ফারিয়া রহমান খান

কোথাও বেড়াতে গেলে কী পরলে ভালো হয়—বেশির ভাগ সময় এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। শাড়িপ্রেমী নারীদের বড় প্রশ্ন, শাড়ি পরে কি ঘোরা যায় না? উত্তর হচ্ছে, অবশ্যই যায়, যদি আপনি বেছে নেন হালকা ও নরম ধাঁচের শাড়ি।
ভ্রমণে কেমন শাড়ি
হাফসিল্কের বিভিন্ন ধরন রয়েছে। এগুলোর মধ্য়ে হালকা ও মিহি বুননের শাড়ির বড় গুণ হলো আরাম। গরমকালে ঘাম, ধুলো আর রোদে শরীর ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এ ধরনের কাপড় শরীরে আরাম দেয়। সেই সঙ্গে দেয় একটা স্নিগ্ধ অনুভূতি, যা অন্য কোনো শাড়িতে আসে না।
হালকা ও সহজে বহনযোগ্য
হাফসিল্ক শাড়ি হালকা, সহজে ব্যাগে ভাঁজ করে নেওয়া যায়। এগুলো ব্যাগে নেওয়ার সময় সিল্ক বা অন্য ভারী শাড়ির মতো অনেক জায়গা লাগে না। এমনকি ব্যাগ না বাড়িয়েই একসঙ্গে কয়েকটি শাড়ি নেওয়া যায়। প্যাকিংয়ের সময় শাড়ি রোল করে রাখলে কুঁচকে যায় না।

এক শাড়িতে অনেক লুক
স্ক্রিনপ্রিন্টের হাফসিল্ক বা সিনথেটিক মসলিন ধরনের শাড়ির সঙ্গে যদি একটুখানি স্টাইল যোগ করা যায়, তবে একটি শাড়িই নানাভাবে ব্যবহার করা সম্ভব। সে ক্ষেত্রে দিনের বেলায় হালকা রঙের শাড়ি, সাদা বা প্যাস্টেল ব্লাউজ, ছোট কানের দুল সঙ্গে ফ্ল্যাট স্যান্ডেল পরুন। আর সন্ধ্যায় একই শাড়ির সঙ্গে পরতে পারেন গাঢ় রঙের ব্লাউজ, একটু বড় দুল বা নেকলেস, সঙ্গে হালকা হিল—ব্যস, লুকে বদল চলে আসবে।
ভ্রমণের জন্য স্ক্রিনপ্রিন্টের সিনথেটিক মসলিন, হাফসিল্ক ধরনের শাড়ি খুব ভালো। এগুলো পরলে চলাচল করা সহজ হয়। হালকা বলে ক্যারি করাও সহজ। অন্যদিকে ঘেমে যাওয়ার প্রবণতাও থাকে না। বাড়ি ফিরে কোমল শ্যাম্পু দিয়ে সহজে পরিষ্কার করে নেওয়া যায়। তবে প্রায়ই ওয়াশ করে শাড়ি ব্যবহার করলে অনেক দিন শাড়ির বুনন ঠিক থাকে।
চাইলে কোমরে বেল্ট ব্যবহার করে দিতে পারেন আধুনিক ছোঁয়া। সঙ্গে একটা ছোট ব্যাগ আর হালকা ওড়না বা শাল থাকলে স্টাইলেও আসবে বৈচিত্র্য।
যত্ন করা খুব সহজ
কোথাও বেড়াতে গেলে জামাকাপড় ধোয়া একটা বড় ঝামেলা। এ ক্ষেত্রে হাফসিল্ক বা সিনথেটিক মসলিন শাড়ির যত্ন নেওয়া সহজ। হালকা করে শ্যাম্পু দিয়ে হাতে ধুয়ে নিলেই হয়। আর শুকাতেও কম সময় লাগে। তাই এক শাড়ি বারবার পরা সম্ভব।

