সিফাত রাব্বানী

ভালো লাগা
নিঃসন্দেহে জীবনের অন্যতম বড় পাওয়া এই অর্জনগুলো। সঠিক গাইডলাইন পেয়েছি, সেই অনুযায়ী পরিশ্রম করেছিলাম। আমার পরিশ্রম যে বৃথা যায়নি, এটাই আমাকে আনন্দিত করেছে।
নিয়মিত পড়াশোনা
‘গুরুত্বপূর্ণ নয়’ বলে কিছু নেই। এ বছর এসেছে পরের বার আসবে না, এমনটা ভাবলে ভুল হবে। আমার কাছে মনে হয়েছে, যা গুরুত্বপূর্ণ তা সব সময় গুরুত্বপূর্ণ। কখনো পড়া ফেলে রাখিনি। কিছু বিষয় ভর্তির প্রস্তুতির আগেই পড়ে রেখেছি এবং পড়াশোনা নিয়মিত করেছি।
কলেজের ক্লাস সহায়ক
কলেজের বাংলা, ইংরেজিসহ প্রতিটি ক্লাস গুরুত্বপূর্ণ। যারা ভর্তিযুদ্ধে ভালো করতে চায়, তাদের নিয়মিত ক্লাস করতে হবে। শিক্ষকদের দেখানো পথেই পা বাড়াতে হবে। যদি প্রাতিষ্ঠানিক বিষয়গুলো কলেজেই ভালোভাবে শেষ করা যায়, পরে চাপ কম পড়ে।
আত্মবিশ্বাস
পরিশ্রম করলে স্বয়ংক্রিয়ভাবেই আত্মবিশ্বাস চলে আসবে। যারা নিজেদের ঝালিয়ে নেয়, তারাই কেবল বিশ্বাস রাখে জয়ী হওয়ার। তাই ভর্তি পরীক্ষার আগে অন্তত তিন থেকে চার মাস সময় শুধু নিজের পড়াতেই বরাদ্দ রাখা উচিত। পড়ার বিকল্প নেই। না পড়ে এখানে টিকে থাকার স্বপ্ন দেখা বোকামি।
বিশ্ববিদ্যালয় নাকি বিষয় গুরুত্বপূর্ণ
এটি সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে। আমি গুচ্ছ পরীক্ষায় প্রথম হয়ে ভেবেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে ভর্তি হব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটেও ৬৯তম হয়ে সিদ্ধান্ত নিয়েছি, এখানে অর্থনীতি বিষয়ে লেখাপড়া করব। পাশাপাশি ইংরেজি ভাষার প্রতিও আগ্রহ আছে। এখানে অন্য কোনো বিষয় পেলেও পড়ব। কেননা আমার স্বপ্নের যাত্রাটা ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছিল। তবে বিশ্ববিদ্যালয় নাকি বিষয় কোনটাকে গুরুত্ব দেবেন, সেটা সিদ্ধান্ত অবশ্যই ভেবেচিন্তে, বড়দের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো। তাতে ভুল কম হওয়ার আশঙ্কা থাকে।
পরামর্শ
সব বিষয়ের মূল জায়গাগুলোয় ভালো দখল থাকতে হবে। এটা নিশ্চিত থাকলে সিলেবাসের অনেকটাই সম্পন্ন হয়ে যাবে। সঠিকভাবে সময় বণ্টন করতে হবে পরীক্ষার হলে। যেটি ভালো পারেন তা আগে শেষ করে ফেললেই ভালো। মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে হবে।
সিজরাত জাহান, ভর্তি পরীক্ষায় মেধাক্রম প্রথম, গুচ্ছ খ ইউনিট (মানবিক) প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক ইউনিট (বিজ্ঞান বিভাগ থেকে, মানবিকের কোটায় প্রথম)
অনুলিখন: সিফাত রাব্বানী

