লাইফস্টাইল ডেস্ক
এ বছর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল জেনারেশন জি প্রজন্ম। বছর শেষে ফ্যাশনেও আলোচনার জন্ম দিয়েছে তারা।
সব সময়ই ফ্যাশান বা স্টাইল ট্রেন্ড থাকে তরুণদের হাতে। এ প্রজন্ম সৃজনশীল উপায়ে পুরোনো ফ্যাশনকে নতুন করে গ্রহণ করছে। এ বছর জেন জি প্রজন্ম ফ্যাশান দুনিয়ার যেসব ট্রেন্ড ফলো করেছে, তার ৯টি ট্রেন্ড এসেছে বলিউড অভিনেত্রীদের হাত ধরে। বলিউডের অভিনেত্রীরা এ ট্রেন্ডগুলো গ্রহণ করেছিলেন ঐতিহ্যবাহী কিংবা পুরোনো কোনো ট্রেন্ড থেকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
করসেট
ওভার সাইজ শার্ট, ব্লেজার বা হুডির ওপর লেয়ার করে করসেট পরা বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে। করসেট নামের পোশাকটি ঐতিহাসিক ফ্যাশনের অংশ। এটি ভিক্টোরিয়ান যুগের পোশাক। জেন জি পোশাকটিকে বেশ পছন্দ করেছে। ক্যাজুয়াল বটমস জিনস, শর্টস বা স্কার্টের সঙ্গে অনেকেই পরছেন করসেট। এর সঙ্গে জুয়েলারি হিসেবে পরছে চাঙ্কি নেকলেস, বোল্ড ইয়ার রিংস বা লেয়ারড ব্রেসলেট। যেমনটা পরেছিলেন অভিনেত্রী দিশা পাটানি।
ওয়াইড লেগ জিনস
সদ্য মা হওয়া দীপিকা পাড়ুকোনকে বিভিন্ন সময় দেখা গেছে ওয়াইড লেগ জিনস বা যাকে বলা যায় ঢোলা জিনসে। এটি আধুনিক জেন জি ফ্যাশন ট্রেন্ডের অন্যতম। দীপিকা পাড়ুকোনকে বিভিন্ন ফটোশুট ও এয়ারপোর্টে এ পোশাকে দেখা গেছে। এ পোশাক ক্যাজুয়াল লুক তৈরি করে। ওয়ার্ডরোবে যদি একটি ওয়াইড লেগ জিনস থাকে তাহলে সেটিকে সাদা টি-শার্ট বা ট্যাঙ্ক টপের সঙ্গে পরতে পারেন। অথবা আরও ক্যাজুয়াল ভাইবের জন্য টপনটও করতে পারেন। ক্লিন ও ক্লাসি লুকের জন্য চাঙ্কি স্নিকার্স বা স্যান্ডেল পরুন এর সঙ্গে।
বাইকার শর্টস
বাইকার শর্টস বেশ গুরুত্বপূর্ণ ট্রেন্ডে পরিণত হয়েছে জেন জি প্রজন্মের কাছে। এর আরামদায়ক বৈশিষ্ট্য একে জনপ্রিয় করে তুলেছে। অনন্যা পাণ্ডেকে এই লুকে দেখা গেছে বারবার। সাদামাটা টি-শার্ট, ওভার সাইজ শার্ট অথবা ব্লেজারের সঙ্গে এগুলো পরা যায়। স্পোর্টস লুকের জন্য স্পোর্টস ব্রা বা ক্রপ টপ পরেন অনেকেই। স্পোর্টি ভাইবের জন্য ট্রেইনার, রানিং সু বা স্নিকার্স মিলিয়েও পড়া যেতে পারে এটি। তবে অনেকেই হিলের সঙ্গে এটি পরেন রাতের আউটিং বা ডিনার ডেটের জন্য পারফেক্ট কম্বিনেশন তৈরি করতে।
গ্রাফিক টি
