ফিচার ডেস্ক

দিনের শেষটা কত সুন্দরভাবে করতে পারছেন, তার ওপর নির্ভর করে সকালটা কত সুন্দর হবে। ত্বকের বেলায়ও একই নিয়ম। রোদ, গরম, এসির হাওয়া, দূষণ, কাজের চাপ—সবকিছুর ধকল সামলে ত্বক কতটা ভালো থাকবে, তা নির্ভর করে রাতে ঘুমাতে যাওয়ার আগে তাকে কত ভালোভাবে পরিষ্কার করছেন ও পুষ্টির জোগান দিচ্ছেন, তার ওপরে। ত্বক সুন্দর রাখতে রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে, সেগুলো হলো—
মুখ পরিষ্কার করতে হবে ত্বকের উপযোগী ফেসওয়াশ দিয়ে। এতে মুখের ঘাম, ধুলা-ময়লা পরিষ্কার হবে। ফেসওয়াশ ব্যবহার করতে না চাইলে বেসনের পেস্ট মুখে লাগিয়ে ৫ মিনিট পর ম্যাসাজ করে ধুয়ে নিন। এতেও ত্বক ভেতর থেকে জেল্লা ছড়াতে শুরু করবে।
এরপর মৃদু কোনো স্ক্রাবার দিয়ে আলতো করে ত্বক স্ক্রাব করে নিতে হবে। বেশি সময় নেওয়া যাবে না।
মুখ ধুয়ে মোছার পর তৃতীয় ধাপে মুখে টোনার স্প্রে করে নিতে হবে। টোনার মুখের উন্মুক্ত রন্ধ্র বন্ধ করতে, ত্বক টানটান রাখতে এবং পিএইচের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করলেও উপকার মিলবে।
এর পরের ধাপে মাখতে হবে সেরাম। ত্বকের ধরন, সমস্যা ও প্রয়োজন অনুযায়ী সেটি বাছাই করুন। কয়েক ফোঁটা সেরাম ড্রপারে নিয়ে মুখে লাগিয়ে হালকা মালিশ করলেই হবে।
শেষ ধাপ হলো ত্বকের উপযোগী ময়শ্চারাইজার। ভালোভাবে ত্বকে লাগিয়ে ঘুমাতে যেতে হবে। ময়শ্চারাইজার ত্বকের গভীরে গিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
জেনে রাখা ভালো
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

দিনের শেষটা কত সুন্দরভাবে করতে পারছেন, তার ওপর নির্ভর করে সকালটা কত সুন্দর হবে। ত্বকের বেলায়ও একই নিয়ম। রোদ, গরম, এসির হাওয়া, দূষণ, কাজের চাপ—সবকিছুর ধকল সামলে ত্বক কতটা ভালো থাকবে, তা নির্ভর করে রাতে ঘুমাতে যাওয়ার আগে তাকে কত ভালোভাবে পরিষ্কার করছেন ও পুষ্টির জোগান দিচ্ছেন, তার ওপরে। ত্বক সুন্দর রাখতে রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে, সেগুলো হলো—
মুখ পরিষ্কার করতে হবে ত্বকের উপযোগী ফেসওয়াশ দিয়ে। এতে মুখের ঘাম, ধুলা-ময়লা পরিষ্কার হবে। ফেসওয়াশ ব্যবহার করতে না চাইলে বেসনের পেস্ট মুখে লাগিয়ে ৫ মিনিট পর ম্যাসাজ করে ধুয়ে নিন। এতেও ত্বক ভেতর থেকে জেল্লা ছড়াতে শুরু করবে।
এরপর মৃদু কোনো স্ক্রাবার দিয়ে আলতো করে ত্বক স্ক্রাব করে নিতে হবে। বেশি সময় নেওয়া যাবে না।
মুখ ধুয়ে মোছার পর তৃতীয় ধাপে মুখে টোনার স্প্রে করে নিতে হবে। টোনার মুখের উন্মুক্ত রন্ধ্র বন্ধ করতে, ত্বক টানটান রাখতে এবং পিএইচের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করলেও উপকার মিলবে।
এর পরের ধাপে মাখতে হবে সেরাম। ত্বকের ধরন, সমস্যা ও প্রয়োজন অনুযায়ী সেটি বাছাই করুন। কয়েক ফোঁটা সেরাম ড্রপারে নিয়ে মুখে লাগিয়ে হালকা মালিশ করলেই হবে।
শেষ ধাপ হলো ত্বকের উপযোগী ময়শ্চারাইজার। ভালোভাবে ত্বকে লাগিয়ে ঘুমাতে যেতে হবে। ময়শ্চারাইজার ত্বকের গভীরে গিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
জেনে রাখা ভালো
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
৮ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১০ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১২ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৩ ঘণ্টা আগে