রং, ডিজাইন ও দাম
আজকাল বাজারে নানা ধরনের হাফসিল্ক বা সিনথেটিক মসলিন শাড়ি পাওয়া যায়—এসব শাড়ি দেখতে সুন্দর, পরতে আরামদায়ক আর দামও সাধ্যের মধ্যে। আপনি চাইলে সহজে ট্রাভেল কালেকশনে নানা রং ও ডিজাইনের কয়েকটি শাড়ি কিনে রাখতে পারেন।
ভ্রমণ উপযোগী শাড়ি বাছাই: চেকলিস্ট
⦁ ওজনে হালকা ও সহজে ভাঁজ হয় কি না দেখে নিন।
⦁ খুব বেশি কুঁচকে যাবে, এমন শাড়ি না নেওয়াই ভালো।
⦁ বিভিন্ন রং আর প্যাটার্নের শাড়ি হলে ভালো হয়।
⦁ সহজে ধোয়া যাবে কি না দেখে নিন।
⦁ আপনার গন্তব্যের আবহাওয়া বিবেচনায় রেখে শাড়ি কিনুন।
⦁ আপনার স্টাইল অনুসারে শাড়ি বাছাই করুন।

ভ্রমণে শাড়ির স্টাইল করবেন যেভাবে
⦁ ক্ল্যাসিক ড্রেপিংয়ে নতুনত্ব যোগ করুন। সঙ্গে ব্লাউজের স্টাইলেও নতুনত্ব রাখলে মন্দ হয় না।
⦁ বিভিন্ন রকম গয়না দিয়ে সাজুন। অক্সিডাইজ বা সিলভারের গয়না সব সময় দেখতে আকর্ষণীয় লাগে এবং যেকোনো রঙের শাড়ির সঙ্গে সহজে মানিয়ে যায়।
⦁ শাড়ি ও ব্লাউজের ডিজাইন বিবেচনায় রেখে আরামদায়ক ও মানানসই জুতা বা স্যান্ডেল পরুন।
⦁ লেদার বা কাপড়ের বেল্ট পরে আধুনিকতার ছোঁয়া যোগ করুন। সঙ্গে হালকা সুতির জ্যাকেটও যোগ করতে পারেন।
⦁ ক্রস বডি ব্যাগ বা সাইড ব্যাগ ব্যবহার করুন।
শাড়ি প্যাকিং করবেন যেভাবে
⦁ রোল করে প্যাক করুন।
⦁ প্যাকিং জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন।
⦁ ব্লাউজ ও পেটিকোট শাড়ির সঙ্গেই ভাঁজ করে রাখুন। এতে খুঁজে পেতে সুবিধা হবে।
ফায়জা আহমেদ রাফা, ডিজাইনার এবং স্বত্বাধিকারী, আর্টেমিস

কোথাও বেড়াতে গেলে কী পরলে ভালো হয়—বেশির ভাগ সময় এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। শাড়িপ্রেমী নারীদের বড় প্রশ্ন, শাড়ি পরে কি ঘোরা যায় না? উত্তর হচ্ছে, অবশ্যই যায়, যদি আপনি বেছে নেন হালকা ও নরম ধাঁচের শাড়ি।
ভ্রমণে কেমন শাড়ি
হাফসিল্কের বিভিন্ন ধরন রয়েছে। এগুলোর মধ্য়ে হালকা ও মিহি বুননের শাড়ির বড় গুণ হলো আরাম। গরমকালে ঘাম, ধুলো আর রোদে শরীর ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এ ধরনের কাপড় শরীরে আরাম দেয়। সেই সঙ্গে দেয় একটা স্নিগ্ধ অনুভূতি, যা অন্য কোনো শাড়িতে আসে না।
হালকা ও সহজে বহনযোগ্য
হাফসিল্ক শাড়ি হালকা, সহজে ব্যাগে ভাঁজ করে নেওয়া যায়। এগুলো ব্যাগে নেওয়ার সময় সিল্ক বা অন্য ভারী শাড়ির মতো অনেক জায়গা লাগে না। এমনকি ব্যাগ না বাড়িয়েই একসঙ্গে কয়েকটি শাড়ি নেওয়া যায়। প্যাকিংয়ের সময় শাড়ি রোল করে রাখলে কুঁচকে যায় না।

