
কিছুদিন আগেও আনিশা রোসনাহ নামটি ব্রুনেইয়ে অচেনাই ছিল। এখন তিনি সেখানকার আলোচিত নাম। কারণ, তিনি এশিয়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বা সবচেয়ে যোগ্য পাত্রকে বিয়ে করছেন। তিনি আর কেউ নন, ব্রুনেইয়ের রাজপুত্র আবদুল মতিন।
৩২ বছর বয়সী এই যুবক বিশ্বের ধনী রাজাদের অন্যতম সুলতান হাসানাল বলকিয়াহর চতুর্থ ছেলে। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে, সুলতান বলকিয়াহর মোট সম্পদ প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা (১ ডলার সমান ১২০ টাকা)।
আনিশা রোসনাহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রধান উপদেষ্টার নাতনি। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। আনিশা ফ্যাশন ব্র্যান্ড সিল্ক কালেকটিভের মালিক এবং পর্যটন কোম্পানি অথেনরিরারির সহপ্রতিষ্ঠাতা।
গত জানুয়ারিতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের দৃষ্টিনন্দন ও আইকনিক স্থাপত্য সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদে। বিয়ের এই আনুষ্ঠানিকতা চলছিল ১০ দিন।
প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত আবদুল মতিনকে ইংল্যান্ডের রাজপুত্র হ্যারির সঙ্গে তুলনা করা হয়। তিনি ইনস্টাগ্রামে সক্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়নেরও বেশি। মতিন প্রায়ই নিজের রোমাঞ্চকর কার্যকলাপ ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ জন্য তাঁকে অনেকেই হলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।
এই রাজপুত্র হেলিকপ্টারের পাইলট, রয়্যাল ব্রুনেই এয়ার ফোর্সের একজন মেজর এবং একজন পেশাদার পোলো খেলোয়াড়। তাঁর লাইফস্টাইল ইনস্টাগ্রাম অনুসারীদের আকৃষ্ট করে। যুদ্ধবিমান উড়ানো, স্পিডবোট রেসিং এবং শরীর চর্চার পর তাঁর পোজ দেওয়ার মুহূর্তগুলো উপভোগ করেন অনুসারীরা।

কিছুদিন আগেও আনিশা রোসনাহ নামটি ব্রুনেইয়ে অচেনাই ছিল। এখন তিনি সেখানকার আলোচিত নাম। কারণ, তিনি এশিয়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বা সবচেয়ে যোগ্য পাত্রকে বিয়ে করছেন। তিনি আর কেউ নন, ব্রুনেইয়ের রাজপুত্র আবদুল মতিন।
৩২ বছর বয়সী এই যুবক বিশ্বের ধনী রাজাদের অন্যতম সুলতান হাসানাল বলকিয়াহর চতুর্থ ছেলে। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে, সুলতান বলকিয়াহর মোট সম্পদ প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা (১ ডলার সমান ১২০ টাকা)।
আনিশা রোসনাহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রধান উপদেষ্টার নাতনি। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। আনিশা ফ্যাশন ব্র্যান্ড সিল্ক কালেকটিভের মালিক এবং পর্যটন কোম্পানি অথেনরিরারির সহপ্রতিষ্ঠাতা।
গত জানুয়ারিতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের দৃষ্টিনন্দন ও আইকনিক স্থাপত্য সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদে। বিয়ের এই আনুষ্ঠানিকতা চলছিল ১০ দিন।
প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত আবদুল মতিনকে ইংল্যান্ডের রাজপুত্র হ্যারির সঙ্গে তুলনা করা হয়। তিনি ইনস্টাগ্রামে সক্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়নেরও বেশি। মতিন প্রায়ই নিজের রোমাঞ্চকর কার্যকলাপ ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ জন্য তাঁকে অনেকেই হলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।
এই রাজপুত্র হেলিকপ্টারের পাইলট, রয়্যাল ব্রুনেই এয়ার ফোর্সের একজন মেজর এবং একজন পেশাদার পোলো খেলোয়াড়। তাঁর লাইফস্টাইল ইনস্টাগ্রাম অনুসারীদের আকৃষ্ট করে। যুদ্ধবিমান উড়ানো, স্পিডবোট রেসিং এবং শরীর চর্চার পর তাঁর পোজ দেওয়ার মুহূর্তগুলো উপভোগ করেন অনুসারীরা।

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
৩ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
৪ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
৬ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
১০ ঘণ্টা আগে