ক্যাম্পাস ডেস্ক

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসে ডিআইইউ পাঠকবন্ধু শাখার নতুন কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং প্রভাষক সানজিদা আফরোজ।
২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আরভী নাভা, সৈকত, সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক আসাদ, এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজীসহ অন্যান্য সদস্যরা।
ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, ‘আমরা পাঠকবন্ধুকে দেশের সেরা একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা যেন শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে—সেই লক্ষেই আমরা কাজ করছি। উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করা, চাকরির বাজারের জন্য প্রস্তুত করা এবং মানবিক সহায়তা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ভালো কিছু শিখে বের হতে পারবে বলে আমি আশাবাদী।’
সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা হয়। পাশাপাশি পাঠকবন্ধুর মাধ্যমে আমরা চাই ক্লাসের বাইরে তারা অতিরিক্ত দক্ষতা অর্জন করুক, দায়িত্ব নিতে শিখুক, নেতৃত্বের গুণাবলি তৈরি করুক এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক।
প্রভাষক সানজিদা আফরোজ বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে আমরা চাই তারা সম্পূর্ণভাবে জ্ঞান আহরণ করুক। পাঠকবন্ধুর ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।’
সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলায় বিস্তৃত, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও শাখা রয়েছে। আমরা ক্যারিয়ার, ইংরেজি শিক্ষা ও লেখালেখির ওপর বিশেষ গুরুত্ব দেই। আগামীতেও এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম ও সেমিনার আয়োজন করা হবে।’
নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপদেষ্টাদের দিকনির্দেশনায় আগামী এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাঠকবন্ধু ডিআইইউ ক্যাম্পাসকে একটি আদর্শ ও সেরা ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে সহায়তা করবে। এটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে।’
সভা শেষে ঘোষণা করা হয়, আগামী সপ্তাহে পাঠকবন্ধুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসে ডিআইইউ পাঠকবন্ধু শাখার নতুন কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং প্রভাষক সানজিদা আফরোজ।
২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আরভী নাভা, সৈকত, সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক আসাদ, এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজীসহ অন্যান্য সদস্যরা।
ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, ‘আমরা পাঠকবন্ধুকে দেশের সেরা একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা যেন শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে—সেই লক্ষেই আমরা কাজ করছি। উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করা, চাকরির বাজারের জন্য প্রস্তুত করা এবং মানবিক সহায়তা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ভালো কিছু শিখে বের হতে পারবে বলে আমি আশাবাদী।’
সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা হয়। পাশাপাশি পাঠকবন্ধুর মাধ্যমে আমরা চাই ক্লাসের বাইরে তারা অতিরিক্ত দক্ষতা অর্জন করুক, দায়িত্ব নিতে শিখুক, নেতৃত্বের গুণাবলি তৈরি করুক এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক।
প্রভাষক সানজিদা আফরোজ বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে আমরা চাই তারা সম্পূর্ণভাবে জ্ঞান আহরণ করুক। পাঠকবন্ধুর ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।’
সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলায় বিস্তৃত, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও শাখা রয়েছে। আমরা ক্যারিয়ার, ইংরেজি শিক্ষা ও লেখালেখির ওপর বিশেষ গুরুত্ব দেই। আগামীতেও এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম ও সেমিনার আয়োজন করা হবে।’
নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপদেষ্টাদের দিকনির্দেশনায় আগামী এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাঠকবন্ধু ডিআইইউ ক্যাম্পাসকে একটি আদর্শ ও সেরা ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে সহায়তা করবে। এটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে।’
সভা শেষে ঘোষণা করা হয়, আগামী সপ্তাহে পাঠকবন্ধুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হবে।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
৯ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৫ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৭ ঘণ্টা আগে