কিছুদিন আগেও আনিশা রোসনাহ নামটি ব্রুনেইয়ে অচেনাই ছিল। এখন তিনি সেখানকার আলোচিত নাম। কারণ, তিনি এশিয়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বা সবচেয়ে যোগ্য পাত্রকে বিয়ে করছেন। তিনি আর কেউ নন, ব্রুনেইয়ের রাজপুত্র আবদুল মতিন।
৩২ বছর বয়সী এই যুবক বিশ্বের ধনী রাজাদের অন্যতম সুলতান হাসানাল বলকিয়াহর চতুর্থ ছেলে। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে, সুলতান বলকিয়াহর মোট সম্পদ প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা (১ ডলার সমান ১২০ টাকা)।
আনিশা রোসনাহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রধান উপদেষ্টার নাতনি। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। আনিশা ফ্যাশন ব্র্যান্ড সিল্ক কালেকটিভের মালিক এবং পর্যটন কোম্পানি অথেনরিরারির সহপ্রতিষ্ঠাতা।
গত জানুয়ারিতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের দৃষ্টিনন্দন ও আইকনিক স্থাপত্য সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদে। বিয়ের এই আনুষ্ঠানিকতা চলছিল ১০ দিন।
প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত আবদুল মতিনকে ইংল্যান্ডের রাজপুত্র হ্যারির সঙ্গে তুলনা করা হয়। তিনি ইনস্টাগ্রামে সক্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়নেরও বেশি। মতিন প্রায়ই নিজের রোমাঞ্চকর কার্যকলাপ ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ জন্য তাঁকে অনেকেই হলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।
এই রাজপুত্র হেলিকপ্টারের পাইলট, রয়্যাল ব্রুনেই এয়ার ফোর্সের একজন মেজর এবং একজন পেশাদার পোলো খেলোয়াড়। তাঁর লাইফস্টাইল ইনস্টাগ্রাম অনুসারীদের আকৃষ্ট করে। যুদ্ধবিমান উড়ানো, স্পিডবোট রেসিং এবং শরীর চর্চার পর তাঁর পোজ দেওয়ার মুহূর্তগুলো উপভোগ করেন অনুসারীরা।
কিছুদিন আগেও আনিশা রোসনাহ নামটি ব্রুনেইয়ে অচেনাই ছিল। এখন তিনি সেখানকার আলোচিত নাম। কারণ, তিনি এশিয়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বা সবচেয়ে যোগ্য পাত্রকে বিয়ে করছেন। তিনি আর কেউ নন, ব্রুনেইয়ের রাজপুত্র আবদুল মতিন।
৩২ বছর বয়সী এই যুবক বিশ্বের ধনী রাজাদের অন্যতম সুলতান হাসানাল বলকিয়াহর চতুর্থ ছেলে। ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুসারে, সুলতান বলকিয়াহর মোট সম্পদ প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা (১ ডলার সমান ১২০ টাকা)।
আনিশা রোসনাহ ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রধান উপদেষ্টার নাতনি। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। আনিশা ফ্যাশন ব্র্যান্ড সিল্ক কালেকটিভের মালিক এবং পর্যটন কোম্পানি অথেনরিরারির সহপ্রতিষ্ঠাতা।
গত জানুয়ারিতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল ব্রুনেইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের দৃষ্টিনন্দন ও আইকনিক স্থাপত্য সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদে। বিয়ের এই আনুষ্ঠানিকতা চলছিল ১০ দিন।
প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত আবদুল মতিনকে ইংল্যান্ডের রাজপুত্র হ্যারির সঙ্গে তুলনা করা হয়। তিনি ইনস্টাগ্রামে সক্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়নেরও বেশি। মতিন প্রায়ই নিজের রোমাঞ্চকর কার্যকলাপ ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ জন্য তাঁকে অনেকেই হলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।
এই রাজপুত্র হেলিকপ্টারের পাইলট, রয়্যাল ব্রুনেই এয়ার ফোর্সের একজন মেজর এবং একজন পেশাদার পোলো খেলোয়াড়। তাঁর লাইফস্টাইল ইনস্টাগ্রাম অনুসারীদের আকৃষ্ট করে। যুদ্ধবিমান উড়ানো, স্পিডবোট রেসিং এবং শরীর চর্চার পর তাঁর পোজ দেওয়ার মুহূর্তগুলো উপভোগ করেন অনুসারীরা।
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
৪ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১০ ঘণ্টা আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
১ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
১ দিন আগে