে দিতে যখন অর্ধেক হয়ে আসবে, তখন চুলার আঁচ কমিয়ে দিন। একটি চামচ দিয়ে অল্প কয়েকটি চাল উঠিয়ে দেখে নিন সেগুলো ভালোমতো সেদ্ধ হয়েছে কি না। এবার অন্য একটি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে নিন। চুলার আঁচ একদম অল্প রাখুন। প্যানে ১ চামচ পরিমাণ ঘি ঢেলে দিন। ঘিতে কোরানো নারকেল দিয়ে দিন। নেড়েচেড়ে হালকা করে ভেঁজে নিন। দুধ দেওয়া পাত্রটিতে ভাজা নারকেলগুলো দিয়ে দিন। ভালোভাবে নেড়েচেড়ে নিন আবারও। তারপর বাদাম ছড়িয়ে দিন। আবার নেড়ে নিন। ওপরে কোরানো নারকেল বা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিন্নি চালের নারকেলি পায়েস।
নবাবি সেমাই
উপকরণ
২৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ১ কেজি দুধ, ২০০ গ্রাম মিল্ক পাউডার, কর্ণফ্লাওয়ার তিন চামচ, ক্রিম ৫০ গ্রাম, বাদামকুচি ইচ্ছেমতো।
প্রণালি
কড়াইতে ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভেজে নিন। এবার চিনিগুঁড়া এবং মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে ভেজে নিন। অন্য কড়াইয়ে ঘন
করে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর গুঁড়া দুধ দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে ঘন হয়ে ক্রিম ভাব এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ভাজা সেমাই দিন। তার ওপরে ক্রিম দিন। তার ওপর সেমাই দিন। সবার ওপরে বাদামকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
উপকরণ
গুঁড়া দুধ ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, সুজি ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, ডিম ১টি, বেকিং পাউডার ১ চা-চামচ, সিরার জন্য সামান্য পরিমাণ জিরোক্যাল, পানি ২ কাপ, জাফরান সামান্য, তেল ভাজার জন্য ১ কাপ।
মালাইয়ের জন্য
দুধ ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপের
৪ ভাগের ১ ভাগ, ডানো ক্রিম
২ টেবিল চামচ, সাজানোর জন্য পেস্তাবাদাম কুচি।
প্রণালি
পানি ও চিনি এক সঙ্গে করে জ্বাল দিন। চিনি গলে গেলে জাফরান দিয়ে নামিয়ে রেখে দিন। শুকনো সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ডিম ফেটে নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নরম ডো তৈরি করে নিন। হালকা তেল বা ঘি হাতে লাগিয়ে ছোট লম্বা আকৃতির ১৪টি বল বানান। এবার একদম কম আঁচে সব কটা মিষ্টি একবারে দিয়ে ভেজে নিন। সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন। এবার ভাজা মিষ্টি সিরায় দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে জাল দিন। চুলা বন্ধ করে মিষ্টি সিরায় রেখে দিন। ২ ঘণ্টা পর সিরা থেকে তুলে নিন। অন্য একটি প্যানে মালাইয়ের জন্য সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপর অল্প আঁচে রান্না করুন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে পাইপিং ব্যাগে ভরে নিন। মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে মাঝখানে পাইপিং ব্যাগের সাহায্য মালাই দিতে হবে। সব হয়ে গেলে ওপরে পেস্তাবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
২ ঘণ্টা আগে
২০২৬ সূর্যের বছর। সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৬ সালের সংখ্যাগুলো যোগ করলে তার যোগফল হয় ১০। আবার ১০ এর যোগফল হয় ১। অর্থাৎ ২০২৬ সালের সংখ্যাতাত্ত্বিক মান ১, জ্যোতিষশাস্ত্রে যা সূর্যের প্রতীক। ফলে এ বছরকে বলা হচ্ছে সূর্যের বছর। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নতুন সূচনার প্রতিনিধিত্ব করে। এর ফলে বছরটি...
৪ ঘণ্টা আগে
ফুলকপি দিয়ে তারকারি রান্না ছাড়াও বিকেলের স্ন্যাকস তৈরি করতে পারেন। কেবল ফুলকপির পাকোড়া নয়, বানিয়ে ফেলা যাবে কাটলেটও। আপনাদের জন্য ফুলকপি ও মাছের কাটলেটের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর...
৬ ঘণ্টা আগে
আপনি আজ এতটাই উদ্যমী যে মনে হবে একাই পুরো এভারেস্ট জয় করে ফেলবেন। বাড়ির যে আলমারিটা পাঁচ বছর ধরে পরিষ্কার করা হয়নি, আজ হঠাৎ সেটা নিয়ে পড়ে থাকবেন। কর্মক্ষেত্রে আপনার গতি দেখে সহকর্মীরা ভাববে কোনো এনার্জি ড্রিংক খেয়ে এসেছেন।
৭ ঘণ্টা আগে