স্ট্রিট ওয়্যার সব সময়ই জেন জি ফ্যাশনের বিশেষ অংশ। এরই অংশ গ্রাফিক টি। এই জেন জি এর ওপর প্রিন্ট, ডিজাইন এবং স্লোগান লিখিয়ে ব্যক্তিগত ছোঁয়া যোগ করার চেষ্টা করে। এ পোশাকে আলিয়া ভাটকে দেখা গেছে একাধিকবার। গ্রাফিক টি, বাইকার শর্টস বা ব্যাগি অথবা স্কিনি জিনসের সঙ্গে পরা যায়। একটি বেশ সাদামাটা সহজ লুক তৈরি করে। এর ওপর ডেনিম জ্যাকেট পরলে তা কুল এবং ক্যাজুয়াল লুক তৈরি করে। এর সঙ্গে হুডি পরা যেতে পারে।
বডিস্যুট
এটি মূলত বিভিন্ন ফ্যাশন স্টাইলের সঙ্গে খাপ খাওয়ানোর কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জাহ্নবী কাপুর এই বডিস্যুট পরেন। এগুলো ওয়াইড লেগ জিনস, মিনি স্কার্ট, শর্টস বা টেইলর্ড ট্রাউজার্সের সঙ্গে পরা যায়। আউটফিটটির সঙ্গে হিল বা এলিগেন্ট ফ্ল্যাট পরা যেতে পারে। এগুলো বিভিন্ন রঙের বটমসের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করা যেতে পারে।
প্লিটেড স্কার্ট
খুশি কাপুরকে একটি ফটোশুটে প্লিটেড স্কার্টে দেখা গেছে। এ পোশাক অনেক আগে প্রচলিত ছিল। এগুলো মনোমুগ্ধকর লুক তৈরি করে। টি-শার্টের সঙ্গে প্লিটেড স্কার্ট পরা হলে তা রিলাক্সড বা ক্যাজুয়াল লুক দেয়। টি-শার্টটি অনেকেই আবার ইন করে পরেন স্কার্টের সঙ্গে। আবার অনেকেই একটা নট বেঁধে নেন। গ্ল্যামার লুকের জন্য এটি ক্রপ টপ বা সিকুইন টপের সঙ্গেও পরা যেতে পারে। আউটফিটটি হিল এবং এলিগেন্ট ফ্ল্যাট স্যান্ডেলের সঙ্গে পরতে পারেন।
বো
এটি আকর্ষণীয় এবং নিখুঁত পোশাক। এতে মেয়েলি একটা ভাব থাকে। যেকোনো উপলক্ষে এমন পোশাক রোমান্টিক ছোঁয়া যোগ করে। এতে দেখা গেছে সারা আলী খানকে। এটি বেলেট ফ্ল্যাটস বা লোফারের সঙ্গে পরা যেতে পারে। এতে আরামদায়ক এবং চমৎকার লুক তৈরি হবে। তবে এর সঙ্গের অ্যাকসেসরিজগুলো মিনিমাল রাখতে হবে।
সূত্র: পিংক ভিলা
এ বছর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল জেনারেশন জি প্রজন্ম। বছর শেষে ফ্যাশনেও আলোচনার জন্ম দিয়েছে তারা।
সব সময়ই ফ্যাশান বা স্টাইল ট্রেন্ড থাকে তরুণদের হাতে। এ প্রজন্ম সৃজনশীল উপায়ে পুরোনো ফ্যাশনকে নতুন করে গ্রহণ করছে। এ বছর জেন জি প্রজন্ম ফ্যাশান দুনিয়ার যেসব ট্রেন্ড ফলো করেছে, তার ৯টি ট্রেন্ড এসেছে বলিউড অভিনেত্রীদের হাত ধরে। বলিউডের অভিনেত্রীরা এ ট্রেন্ডগুলো গ্রহণ করেছিলেন ঐতিহ্যবাহী কিংবা পুরোনো কোনো ট্রেন্ড থেকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
করসেট
