
ভালোবাসায় টিকে থাকে দাম্পত্য, সংসার। কিন্তু সীমাহীন ভালোবাসাও কাল হতে পারে স্বামী-স্ত্রীর সম্পর্কে। ডেকে আনতে পারে বিচ্ছেদ। এমন আশঙ্কার কথা জানালেন মুম্বাইভিত্তিক ভারতীয় এক আইনজীবী। দাম্পত্য থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তানিয়া আপাচ্চু কাউল নামের ওই ভারতীয় আইনজীবী ‘অতিরিক্ত ভালোবাসা’সহ বিচ্ছেদের কিছু উদ্ভট কারণ উল্লেখ করে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি এ-সম্পর্কিত একটি ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে বিচ্ছেদের কারণ হিসেবে প্রথমেই পুরুষতান্ত্রিক মনোভাবের কিছু বিষয় তুলে ধরেন কাউল। তিনি জানান, বিয়ের পর হানিমুনে গিয়ে স্ত্রী কিছুটা ‘উত্তেজক পোশাক’ পরেছেন—শুধু এই কারণেই বিচ্ছেদের নজির রয়েছে। আবার এমন নজিরও দেখা গেছে, স্বামী আসন্ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য পড়াশোনায় মনোযোগ দিয়েছেন আর স্ত্রী তাঁকে যথেষ্ট সময় না দেওয়ার অভিযোগে বিচ্ছেদের আবেদন করে বসে আছেন।
অন্য কিছু কারণের মধ্যে স্ত্রী স্বামীর পা স্পর্শ করতে অনীহা প্রকাশ করা ছাড়াও রান্না করতে না জানার কারণে একাধিক বিচ্ছেদের নজির দেখা গেছে।
ভিডিওটির এই পর্যায়ে তানিয়া কাউল দাবি করেন, স্বামী অতিরিক্ত ভালোবাসেন এবং কখনোই ঝগড়া করেন না—এই কারণেও বিচ্ছেদের আবেদন করেছেন একজন নারী। আইনজীবী কাউল সম্ভবত ২০২০ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এ ধরনের একটি মামলার উদাহরণ টেনেছেন। সেই মামলাটিতে বিচ্ছেদের স্ত্রী আবেদন করেছিলেন এই অজুহাত দেখিয়ে যে তাঁদের বিয়ের ১৮ মাস হয়ে গেলেও স্বামী একবারের জন্যও ঝগড়া করেননি। ওই স্বামীটির বিরুদ্ধে অতিরিক্ত ভালোবাসার অভিযোগও করেন স্ত্রী।
রিল আকারে বানানো কাউলের ওই ভিডিওটি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ১৬ লাখ ভিউ হওয়া ওই রিলটিতে ‘লাভ’ রিয়েক্ট করেছেন এক লাখের বেশি মানুষ। ভিডিওটির শিরোনাম ছিল—আপনি কেন বিয়ে করবেন?
ভিডিওটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মানুষ বিয়ের অনুষ্ঠান চায়, বিয়ে নয়।’
বিয়ে আগে কাউন্সেলিং করা জরুরি বলেও মত দিয়েছেন একজন।
আরেকজন লিখেছেন—স্বামীদের অনেকেই বিচ্ছেদের আবেদন করছেন শুধু এ জন্য যে স্ত্রী তাঁকে মান্য করছেন না। আবার ভালোবাসা অনুভব করছেন না—কারণ দেখিয়েও অনেক স্ত্রী বিচ্ছেদ চাইছেন।
একজন অবশ্য লিখেছেন, মানুষের উচিত বিয়ে না করা।

ভালোবাসায় টিকে থাকে দাম্পত্য, সংসার। কিন্তু সীমাহীন ভালোবাসাও কাল হতে পারে স্বামী-স্ত্রীর সম্পর্কে। ডেকে আনতে পারে বিচ্ছেদ। এমন আশঙ্কার কথা জানালেন মুম্বাইভিত্তিক ভারতীয় এক আইনজীবী। দাম্পত্য থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তানিয়া আপাচ্চু কাউল নামের ওই ভারতীয় আইনজীবী ‘অতিরিক্ত ভালোবাসা’সহ বিচ্ছেদের কিছু উদ্ভট কারণ উল্লেখ করে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি এ-সম্পর্কিত একটি ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে বিচ্ছেদের কারণ হিসেবে প্রথমেই পুরুষতান্ত্রিক মনোভাবের কিছু বিষয় তুলে ধরেন কাউল। তিনি জানান, বিয়ের পর হানিমুনে গিয়ে স্ত্রী কিছুটা ‘উত্তেজক পোশাক’ পরেছেন—শুধু এই কারণেই বিচ্ছেদের নজির রয়েছে। আবার এমন নজিরও দেখা গেছে, স্বামী আসন্ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য পড়াশোনায় মনোযোগ দিয়েছেন আর স্ত্রী তাঁকে যথেষ্ট সময় না দেওয়ার অভিযোগে বিচ্ছেদের আবেদন করে বসে আছেন।