এক শাড়িতে অনেক লুক
স্ক্রিনপ্রিন্টের হাফসিল্ক বা সিনথেটিক মসলিন ধরনের শাড়ির সঙ্গে যদি একটুখানি স্টাইল যোগ করা যায়, তবে একটি শাড়িই নানাভাবে ব্যবহার করা সম্ভব। সে ক্ষেত্রে দিনের বেলায় হালকা রঙের শাড়ি, সাদা বা প্যাস্টেল ব্লাউজ, ছোট কানের দুল সঙ্গে ফ্ল্যাট স্যান্ডেল পরুন। আর সন্ধ্যায় একই শাড়ির সঙ্গে পরতে পারেন গাঢ় রঙের ব্লাউজ, একটু বড় দুল বা নেকলেস, সঙ্গে হালকা হিল—ব্যস, লুকে বদল চলে আসবে।
ভ্রমণের জন্য স্ক্রিনপ্রিন্টের সিনথেটিক মসলিন, হাফসিল্ক ধরনের শাড়ি খুব ভালো। এগুলো পরলে চলাচল করা সহজ হয়। হালকা বলে ক্যারি করাও সহজ। অন্যদিকে ঘেমে যাওয়ার প্রবণতাও থাকে না। বাড়ি ফিরে কোমল শ্যাম্পু দিয়ে সহজে পরিষ্কার করে নেওয়া যায়। তবে প্রায়ই ওয়াশ করে শাড়ি ব্যবহার করলে অনেক দিন শাড়ির বুনন ঠিক থাকে।
চাইলে কোমরে বেল্ট ব্যবহার করে দিতে পারেন আধুনিক ছোঁয়া। সঙ্গে একটা ছোট ব্যাগ আর হালকা ওড়না বা শাল থাকলে স্টাইলেও আসবে বৈচিত্র্য।
যত্ন করা খুব সহজ
কোথাও বেড়াতে গেলে জামাকাপড় ধোয়া একটা বড় ঝামেলা। এ ক্ষেত্রে হাফসিল্ক বা সিনথেটিক মসলিন শাড়ির যত্ন নেওয়া সহজ। হালকা করে শ্যাম্পু দিয়ে হাতে ধুয়ে নিলেই হয়। আর শুকাতেও কম সময় লাগে। তাই এক শাড়ি বারবার পরা সম্ভব।

রং, ডিজাইন ও দাম
আজকাল বাজারে নানা ধরনের হাফসিল্ক বা সিনথেটিক মসলিন শাড়ি পাওয়া যায়—এসব শাড়ি দেখতে সুন্দর, পরতে আরামদায়ক আর দামও সাধ্যের মধ্যে। আপনি চাইলে সহজে ট্রাভেল কালেকশনে নানা রং ও ডিজাইনের কয়েকটি শাড়ি কিনে রাখতে পারেন।
ভ্রমণ উপযোগী শাড়ি বাছাই: চেকলিস্ট
⦁ ওজনে হালকা ও সহজে ভাঁজ হয় কি না দেখে নিন।
⦁ খুব বেশি কুঁচকে যাবে, এমন শাড়ি না নেওয়াই ভালো।
⦁ বিভিন্ন রং আর প্যাটার্নের শাড়ি হলে ভালো হয়।
⦁ সহজে ধোয়া যাবে কি না দেখে নিন।
⦁ আপনার গন্তব্যের আবহাওয়া বিবেচনায় রেখে শাড়ি কিনুন।
⦁ আপনার স্টাইল অনুসারে শাড়ি বাছাই করুন।

ভ্রমণে শাড়ির স্টাইল করবেন যেভাবে
⦁ ক্ল্যাসিক ড্রেপিংয়ে নতুনত্ব যোগ করুন। সঙ্গে ব্লাউজের স্টাইলেও নতুনত্ব রাখলে মন্দ হয় না।
⦁ বিভিন্ন রকম গয়না দিয়ে সাজুন। অক্সিডাইজ বা সিলভারের গয়না সব সময় দেখতে আকর্ষণীয় লাগে এবং যেকোনো রঙের শাড়ির সঙ্গে সহজে মানিয়ে যায়।
⦁ শাড়ি ও ব্লাউজের ডিজাইন বিবেচনায় রেখে আরামদায়ক ও মানানসই জুতা বা স্যান্ডেল পরুন।
⦁ লেদার বা কাপড়ের বেল্ট পরে আধুনিকতার ছোঁয়া যোগ করুন। সঙ্গে হালকা সুতির জ্যাকেটও যোগ করতে পারেন।
⦁ ক্রস বডি ব্যাগ বা সাইড ব্যাগ ব্যবহার করুন।
শাড়ি প্যাকিং করবেন যেভাবে
⦁ রোল করে প্যাক করুন।
⦁ প্যাকিং জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন।
⦁ ব্লাউজ ও পেটিকোট শাড়ির সঙ্গেই ভাঁজ করে রাখুন। এতে খুঁজে পেতে সুবিধা হবে।
ফায়জা আহমেদ রাফা, ডিজাইনার এবং স্বত্বাধিকারী, আর্টেমিস

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১৫ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১৭ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৯ ঘণ্টা আগে