ওভার সাইজ শার্ট, ব্লেজার বা হুডির ওপর লেয়ার করে করসেট পরা বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে। করসেট নামের পোশাকটি ঐতিহাসিক ফ্যাশনের অংশ। এটি ভিক্টোরিয়ান যুগের পোশাক। জেন জি পোশাকটিকে বেশ পছন্দ করেছে। ক্যাজুয়াল বটমস জিনস, শর্টস বা স্কার্টের সঙ্গে অনেকেই পরছেন করসেট। এর সঙ্গে জুয়েলারি হিসেবে পরছে চাঙ্কি নেকলেস, বোল্ড ইয়ার রিংস বা লেয়ারড ব্রেসলেট। যেমনটা পরেছিলেন অভিনেত্রী দিশা পাটানি।
ওয়াইড লেগ জিনস
সদ্য মা হওয়া দীপিকা পাড়ুকোনকে বিভিন্ন সময় দেখা গেছে ওয়াইড লেগ জিনস বা যাকে বলা যায় ঢোলা জিনসে। এটি আধুনিক জেন জি ফ্যাশন ট্রেন্ডের অন্যতম। দীপিকা পাড়ুকোনকে বিভিন্ন ফটোশুট ও এয়ারপোর্টে এ পোশাকে দেখা গেছে। এ পোশাক ক্যাজুয়াল লুক তৈরি করে। ওয়ার্ডরোবে যদি একটি ওয়াইড লেগ জিনস থাকে তাহলে সেটিকে সাদা টি-শার্ট বা ট্যাঙ্ক টপের সঙ্গে পরতে পারেন। অথবা আরও ক্যাজুয়াল ভাইবের জন্য টপনটও করতে পারেন। ক্লিন ও ক্লাসি লুকের জন্য চাঙ্কি স্নিকার্স বা স্যান্ডেল পরুন এর সঙ্গে।
বাইকার শর্টস
বাইকার শর্টস বেশ গুরুত্বপূর্ণ ট্রেন্ডে পরিণত হয়েছে জেন জি প্রজন্মের কাছে। এর আরামদায়ক বৈশিষ্ট্য একে জনপ্রিয় করে তুলেছে। অনন্যা পাণ্ডেকে এই লুকে দেখা গেছে বারবার। সাদামাটা টি-শার্ট, ওভার সাইজ শার্ট অথবা ব্লেজারের সঙ্গে এগুলো পরা যায়। স্পোর্টস লুকের জন্য স্পোর্টস ব্রা বা ক্রপ টপ পরেন অনেকেই। স্পোর্টি ভাইবের জন্য ট্রেইনার, রানিং সু বা স্নিকার্স মিলিয়েও পড়া যেতে পারে এটি। তবে অনেকেই হিলের সঙ্গে এটি পরেন রাতের আউটিং বা ডিনার ডেটের জন্য পারফেক্ট কম্বিনেশন তৈরি করতে।
গ্রাফিক টি
স্ট্রিট ওয়্যার সব সময়ই জেন জি ফ্যাশনের বিশেষ অংশ। এরই অংশ গ্রাফিক টি। এই জেন জি এর ওপর প্রিন্ট, ডিজাইন এবং স্লোগান লিখিয়ে ব্যক্তিগত ছোঁয়া যোগ করার চেষ্টা করে। এ পোশাকে আলিয়া ভাটকে দেখা গেছে একাধিকবার। গ্রাফিক টি, বাইকার শর্টস বা ব্যাগি অথবা স্কিনি জিনসের সঙ্গে পরা যায়। একটি বেশ সাদামাটা সহজ লুক তৈরি করে। এর ওপর ডেনিম জ্যাকেট পরলে তা কুল এবং ক্যাজুয়াল লুক তৈরি করে। এর সঙ্গে হুডি পরা যেতে পারে।
বডিস্যুট
এটি মূলত বিভিন্ন ফ্যাশন স্টাইলের সঙ্গে খাপ খাওয়ানোর কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জাহ্নবী কাপুর এই বডিস্যুট পরেন। এগুলো ওয়াইড লেগ জিনস, মিনি স্কার্ট, শর্টস বা টেইলর্ড ট্রাউজার্সের সঙ্গে পরা যায়। আউটফিটটির সঙ্গে হিল বা এলিগেন্ট ফ্ল্যাট পরা যেতে পারে। এগুলো বিভিন্ন রঙের বটমসের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করা যেতে পারে।