অন্য কিছু কারণের মধ্যে স্ত্রী স্বামীর পা স্পর্শ করতে অনীহা প্রকাশ করা ছাড়াও রান্না করতে না জানার কারণে একাধিক বিচ্ছেদের নজির দেখা গেছে।
ভিডিওটির এই পর্যায়ে তানিয়া কাউল দাবি করেন, স্বামী অতিরিক্ত ভালোবাসেন এবং কখনোই ঝগড়া করেন না—এই কারণেও বিচ্ছেদের আবেদন করেছেন একজন নারী। আইনজীবী কাউল সম্ভবত ২০২০ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এ ধরনের একটি মামলার উদাহরণ টেনেছেন। সেই মামলাটিতে বিচ্ছেদের স্ত্রী আবেদন করেছিলেন এই অজুহাত দেখিয়ে যে তাঁদের বিয়ের ১৮ মাস হয়ে গেলেও স্বামী একবারের জন্যও ঝগড়া করেননি। ওই স্বামীটির বিরুদ্ধে অতিরিক্ত ভালোবাসার অভিযোগও করেন স্ত্রী।
রিল আকারে বানানো কাউলের ওই ভিডিওটি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ১৬ লাখ ভিউ হওয়া ওই রিলটিতে ‘লাভ’ রিয়েক্ট করেছেন এক লাখের বেশি মানুষ। ভিডিওটির শিরোনাম ছিল—আপনি কেন বিয়ে করবেন?
ভিডিওটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মানুষ বিয়ের অনুষ্ঠান চায়, বিয়ে নয়।’
বিয়ে আগে কাউন্সেলিং করা জরুরি বলেও মত দিয়েছেন একজন।
আরেকজন লিখেছেন—স্বামীদের অনেকেই বিচ্ছেদের আবেদন করছেন শুধু এ জন্য যে স্ত্রী তাঁকে মান্য করছেন না। আবার ভালোবাসা অনুভব করছেন না—কারণ দেখিয়েও অনেক স্ত্রী বিচ্ছেদ চাইছেন।
একজন অবশ্য লিখেছেন, মানুষের উচিত বিয়ে না করা।

জীবনে আমরা প্রায়ই এমন কিছু লক্ষ্য তাড়া করি, যেগুলো আসলে যতটা না জরুরি, তার চেয়ে বেশি আমাদের ওপর চাপিয়ে দেওয়া। অতিমূল্যায়িত বা ওভাররেটেড লক্ষ্য এবং তার পরিবর্তে যা করা উচিত, সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তা না হলে জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা সব সময় ভারী থাকবে। কারণ জীবন কোনো...
২১ মিনিট আগে
শীতের রুক্ষ ও শীতল হাওয়া ত্বকের জন্য যন্ত্রণাদায়ক। বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য এ সময়টি বেশি কষ্টের। আর্দ্রতার অভাবে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে, চামড়া উঠে যায় এবং ব্রণের সমস্যা দেখা দেয়। এ সমস্যার প্রধান সমাধান হলো ত্বকের সঠিক আর্দ্রতা বজায় রাখা। সে জন্য পর্যাপ্ত পানি পানের পাশাপাশি...
২ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অর্ধাঙ্গিনী বা সঙ্গিনীর সঙ্গে পরামর্শ করুন, নয়তো বাড়িতে যুদ্ধ বাধতে পারে। আর্থিক যোগ ভালো, কিন্তু টাকাটা নিজের পকেটে রাখাই হবে আসল চ্যালেঞ্জ।
৪ ঘণ্টা আগে
সয়াবিন কেবল উদ্ভিজ্জ প্রোটিনের একটি শক্তিশালী উৎসই নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য এক অনন্য সুপার ফুড। হাজার বছর ধরে এশিয়ান ডায়েটে এর আধিপত্য থাকলেও বর্তমানে এর পুষ্টিগুণ বিশ্বজুড়ে সমাদৃত। ওজনে লাগাম টানা থেকে শুরু করে হাড়ের সুরক্ষা, সব ক্ষেত্রেই সয়াবিন সব সমস্যার এক দারুণ সমাধান। ওজন কমানোর...
৪ ঘণ্টা আগে