ফারহীমা ফারুক তূর্ণা

দোকান থেকে তো সব সময়ই কেক কিনে এনে খাওয়া হয়, তবে চাইলে ঘরেও তৈরি করতে পারেন সুস্বাদু ফ্রুট কেক। ঘরে থাকা নানা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা সম্ভব এই কেক। দেখে নিন রেসিপি।
উপকরণ
ডিম ২টি, ময়দা ১ কাপ, সাদা তেল ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স দেড় চা-চামচ, চিনি আধা কাপ, শুকনো ফল বা ড্রাই ফ্রুট, যেমন চেরি, কাজু, কিশমিশ, পেস্তা ও কাঠবাদাম এবং মোরব্বা মিলে ১ কাপ, মেকিং পাউডার আধা চা-চামচ, মেকিং সোডা পরিমাণমতো।
প্রণালি
প্রথমে আধা কাপ পানি গরম করে শুকনো ফলগুলো ঘণ্টা খানিক ভিজিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ময়দা, মেকিং সোডা, মেকিং পাউডার, লবণ ভালো করে মিশিয়ে চালনিতে চেলে নিন। এবার আর কেটি পাত্রে দুইটি ডিমের সাদা অংশ নিয়ে বিশ্ব করে নিন। বাসায় বিচার মেশিন না থাকলে কাটে চামচ দিয়ে ভালো ভাবে ফেটে নিন, যতক্ষণ পর্যন্ত না ফোম হয়। এরপর চিনি মিশিয়ে ধীরে ধীরে সেই ডিমের ফোমের সঙ্গে সাদা তেল, ভ্যানিলা এসেন্স এবং ডিমের কুসুম মিশিয়ে আবারও ভালো করে বিশ্ব বা ফেটিয়ে নিন। তারপর সেই মিশ্রণে ভিজিয়ে রাখা শুকনো ফল দিয়ে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তাতে চেলে রাখা ময়দার মিশ্রণ দিয়ে আরও একবার আলতো করে নাড়ুন, যাতে দানা দানা না থাকে। এবার একটি কেকের ছাঁচে মাখন বা তেল ব্রাশ করে, মেকিং পেপার বিছিয়ে নিন। তারপর ঢেলে দিন মিশ্রণটুকু। এবার পাত্রটিকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে ৪ মিনিটের মতো বেক করুন। মাইক্রোওয়েভ না থাকলে চুলায়ও এই কেক বানানো যায়। ৪ মিনিট পর একটি টুথপিক দিয়ে পরীক্ষা করুন কেক হয়েছে কি না। টুথপিক যদি পরিষ্কার ভাবে বের হয়, তাহলে কেকটি নামিয়ে ঠান্ডা করে স্লাইস করে কেটে নিন। সবচেয়ে ভালো হয় এক ঘণ্টার জন্য কেকটি ফ্রিজে রাখলে। এতে করে কাটতে সুবিধা হবে।

দোকান থেকে তো সব সময়ই কেক কিনে এনে খাওয়া হয়, তবে চাইলে ঘরেও তৈরি করতে পারেন সুস্বাদু ফ্রুট কেক। ঘরে থাকা নানা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা সম্ভব এই কেক। দেখে নিন রেসিপি।
উপকরণ
ডিম ২টি, ময়দা ১ কাপ, সাদা তেল ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স দেড় চা-চামচ, চিনি আধা কাপ, শুকনো ফল বা ড্রাই ফ্রুট, যেমন চেরি, কাজু, কিশমিশ, পেস্তা ও কাঠবাদাম এবং মোরব্বা মিলে ১ কাপ, মেকিং পাউডার আধা চা-চামচ, মেকিং সোডা পরিমাণমতো।
প্রণালি
প্রথমে আধা কাপ পানি গরম করে শুকনো ফলগুলো ঘণ্টা খানিক ভিজিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ময়দা, মেকিং সোডা, মেকিং পাউডার, লবণ ভালো করে মিশিয়ে চালনিতে চেলে নিন। এবার আর কেটি পাত্রে দুইটি ডিমের সাদা অংশ নিয়ে বিশ্ব করে নিন। বাসায় বিচার মেশিন না থাকলে কাটে চামচ দিয়ে ভালো ভাবে ফেটে নিন, যতক্ষণ পর্যন্ত না ফোম হয়। এরপর চিনি মিশিয়ে ধীরে ধীরে সেই ডিমের ফোমের সঙ্গে সাদা তেল, ভ্যানিলা এসেন্স এবং ডিমের কুসুম মিশিয়ে আবারও ভালো করে বিশ্ব বা ফেটিয়ে নিন। তারপর সেই মিশ্রণে ভিজিয়ে রাখা শুকনো ফল দিয়ে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তাতে চেলে রাখা ময়দার মিশ্রণ দিয়ে আরও একবার আলতো করে নাড়ুন, যাতে দানা দানা না থাকে। এবার একটি কেকের ছাঁচে মাখন বা তেল ব্রাশ করে, মেকিং পেপার বিছিয়ে নিন। তারপর ঢেলে দিন মিশ্রণটুকু। এবার পাত্রটিকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে ৪ মিনিটের মতো বেক করুন। মাইক্রোওয়েভ না থাকলে চুলায়ও এই কেক বানানো যায়। ৪ মিনিট পর একটি টুথপিক দিয়ে পরীক্ষা করুন কেক হয়েছে কি না। টুথপিক যদি পরিষ্কার ভাবে বের হয়, তাহলে কেকটি নামিয়ে ঠান্ডা করে স্লাইস করে কেটে নিন। সবচেয়ে ভালো হয় এক ঘণ্টার জন্য কেকটি ফ্রিজে রাখলে। এতে করে কাটতে সুবিধা হবে।

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
১০ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৫ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৭ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
২১ ঘণ্টা আগে