প্লিটেড স্কার্ট
খুশি কাপুরকে একটি ফটোশুটে প্লিটেড স্কার্টে দেখা গেছে। এ পোশাক অনেক আগে প্রচলিত ছিল। এগুলো মনোমুগ্ধকর লুক তৈরি করে। টি-শার্টের সঙ্গে প্লিটেড স্কার্ট পরা হলে তা রিলাক্সড বা ক্যাজুয়াল লুক দেয়। টি-শার্টটি অনেকেই আবার ইন করে পরেন স্কার্টের সঙ্গে। আবার অনেকেই একটা নট বেঁধে নেন। গ্ল্যামার লুকের জন্য এটি ক্রপ টপ বা সিকুইন টপের সঙ্গেও পরা যেতে পারে। আউটফিটটি হিল এবং এলিগেন্ট ফ্ল্যাট স্যান্ডেলের সঙ্গে পরতে পারেন।
বো
এটি আকর্ষণীয় এবং নিখুঁত পোশাক। এতে মেয়েলি একটা ভাব থাকে। যেকোনো উপলক্ষে এমন পোশাক রোমান্টিক ছোঁয়া যোগ করে। এতে দেখা গেছে সারা আলী খানকে। এটি বেলেট ফ্ল্যাটস বা লোফারের সঙ্গে পরা যেতে পারে। এতে আরামদায়ক এবং চমৎকার লুক তৈরি হবে। তবে এর সঙ্গের অ্যাকসেসরিজগুলো মিনিমাল রাখতে হবে।
সূত্র: পিংক ভিলা
এক নিবন্ধে নিজের পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বিষণ্নতা এবং জীবনে ভারসাম্য খোঁজার অভিজ্ঞতা শেয়ার করেছেন বিবিসির বিশেষ প্রতিবেদক ফার্গাল কীন। তাঁর দীর্ঘ পথচলায় পাওয়া শিক্ষা শুধু গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকা মানুষদের জন্যই নয়, বরং জীবনে সামান্য আনন্দের খোঁজে থাকা সবার জন্যই প্রাসঙ্গি
২ ঘণ্টা আগেফুল চাষের জন্য ফুল কানন নামে খ্যাত পানিসারা গ্রাম। এর প্রতিবেশী গ্রামের নাম হাঁড়িয়া। এ দুটি গ্রামের মিলন স্থানে গড়ে ওঠা পর্যটনস্থানটি ফুল মোড় নামে পরিচিত। এটি ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর কাছে। ফুল মোড়ে চোখ জুড়ানো ফুল দেখতে এসে দর্শনার্থীরা এখন মন জুড়ানো খাবারের স্বাদও নিতে পারছে।
৩ দিন আগেঅন্ধকারে ডুবে আছে চারপাশ। সেই অন্ধকার চিড়ে আঁকাবাঁকা পথে ছুটে চলেছে জিপ। পোখারা থেকে আমাদের গন্তব্য অন্নপূর্ণার খুব কাছের এক গ্রাম। যেতে সময় লাগবে তিন ঘণ্টার মতো। বরফসম ঠান্ডা বাতাসে মনে পড়ল, খুব কাছেই বরফের পাহাড় দাঁড়িয়ে আছে সারি বেঁধে...
৪ দিন আগেবিশ্বে ভ্রমণের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। একটি দেশের পাসপোর্টের শক্তি তার নাগরিকদের জন্য কতটা সুবিধাজনক, তা নির্ধারণ করে। শক্তিশালী পাসপোর্ট কেবল একটি দেশের ভ্রমণের সুবিধা নয়, এটি আন্তর্জাতিকভাবে সে দেশের মর্যাদা প্রকাশ করে। প্রতিবছর বিভিন্ন সূচকের মাধ্যমে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা...
৪ দিন আগে