জীবনধারা ডেস্ক

সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন ‘আম্বানি ঝড়’। ফেসবুক রিলে একের পর এক ভেসে আসছেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। আসছে সালমান, শাহরুখ ও আমির খানের একসঙ্গে নাচের ছবি, সংবাদ ও ভিডিও। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে শুধু খানেরাই আসেননি, এসেছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো মানুষও। ছিলেন পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আর ছিলেন প্যান ইন্ডিয়ান মুভি তারকারা। তাঁদের পোশাকের ঝলকানি নিয়ে এই আয়োজন।
নিজেকে আইকনিক নারী হিসেবে বরাবরই প্রমাণ করেছেন বেবো। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন তিনি হাজির হয়েছিলেন বাদামি রঙের শিমারি সিকুইন করা শাড়ি পরে। শাড়ির নকশা করেছিলেন মনিষ মলহোত্রা। কপালের মাঝখানে সিঁথি কেটে টানটান করে বাঁধা খোঁপা ও মিনিমাল মেকআপেই দ্য়ুতি ছড়াচ্ছিলেন তিনি।
রানি মুখার্জি হাজির হয়েছিলেন একরঙা লাল সিল্কের শাড়িতে। সঙ্গে ছিল একই রঙের একই কাপড়ের লো কাট ব্লাউজ। ব্লো ডাই করা খোলা চুল ও গলায় সবুজ পাথরের নেকলেসে জ্বলজ্বল করছিল তাঁর স্নিগ্ধ রূপ।
হবু বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং পরেছিলেন একে অন্য়ের বিপরীত রং। দীপিকার পরনে ছিল বেইজরঙা লেহেঙ্গা। আর রণবীর পরেছিলেন কালো রঙের এথনিক পোশাক।
রণলিয়াও হাজির হয়েছিলেন কনট্রাস্ট লুকে। বেইজ ও সোনালিরঙা লেহেঙ্গায় আলিয়া ও নেভি ব্লু এথনিক লুকে ধরা দিয়েছিলেন রণবীর।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল জাহ্নবী কাপুর ও শিকর পাহাড়িয়া প্রেম করে বেড়াচ্ছেন। অনন্ত আম্বানির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তাঁরা। সঙ্গে ছিলেন ভাই অর্জুন কাপুর। জাহ্নবীর পরনে ছিল বেগুনিরঙা ভারতীয় পোশাক। সাদামাটা মেকআপ ও হেয়ারাস্টাইলে বরাবরের মতোই নজর কেড়েছিলেন তিনি।
সোনম কাপুর মানেই ডিজাইনার ড্রেস। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকা তিনি। কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। এই বিয়েতে তাঁর সর্বশেষ লুকটি ছিল মনে রাখার মতো। পেস্তা সবুজ ও রানি গোলাপি রঙের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে হাজির হয়েছিলেন তিনি। জমকালো পোশাক, এথনিক জুয়েলারি ও বেণীঘেরা হেয়ারস্টাইলে অনবদ্য ছিল তাঁর রূপ।
প্রি ওয়েডিং ফেস্টিভ্যালের তৃতীয় দিন শাহরুখকন্যা সুহানা পরেছিলেন বেইজরঙা অর্নামেন্টেড শাড়ি। অফ শোল্ডার ব্লাউজ আর মিনিমাল মেকআপে উঠতি এই নায়িকা জানান দিচ্ছিলেন, তিনি আর সেই ছোট্টটি নেই! সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মফেয়ার

সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন ‘আম্বানি ঝড়’। ফেসবুক রিলে একের পর এক ভেসে আসছেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। আসছে সালমান, শাহরুখ ও আমির খানের একসঙ্গে নাচের ছবি, সংবাদ ও ভিডিও। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে শুধু খানেরাই আসেননি, এসেছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো মানুষও। ছিলেন পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আর ছিলেন প্যান ইন্ডিয়ান মুভি তারকারা। তাঁদের পোশাকের ঝলকানি নিয়ে এই আয়োজন।
নিজেকে আইকনিক নারী হিসেবে বরাবরই প্রমাণ করেছেন বেবো। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন তিনি হাজির হয়েছিলেন বাদামি রঙের শিমারি সিকুইন করা শাড়ি পরে। শাড়ির নকশা করেছিলেন মনিষ মলহোত্রা। কপালের মাঝখানে সিঁথি কেটে টানটান করে বাঁধা খোঁপা ও মিনিমাল মেকআপেই দ্য়ুতি ছড়াচ্ছিলেন তিনি।
রানি মুখার্জি হাজির হয়েছিলেন একরঙা লাল সিল্কের শাড়িতে। সঙ্গে ছিল একই রঙের একই কাপড়ের লো কাট ব্লাউজ। ব্লো ডাই করা খোলা চুল ও গলায় সবুজ পাথরের নেকলেসে জ্বলজ্বল করছিল তাঁর স্নিগ্ধ রূপ।
হবু বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং পরেছিলেন একে অন্য়ের বিপরীত রং। দীপিকার পরনে ছিল বেইজরঙা লেহেঙ্গা। আর রণবীর পরেছিলেন কালো রঙের এথনিক পোশাক।
রণলিয়াও হাজির হয়েছিলেন কনট্রাস্ট লুকে। বেইজ ও সোনালিরঙা লেহেঙ্গায় আলিয়া ও নেভি ব্লু এথনিক লুকে ধরা দিয়েছিলেন রণবীর।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল জাহ্নবী কাপুর ও শিকর পাহাড়িয়া প্রেম করে বেড়াচ্ছেন। অনন্ত আম্বানির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তাঁরা। সঙ্গে ছিলেন ভাই অর্জুন কাপুর। জাহ্নবীর পরনে ছিল বেগুনিরঙা ভারতীয় পোশাক। সাদামাটা মেকআপ ও হেয়ারাস্টাইলে বরাবরের মতোই নজর কেড়েছিলেন তিনি।
সোনম কাপুর মানেই ডিজাইনার ড্রেস। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকা তিনি। কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। এই বিয়েতে তাঁর সর্বশেষ লুকটি ছিল মনে রাখার মতো। পেস্তা সবুজ ও রানি গোলাপি রঙের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে হাজির হয়েছিলেন তিনি। জমকালো পোশাক, এথনিক জুয়েলারি ও বেণীঘেরা হেয়ারস্টাইলে অনবদ্য ছিল তাঁর রূপ।
প্রি ওয়েডিং ফেস্টিভ্যালের তৃতীয় দিন শাহরুখকন্যা সুহানা পরেছিলেন বেইজরঙা অর্নামেন্টেড শাড়ি। অফ শোল্ডার ব্লাউজ আর মিনিমাল মেকআপে উঠতি এই নায়িকা জানান দিচ্ছিলেন, তিনি আর সেই ছোট্টটি নেই! সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মফেয়ার

২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৩ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
৫ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
১০ ঘণ্টা আগে