আজকের পত্রিকা ডেস্ক

ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়, বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
ঘড়ি এখন শুধু হাতের কবজিতে পরার জন্য নয়, নেকলেস, ব্রুচ এমনকি কোমরের বিছা হিসেবেও পরা হচ্ছে ঘড়ি!

ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্সে দেখা মিলবে তেমনই সব অলংকার। বিশেষ এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফরাসি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের ‘মি’ সিরিজ। এই সিরিজে কিস মি, প্রটেক্ট মি ও গিভ মি লাক নামের তিনটি ভিন্ন ডিজাইনের ঘড়ি উন্মোচন করেছে তারা। যেগুলো প্রথমে দেখে বোঝার কোনো উপায় নেই যে এগুলো ঘড়ি। কিস মি নামের ঘড়িটি প্রথম দেখায় মনে হবে—এটি নেকলেস, লকেটে লিপস্টিক। কিন্তু লিপস্টিকের মতো দেখতে অংশে চাপ দিলেই বেরিয়ে আসে ঘড়ির ডায়াল। একইভাবে প্রটেক্ট মি ডিজাইনের ঘড়িগুলো প্রথম দেখায় মনে হতে পারে সুরক্ষা তাবিজ। আর গিভ মি লাক ঘড়িটি বাইজান্টাইন মোটিফে তৈরি।

শ্যানেলের পাশাপাশি ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস, ক্যাখতি (Cartier), পিয়াজেই, ডিওরের মতো ব্র্যান্ডগুলোও এনেছে ব্রুচ, পেন্ডেন্ট ও চোকার। ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস তাদের ৯০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের আইকনিক কাডেনাস ঘড়ির হীরাখচিত একটি সংস্করণ এনেছে। ঘড়িটি তালা–চাবির আদলে তৈরি। প্রথম দেখায় ব্রেসলেট মনে হলেও একটু ভালো করে তাকালে নজরে পড়বে ঘড়ির ডায়াল।

ক্যাখতি প্রদর্শন করেছে ‘পানতেয়াখ’ ঘড়ি। যেখানে ব্র্যান্ডটির প্রতীকে লাফিয়ে ওঠা প্যানথারের আদল ফুটিয়ে তোলা হয়েছে। ঘড়ির ডায়ালের ওপর লাফিয়ে পড়ছে প্যানথারটি। এটি মূলত একটি কাফ–অলংকার, যা হালকা বাঁকালে বেরিয়ে আসে একটি ঘড়ির ডায়াল। পুরুষদের জন্য এনেছে কাঁটা বা সাধারণ ডায়াল ছাড়া ব্যতিক্রমী একটি ঘড়ি। যার নাম রাখা হয়েছে তঙ্ক আ গুশে (Tank à Guichets)। ঘড়িটিতে রয়েছে ছোট দুটি জানালার মতো অংশ। জানালায় ডিজিটাল ঘড়ির মতো সময় প্রদর্শন করা হয়।
ফ্যাশন সচেতনদের মধ্যে ব্যতিক্রমীধর্মী এসব ঘড়ির চাহিদা এখন তুঙ্গে। টেলর সুইফট, রিয়ান্নার মতো জনপ্রিয় সব তারকাও মঞ্চ কিংবা লাল গালিচার সাজে ভিন্নতা আনতে বেছে নিচ্ছেন ব্যতিক্রম এসব ঘড়ি। সম্প্রতি ব্রিটিশ মালিকানাধীন অন্যতম বড় নিলামঘর সোথবি আয়োজিত ‘এরিয়া ৫১’ নিলামে ব্যতিক্রমী ডিজাইনের এই জোয়ারেরই প্রমাণ মেলে। ওই নিলামে ঘড়ি বিক্রি হয়েছে কমপক্ষে ৫১টি, দাম উঠেছিল ১৬ লাখ মার্কিন ডলার পর্যন্ত।
সোথবির ঘড়ি বিভাগের সেলস ডিরেক্টর বলেন, ঘড়ির বাজারে এখন নতুন হাওয়া বইছে। এখন ঘড়ির মূল ক্রেতা আসলে নারী ও জেন–জি। তাঁরা সাধারণ ঘড়ি চান না। তাঁরা চান স্বকীয়তা ও বহুমাত্রিকতা।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন ধারার ঘড়ি পরার ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ঘড়ি এখন কেবল সময় দেখার যন্ত্র নয়, বরং পরিধানযোগ্য শিল্পকর্ম—যা একই সঙ্গে অলংকার ও স্বাতন্ত্র্যের প্রতীক।

ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়, বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
ঘড়ি এখন শুধু হাতের কবজিতে পরার জন্য নয়, নেকলেস, ব্রুচ এমনকি কোমরের বিছা হিসেবেও পরা হচ্ছে ঘড়ি!

ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্সে দেখা মিলবে তেমনই সব অলংকার। বিশেষ এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফরাসি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের ‘মি’ সিরিজ। এই সিরিজে কিস মি, প্রটেক্ট মি ও গিভ মি লাক নামের তিনটি ভিন্ন ডিজাইনের ঘড়ি উন্মোচন করেছে তারা। যেগুলো প্রথমে দেখে বোঝার কোনো উপায় নেই যে এগুলো ঘড়ি। কিস মি নামের ঘড়িটি প্রথম দেখায় মনে হবে—এটি নেকলেস, লকেটে লিপস্টিক। কিন্তু লিপস্টিকের মতো দেখতে অংশে চাপ দিলেই বেরিয়ে আসে ঘড়ির ডায়াল। একইভাবে প্রটেক্ট মি ডিজাইনের ঘড়িগুলো প্রথম দেখায় মনে হতে পারে সুরক্ষা তাবিজ। আর গিভ মি লাক ঘড়িটি বাইজান্টাইন মোটিফে তৈরি।

শ্যানেলের পাশাপাশি ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস, ক্যাখতি (Cartier), পিয়াজেই, ডিওরের মতো ব্র্যান্ডগুলোও এনেছে ব্রুচ, পেন্ডেন্ট ও চোকার। ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস তাদের ৯০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের আইকনিক কাডেনাস ঘড়ির হীরাখচিত একটি সংস্করণ এনেছে। ঘড়িটি তালা–চাবির আদলে তৈরি। প্রথম দেখায় ব্রেসলেট মনে হলেও একটু ভালো করে তাকালে নজরে পড়বে ঘড়ির ডায়াল।

ক্যাখতি প্রদর্শন করেছে ‘পানতেয়াখ’ ঘড়ি। যেখানে ব্র্যান্ডটির প্রতীকে লাফিয়ে ওঠা প্যানথারের আদল ফুটিয়ে তোলা হয়েছে। ঘড়ির ডায়ালের ওপর লাফিয়ে পড়ছে প্যানথারটি। এটি মূলত একটি কাফ–অলংকার, যা হালকা বাঁকালে বেরিয়ে আসে একটি ঘড়ির ডায়াল। পুরুষদের জন্য এনেছে কাঁটা বা সাধারণ ডায়াল ছাড়া ব্যতিক্রমী একটি ঘড়ি। যার নাম রাখা হয়েছে তঙ্ক আ গুশে (Tank à Guichets)। ঘড়িটিতে রয়েছে ছোট দুটি জানালার মতো অংশ। জানালায় ডিজিটাল ঘড়ির মতো সময় প্রদর্শন করা হয়।
ফ্যাশন সচেতনদের মধ্যে ব্যতিক্রমীধর্মী এসব ঘড়ির চাহিদা এখন তুঙ্গে। টেলর সুইফট, রিয়ান্নার মতো জনপ্রিয় সব তারকাও মঞ্চ কিংবা লাল গালিচার সাজে ভিন্নতা আনতে বেছে নিচ্ছেন ব্যতিক্রম এসব ঘড়ি। সম্প্রতি ব্রিটিশ মালিকানাধীন অন্যতম বড় নিলামঘর সোথবি আয়োজিত ‘এরিয়া ৫১’ নিলামে ব্যতিক্রমী ডিজাইনের এই জোয়ারেরই প্রমাণ মেলে। ওই নিলামে ঘড়ি বিক্রি হয়েছে কমপক্ষে ৫১টি, দাম উঠেছিল ১৬ লাখ মার্কিন ডলার পর্যন্ত।
সোথবির ঘড়ি বিভাগের সেলস ডিরেক্টর বলেন, ঘড়ির বাজারে এখন নতুন হাওয়া বইছে। এখন ঘড়ির মূল ক্রেতা আসলে নারী ও জেন–জি। তাঁরা সাধারণ ঘড়ি চান না। তাঁরা চান স্বকীয়তা ও বহুমাত্রিকতা।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন ধারার ঘড়ি পরার ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ঘড়ি এখন কেবল সময় দেখার যন্ত্র নয়, বরং পরিধানযোগ্য শিল্পকর্ম—যা একই সঙ্গে অলংকার ও স্বাতন্ত্র্যের প্রতীক।

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১৯ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
২১ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১ দিন আগে