রিদা মুনাম হক

সানগ্লাস পরা যাঁদের অভ্যাস, তাঁরা রঙিন এই চশমা ছাড়া যেন বাইরে বের হতে পারেন না! আর গরমকাল হলে তো কথাই নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে সানগ্লাস ব্যবহার জরুরি। তবে শুধু ব্র্যান্ড কিংবা মানে ভালো সানগ্লাস কিনে পরে ফেললেই তো হয় না। অনেকে ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের সানগ্লাস কিনে ফেলেন। কিন্তু পরে দেখা যায়, সেটি তাঁকে আর মানাচ্ছে না। রঙিন চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী ফ্রেম বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চার কোনা, হৃৎপিণ্ডের আকার এবং হীরার আকৃতির হয়। তবে মুখের আকৃতি অনুযায়ী সানগ্লাসের ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখে মানায় আয়তাকার ফ্রেম
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার এবং চিক বোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন ফ্রেমের সানগ্লাস বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার সানগ্লাস গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনোই গোল মুখে ছোট বা গোল ফ্রেমের সানগ্লাস পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটা ঢেকে ফেলে।
ডিম্বাকার মুখে মানায় সবই
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিক বোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। সব ধরনের সানগ্লাস ওভাল বা ডিম্বাকার মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। চাইলে এ ধরনের মুখে চার কোনা, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের সানগ্লাস ব্যবহার করা যায়।
হীরা বা ডায়মন্ড আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিক বোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই কিংবা ডিম্বাকৃতির ফ্রেমের সানগ্লাস এ ধরনের মুখে ভারসাম্য তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীদের চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো।
পানপাতা আকৃতির মুখে
যাঁদের মুখ পানপাতার মতো অর্থাৎ হৃৎপিণ্ড বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে; কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। এ ধরনের মুখের জন্য জুতসই ছোট ফ্রেমের সানগ্লাস। ডিম্বাকৃতির রিমলেস অথবা সেমি-রিমলেস সানগ্লাস এই মুখের আদলকে করে তুলতে পারে আকর্ষণীয়।
চার কোনা মুখের জন্য
স্কয়ার বা চার কোনা মুখের জ-লাইন, চিক বোন এবং কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের সানগ্লাস স্কয়ার বা চার কোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চার কোনা মুখে স্কয়ার চশমা পরতে যাবেন না। একদম মানাবে না কিন্তু!
সূত্র: সিনেট ও অন্যান্য

সানগ্লাস পরা যাঁদের অভ্যাস, তাঁরা রঙিন এই চশমা ছাড়া যেন বাইরে বের হতে পারেন না! আর গরমকাল হলে তো কথাই নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে সানগ্লাস ব্যবহার জরুরি। তবে শুধু ব্র্যান্ড কিংবা মানে ভালো সানগ্লাস কিনে পরে ফেললেই তো হয় না। অনেকে ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের সানগ্লাস কিনে ফেলেন। কিন্তু পরে দেখা যায়, সেটি তাঁকে আর মানাচ্ছে না। রঙিন চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী ফ্রেম বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চার কোনা, হৃৎপিণ্ডের আকার এবং হীরার আকৃতির হয়। তবে মুখের আকৃতি অনুযায়ী সানগ্লাসের ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখে মানায় আয়তাকার ফ্রেম
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার এবং চিক বোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন ফ্রেমের সানগ্লাস বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার সানগ্লাস গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনোই গোল মুখে ছোট বা গোল ফ্রেমের সানগ্লাস পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটা ঢেকে ফেলে।
ডিম্বাকার মুখে মানায় সবই
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিক বোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। সব ধরনের সানগ্লাস ওভাল বা ডিম্বাকার মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। চাইলে এ ধরনের মুখে চার কোনা, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের সানগ্লাস ব্যবহার করা যায়।
হীরা বা ডায়মন্ড আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিক বোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই কিংবা ডিম্বাকৃতির ফ্রেমের সানগ্লাস এ ধরনের মুখে ভারসাম্য তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীদের চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো।
পানপাতা আকৃতির মুখে
যাঁদের মুখ পানপাতার মতো অর্থাৎ হৃৎপিণ্ড বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে; কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। এ ধরনের মুখের জন্য জুতসই ছোট ফ্রেমের সানগ্লাস। ডিম্বাকৃতির রিমলেস অথবা সেমি-রিমলেস সানগ্লাস এই মুখের আদলকে করে তুলতে পারে আকর্ষণীয়।
চার কোনা মুখের জন্য
স্কয়ার বা চার কোনা মুখের জ-লাইন, চিক বোন এবং কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের সানগ্লাস স্কয়ার বা চার কোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চার কোনা মুখে স্কয়ার চশমা পরতে যাবেন না। একদম মানাবে না কিন্তু!
সূত্র: সিনেট ও অন্যান্য

মানসিক চাপ কমাতে কফি, কসমেটিকস বা ছোটখাটো কেনাকাটার প্রবণতা বাড়ছে জেন-জি প্রজন্মের মধ্যে। ‘নিজেকে পুরস্কৃত করা’ বা সেলফ-রিওয়ার্ড নামের এই সংস্কৃতি জনপ্রিয় হয়ে উঠছে। তরুণদের অনেকেই এটিকে মানসিক চাপ কমানোর উপায় হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা ধীরে ধীরে আর্থিক ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে।
১ ঘণ্টা আগে
খাওয়া-দাওয়ার ক্ষেত্রে ঋতু বেশ গুরুত্বপূর্ণ বিষয়। ফলে শীতের হিমেল হাওয়ায় গরম এক কাপ চা বা কফি প্রশান্তি দিলেও এমন অনেক খাবার আছে, যেগুলো কখনো কখনো সর্দি-কাশি বা গলাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে এই ঋতুতে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের খাবারদাবার রোগপ্রতিরোধ ক্ষমতা এবং পরিপাকতন্ত্রের ওপর সরাসরি প্রভাব
৩ ঘণ্টা আগে
আজ আপনার এনার্জি লেভেল একদম ঈদের ছুটিতে কমলাপুর স্টেশনের উত্তরবঙ্গগামী শেষ ট্রেনটি ধরার ভিড়ের মতো তুঙ্গে থাকবে। কেউ আপনাকে থামানোর চেষ্টা করলে সে নিজেই ছিটকে যাবে। আয়ের নতুন রাস্তা খুলবে ঠিকই, কিন্তু অপরিচিত লোকের কথায় শেয়ারবাজারে টাকা ঢাললে পকেট গড়ের মাঠ হতে সময় লাগবে না।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে আমরা দেখেছি মানুষ কেবল ‘জায়গা ঘোরা’র চেয়ে ভ্রমণের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু ২০২৬ সাল হতে যাচ্ছে আরও একধাপ এগিয়ে। প্রযুক্তির ছোঁয়া, প্রিয় মুভি বা গেমের প্রতি টান আর পরিবারের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে পর্যটন খাতে আসছে বড় বড় কিছু পরিবর্তন। এ বছর ভ্রমণের মূল ট্রেন্ডগুলো আপনার ঘরো
৫ ঘণ্টা আগে