ভালো লাগা
নিঃসন্দেহে জীবনের অন্যতম বড় পাওয়া এই অর্জনগুলো। সঠিক গাইডলাইন পেয়েছি, সেই অনুযায়ী পরিশ্রম করেছিলাম। আমার পরিশ্রম যে বৃথা যায়নি, এটাই আমাকে আনন্দিত করেছে।
নিয়মিত পড়াশোনা
‘গুরুত্বপূর্ণ নয়’ বলে কিছু নেই। এ বছর এসেছে পরের বার আসবে না, এমনটা ভাবলে ভুল হবে। আমার কাছে মনে হয়েছে, যা গুরুত্বপূর্ণ তা সব সময় গুরুত্বপূর্ণ। কখনো পড়া ফেলে রাখিনি। কিছু বিষয় ভর্তির প্রস্তুতির আগেই পড়ে রেখেছি এবং পড়াশোনা নিয়মিত করেছি।
কলেজের ক্লাস সহায়ক
কলেজের বাংলা, ইংরেজিসহ প্রতিটি ক্লাস গুরুত্বপূর্ণ। যারা ভর্তিযুদ্ধে ভালো করতে চায়, তাদের নিয়মিত ক্লাস করতে হবে। শিক্ষকদের দেখানো পথেই পা বাড়াতে হবে। যদি প্রাতিষ্ঠানিক বিষয়গুলো কলেজেই ভালোভাবে শেষ করা যায়, পরে চাপ কম পড়ে।
আত্মবিশ্বাস
পরিশ্রম করলে স্বয়ংক্রিয়ভাবেই আত্মবিশ্বাস চলে আসবে। যারা নিজেদের ঝালিয়ে নেয়, তারাই কেবল বিশ্বাস রাখে জয়ী হওয়ার। তাই ভর্তি পরীক্ষার আগে অন্তত তিন থেকে চার মাস সময় শুধু নিজের পড়াতেই বরাদ্দ রাখা উচিত। পড়ার বিকল্প নেই। না পড়ে এখানে টিকে থাকার স্বপ্ন দেখা বোকামি।
বিশ্ববিদ্যালয় নাকি বিষয় গুরুত্বপূর্ণ
এটি সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে। আমি গুচ্ছ পরীক্ষায় প্রথম হয়ে ভেবেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে ভর্তি হব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটেও ৬৯তম হয়ে সিদ্ধান্ত নিয়েছি, এখানে অর্থনীতি বিষয়ে লেখাপড়া করব। পাশাপাশি ইংরেজি ভাষার প্রতিও আগ্রহ আছে। এখানে অন্য কোনো বিষয় পেলেও পড়ব। কেননা আমার স্বপ্নের যাত্রাটা ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছিল। তবে বিশ্ববিদ্যালয় নাকি বিষয় কোনটাকে গুরুত্ব দেবেন, সেটা সিদ্ধান্ত অবশ্যই ভেবেচিন্তে, বড়দের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো। তাতে ভুল কম হওয়ার আশঙ্কা থাকে।
পরামর্শ
সব বিষয়ের মূল জায়গাগুলোয় ভালো দখল থাকতে হবে। এটা নিশ্চিত থাকলে সিলেবাসের অনেকটাই সম্পন্ন হয়ে যাবে। সঠিকভাবে সময় বণ্টন করতে হবে পরীক্ষার হলে। যেটি ভালো পারেন তা আগে শেষ করে ফেললেই ভালো। মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে হবে।
সিজরাত জাহান, ভর্তি পরীক্ষায় মেধাক্রম প্রথম, গুচ্ছ খ ইউনিট (মানবিক) প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক ইউনিট (বিজ্ঞান বিভাগ থেকে, মানবিকের কোটায় প্রথম)
অনুলিখন: সিফাত রাব্বানী

চীনের একটি স্কুলে সকাল শুরু হয় পরিচিত এক দৃশ্য দিয়ে। স্কুল গেটের সামনে সাদা গ্লাভস আর ট্রাফিক জ্যাকেট পরা একজন মানুষ হাতের ইশারায় গাড়ি থামাচ্ছেন এবং শিশুদের রাস্তা পার হতে বলছেন। দূর থেকে দেখলে তাঁকে ট্রাফিক পুলিশ মনে হবে। খুব কম মানুষই জানেন, তিনি আসলে স্কুলটির উপপ্রধান শিক্ষক।
৪ ঘণ্টা আগে
সকালবেলা উঠে চুলা জ্বালাতে গিয়ে দেখলেন, গ্যাস নেই! গ্যাসের দোকানে ফোন করলে মোবাইল ফোনের ওই প্রান্ত থেকে শোনা যাচ্ছে, এ মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে যাঁদের লাইনের গ্যাস, তাঁদের চুলায় সারা দিন আগুন জ্বলছে টিমটিম করে। তাতে নেই তাপ।
৫ ঘণ্টা আগে
অবসরের কথা ভাবলেই একধরনের নিশ্চিন্ত জীবনের ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রে এ চিত্র ক্রমেই ভিন্ন হয়ে উঠছে। সেখানে অনেক মানুষই অবসর নিতে ভয় পাচ্ছেন। কারণ তাঁদের আশঙ্কা, জীবনের শেষ প্রান্তে গিয়ে হয়তো টাকাই ফুরিয়ে যাবে।
৬ ঘণ্টা আগে
অবসরের পর জীবনটা কেমন হওয়া উচিত? কারও কাছে অবসর মানে সমুদ্রের নোনা হাওয়ায় অলস দুপুর কাটানো। কারও কাছে পাহাড়ের নির্জনতায় হারানো, আবার কারও কাছে একদম নতুন কোনো সংস্কৃতির সঙ্গে নিজেকে পরিচয় করানো। ২০২৬ সালের ‘অ্যানুয়াল গ্লোবাল রিটায়ারমেন্ট ইনডেক্স’ বলছে, আপনার সেই আজন্মলালিত স্বপ্নকে বাস্তবে রূপ...
৮ ঘণ্টা আগে